ETV Bharat / state

'আইন হাতে নিলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে', সন্দেশখালিতে সতর্কবার্তা ডিজির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 3:22 PM IST

Updated : Feb 23, 2024, 3:53 PM IST

ETV Bharat
সন্দেশখালির বেড়মজুরে রাজীব কুমার

DGP Rajeev Kumar in Sandeshkhali: সন্দেশখালির পরিস্থিতি সামলাতে আবারও মাঠে নামলেন ডিজি রাজীব কুমার ৷ গত কয়েকদিন ধরেই সন্দেশখালির বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজ্য পুলিশের এই শীর্ষকর্তা।

সন্দেশখালিতে বিক্ষোভ থামাতে পথে নেমেছেন খোদ ডিজিপি রাজীব কুমার

সন্দেশখালি, 23 ফেব্রুয়ারি: অগ্নিগর্ভ সন্দেশখালিতে ফের অ্যাকশানে রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ 24 ঘণ্টার মধ্যেই বেড়মজুর গ্রামে পৌঁছে গেলেন তিনি ৷ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আইন হাতে তুলে না নেওয়ার আবেদন জানালেন ডিজি ৷ শুক্রবার সকালে তিনি সাফ বলেন, "আইন ভাঙলে কড়া হাতে তার মোকাবিলা করা হবে ৷ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷" এদিন সকাল থেকেই বেড়মজুর গ্রামের কাছারি এলাকায় ক্ষিপ্ত গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শনে নেমেছেন ৷ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শাহজাহানের মেজো ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ৷

এদিন রাজীব কুমার বলেন, "কারও বাড়ি ভাঙলে, তিনি আর কারও বাড়ি ভাঙবেন, এটা হতে পারে না৷ আমরা আইন প্রতিষ্ঠা করব ৷" এদিন সকালে বেড়মজুরে ঝাঁটা, লাঠি হাতে নিয়ে গ্রামের মহিলারা সন্দেশখালির ধাঁচে জমি আন্দোলন শুরু করেন ৷ চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ ৷ শুধু তাই নয়, সেই ক্ষোভের আঁচ এসে পড়ে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতেও ৷ সেখানেও ক্ষিপ্ত জনতা হামলা চালায় বলে অভিযোগ ৷ চলে দরমার বেড়া দেওয়া বাড়িতে ভাঙচুরও ৷

সেই সময় বাড়িতেই ছিলেন শাহজাহান-ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা ৷ তাঁকে দেখতে পেয়ে ঘর থেকে টেনে এনে উত্তেজিত গ্রামবাসীরা উত্তম-মধ‍্যম দেন ওই তৃণমূল নেতাকে ৷ কোনওক্রমে ক্ষিপ্ত গ্রামবাসীদের হাত থেকে পালিয়ে বাঁচেন অজিত মাইতি।

খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ৷ তিনি গ্রামবাসীদের সেখান থেকে সরিয়ে দেন ৷ স্পষ্টত বলেন, "কারও কোনও অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে হবে ৷ তা না করে আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷"

গ্রামবাসীদের উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিতে দেখা যায় পুলিশের শীর্ষকর্তাকে ৷ এরপর তিনি আক্রান্ত তৃণমূল নেতাকে ডেকে হামলাকারীদের নাম দিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন ৷ সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন ওই পুলিশ কর্তা ৷

আরও পড়ুন:

  1. শাহজাহানকে ফের নোটিশ, সকাল থেকে শহরের একাধিক জায়গায় নতুন করে তল্লাশি ইডির
  2. সন্দেশখালি যাওয়ার আগেই গ্রেফতার লকেট, নিয়ে যাওয়া হল লালবাজারে
  3. 'ঘৃণা ছড়াচ্ছেন শুভেন্দু, তারপরও আদালত রক্ষাকবচ দিচ্ছে কীভাবে!' প্রশ্ন তুললেন অভিষেক
Last Updated :Feb 23, 2024, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.