ETV Bharat / state

মা-দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে গ্রেফতার যুবক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 2:59 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

Youth Killed Mother and Brother: পারিবারিক বিবাদের জেরে খুনের ঘটনা বাঁকুড়ায় ৷ মা ও দাদাকে খুন করল ছোট ভাই ৷ বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ চলছে তদন্ত ৷

মৃতের স্ত্রীর বক্তব্য

খাতড়া, 6 ফেব্রুয়ারি: বৃদ্ধা মা ও দাদাকে শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামে। বাধা দিতে গিয়ে শাবলের আঘাতে আহত হয় অভিযুক্তের ভাইঝি, বৌদি ও দিদি । আহতদের খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাঁকুড়ার খাতড়া থানার জলডোবরা গ্রামে গোপী বাউরির বাড়িতে প্রবল চিৎকার চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা । চিৎকার শুনে তাদের বাড়িতে গিয়ে দেখেন বছর ষাটের লক্ষ্মী বাউরি ও তাঁর বড় ছেলে বছর চল্লিশের দেবু বাউরি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৷ অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন দেবু বাউরির স্ত্রী মঙ্গলা বাউরি, মেয়ে ও দিদি। পরিস্থিতি দেখে প্রতিবেশীরা খাতড়া থানায় খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'টি মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এর পাশাপাশি আহতদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাড়ি থেকেই মৃতা বৃদ্ধার ছোট ছেলে অভিযুক্ত গোপী বাউরিকে গ্রেফতার করে । প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা পারিবারিক বিবাদের জেরেই এই দুর্ঘটনা ৷ এদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা ।

এই বিষয়ে খাতড়ার মহকুমা পুলিশ প্রশাসক অভিষেক যাদব জানান, প্রথমত যেটা পুলিশের তরফ থেকে মনে করা হচ্ছে বাড়িতে টাকা চেয়েও না-পাওয়ার কারণেই রাগের বশে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত ৷ তদন্ত করা হচ্ছে ৷

আরও পড়ুন :

  1. ঘুড়ি কাটা নিয়ে বিবাদের জের, যুবককে গুলি করে খুন
  2. স্বামীর উপর অভিমান, নৈহাটিতে চার বছরের ছেলেকে খুন করে আত্মঘাতী মা !
  3. গ্যাস সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত, স্বামীকে খুন আইসিডিএস কর্মীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.