ETV Bharat / state

মাঘের আকাশ আংশিক মেঘলা, শীত থাকলেও বৃষ্টি কমার পূর্বাভাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 7:59 AM IST

Updated : Jan 20, 2024, 8:58 AM IST

West Bengal Weather Update: মকর সংক্রান্তির আগে থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 95 শতাংশ । সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস ও এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 20 জানুয়ারি: কয়েকদিন ধরেই জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করছে রাজ্যবাসী ৷ তার মধ্যে আবার দোসর হয়েছে বৃষ্টি ৷ তবে আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল শুক্রবার থেকে কমবে বৃষ্টি ৷ আজ, শনিবার কলকাতা, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনায় শুষ্ক আবহাওয়া থাকবে।

তবে আজ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । আলিপুর আবহাওয়া দফতর আগামী 5 দিনের পূর্বাভাস দিয়েছে ৷ সেই অনুযায়ী আকাশ আংশিক মেঘলা থাকলেও, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ৷ প্রথম দু’দিন রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে । এছাড়া দক্ষিণবঙ্গে আর তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷

এই বছর শীত দফায় দফায় ব্যাটিং করছে ৷ মরশুমের শুরুতে জমিয়ে ব্যাটিং করলেও, তারপর বেশ কিছুদিন শীতের পরশ থেকে বঞ্চিত ছিল রাজ্যবাসী ৷ তবে মকর সংক্রান্তির আগে থেকে আবার শীত পড়তে শুরু করেছে ৷ পৌষ মাসের শেষের 2-3দিন পারদের লক্ষ্যনীয় পতন হয় ৷ যার রেশ মাঘ মাসের শুরুতে রয়েছে । কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে ৷ মাঘের শুরুতে ঠান্ডা তার উপর বৃষ্টি শীতের আমেজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল । জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে ঠান্ডা বেশভালো অনুভূত হচ্ছে । গতকাল রাত থেকেই ঠান্ডার দাপট অনেকটাই কমেছে । আপাতত এই রকমই চলবে আবহাওয়া ৷

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি সব জেলাতে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দু’দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । তারপর থেকে 1 থেকে 2 ডিগ্রি কমবে তাপমাত্রা ৷ ফলে শীত ফের জাকিয়ে অনুভূত হবে উত্তরবঙ্গে । ভোরের দিকে দুই বঙ্গেই কুয়াশার দাপট থাকবে । গত দুইদিনের তুলনায় দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে না ।

শুক্রবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে 3.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 95 শতাংশ । আজ শনিবার ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন। পরে আংশিক মেঘলা আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস ও এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা
  2. বইমেলায় রামমন্দিরের স্ট্যাম্প না-পেয়ে চটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
  3. সপ্তাহান্তে ভাগ্যদেবীর আর্শীবাদে বিয়ের পিঁড়িয়ে বসবেন কারা, জানুন রাশিফলে

কলকাতা, 20 জানুয়ারি: কয়েকদিন ধরেই জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করছে রাজ্যবাসী ৷ তার মধ্যে আবার দোসর হয়েছে বৃষ্টি ৷ তবে আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল শুক্রবার থেকে কমবে বৃষ্টি ৷ আজ, শনিবার কলকাতা, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনায় শুষ্ক আবহাওয়া থাকবে।

তবে আজ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । আলিপুর আবহাওয়া দফতর আগামী 5 দিনের পূর্বাভাস দিয়েছে ৷ সেই অনুযায়ী আকাশ আংশিক মেঘলা থাকলেও, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ৷ প্রথম দু’দিন রাতের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে । এছাড়া দক্ষিণবঙ্গে আর তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷

এই বছর শীত দফায় দফায় ব্যাটিং করছে ৷ মরশুমের শুরুতে জমিয়ে ব্যাটিং করলেও, তারপর বেশ কিছুদিন শীতের পরশ থেকে বঞ্চিত ছিল রাজ্যবাসী ৷ তবে মকর সংক্রান্তির আগে থেকে আবার শীত পড়তে শুরু করেছে ৷ পৌষ মাসের শেষের 2-3দিন পারদের লক্ষ্যনীয় পতন হয় ৷ যার রেশ মাঘ মাসের শুরুতে রয়েছে । কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে ৷ মাঘের শুরুতে ঠান্ডা তার উপর বৃষ্টি শীতের আমেজকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল । জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে ঠান্ডা বেশভালো অনুভূত হচ্ছে । গতকাল রাত থেকেই ঠান্ডার দাপট অনেকটাই কমেছে । আপাতত এই রকমই চলবে আবহাওয়া ৷

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি সব জেলাতে আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত দু’দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই । তারপর থেকে 1 থেকে 2 ডিগ্রি কমবে তাপমাত্রা ৷ ফলে শীত ফের জাকিয়ে অনুভূত হবে উত্তরবঙ্গে । ভোরের দিকে দুই বঙ্গেই কুয়াশার দাপট থাকবে । গত দুইদিনের তুলনায় দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে না ।

শুক্রবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে 3.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 95 শতাংশ । আজ শনিবার ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন। পরে আংশিক মেঘলা আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস ও এবং সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা
  2. বইমেলায় রামমন্দিরের স্ট্যাম্প না-পেয়ে চটলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
  3. সপ্তাহান্তে ভাগ্যদেবীর আর্শীবাদে বিয়ের পিঁড়িয়ে বসবেন কারা, জানুন রাশিফলে
Last Updated : Jan 20, 2024, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.