ETV Bharat / state

বঙ্গজুড়ে তাপমাত্রা কমার পূর্বাভাস, সরস্বতী পুজোয় শীত বিদায়ের ঘণ্টা ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 7:10 AM IST

ETV BHarat
ভোরের শহরে কুয়াশার দাপট

West Bengal Weather Update: শীত এবার যাব যাব করছে ৷ যাওয়ার আগে পারদ আবার নীচের দিকে নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ একটা ঠান্ডার আমেজই থাকবে আপাতত ৷ তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের কথা জানায়নি হাওয়া অফিস ৷

আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জানালেন আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস

কলকাতা, 8 ফেব্রুয়ারি: নরম ঠান্ডার আমেজ ছড়িয়ে শীতের বিদায় ৷ 15 ফেব্রুয়ারির পর এই আরামদায়ক আমেজ উধাও হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ ধীরে ধীরে উষ্ণতা বাড়িয়ে গ্রীষ্মের দিকে পা বাড়াবে বাংলা ৷ হাওয়া অফিস আগেই বলেছিল সপ্তাহান্তে পারদ নামবে ৷ মনোরম শীতের আমেজ ফিরবে সরস্বতী পুজোর আগে ৷ দিনের তাপমাত্রা দুই ডিগ্রি নামবে ৷ রাতের তাপমাত্রা চার ডিগ্রি নীচে থাকবে ৷ ভোর এবং বেশি রাতের দিকে মনোরম শীতের চাদর জড়ানো আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে ৷ কোনও সিস্টেম বা নিম্নচাপের ইঙ্গিত নেই ৷

দার্জিলিং ছাড়া উত্তর এবং দক্ষিণ বঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই ৷ আলিপুরে অবস্থিত আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, "এই মুহূর্তে আমাদের অঞ্চলে উত্তর-পশ্চিম বাতাস রয়েছে ৷ তার ফলে তাপমাত্রা একটু নীচে নামবে ৷ আজ এবং আগামিকাল তাপমাত্রা 2-4 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রায় 2 ডিগ্রি মতো কমবে এবং সর্বনিম্ন তাপমাত্রায় 4 ডিগ্রি মতো কমবে ৷"

তিনি আরও জানিয়েছেন কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 16-17 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে ৷ এই পরিস্থিতি 10 তারিখ পর্যন্ত চলবে ৷ তারপরে ফের বাড়বে তাপমাত্রা ৷ 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা চলবে ৷ দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া সব জেলায় শুষ্ক আবহাওয়া জারি থাকবে ৷ কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে ৷

আগামী 10 তারিখের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 25-26 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা বুধবার 20 ডিগ্রির মধ্যে রয়েছে ৷ আজ তা কমে 17-18 ডিগ্রিতে নেমে আসবে ৷ আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমতে পারে ৷ আপাতত কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই ৷ দিনে শীত অনুভব হবে না, অথচ মধ্যরাতে এবং ভোরের দিকে ঠান্ডা লাগবে ৷"

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনের আকাশ প্রধানত রোদ ঝলমলেই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন:

  1. 'আর মাত্র কয়েকঘণ্টা', সংসদে বসে ইনস্টা স্টোরিতে কী বোঝাতে চাইলেন দেব!
  2. প্রেম প্রস্তাবে হ্যাঁ কি না? কী রয়েছে আপনার ভাগ্যে জানতে দেখুন রাশিফল
  3. শেষের পথে অপেক্ষা! দ্রুত তিনটি নতুন মেট্রো-রুট পেতে চলেছে কলকাতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.