ETV Bharat / state

শীতের মরশুমে কয়েক লক্ষ দর্শক বৃদ্ধি চিড়িয়াখানায়, কারণ দর্শাল কর্তৃপক্ষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 6:56 PM IST

Alipore Zoo: শীতের মরশুমে কয়েক লাখ দর্শক বৃদ্ধি চিড়িয়াখানায় ৷ 25 ডিসেম্বর চিড়িয়াখানা দর্শকের সংখ্যা ছিল 63 হাজার 820 জন। 31 ডিসেম্বর আলিপুর চিরিয়াখানায় আগত দর্শক সংখ্যা ছিল 70 হাজার 200 জন। যা শহর কলকাতার অন্য সকল দর্শনীয় স্থানের তুলনায় অনেকটাই বেশি।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 7 ফেব্রুয়ারি: মাত্র এক বছরে কয়েক লক্ষ দর্শক বৃদ্ধি আলিপুর চিড়িয়াখানায়। গত বছরের তুলনায় শীতের মরশুমে প্রায় 3 লক্ষ দর্শক বৃদ্ধি পেয়েছে সেখানে। এই পরিসংখ্যানের পর চওড়া হাসি আলিপুর চিড়িয়াখানার আধিকারিকদের মুখে। মূলত, শীতের মরশুমের পরিসংখ্যান অনুযায়ীই বৃদ্ধি পেয়েছে সংখ্যাটা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের 25 ডিসেম্বর চিড়িয়াখানার দর্শকসংখ্যা ছিল 63 হাজার 820। 31 ডিসেম্বর অর্থাৎ, বর্ষবিদায়ের দিনে সংখ্যাটা ছিল 70 হাজার 200 জন। যা শহর কলকাতার অন্য সকল দর্শনীয় স্থানের তুলনায় অনেকটাই বেশি। আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্তর কথায়, শহরের অন্য সকল স্থানের তুলনায় চিড়িয়াখানাতেই বেশি আনন্দ খুঁজে পান দর্শকরা ৷ তাই সুযোগ পেলেই ভিড় জমান ৷

চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্তর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, 2022 সালের ডিসেম্বর ও 2023 সালের জানুয়ারির তুলনায় 2023 সালের ডিসেম্বর ও 2024 সালের জানুয়ারিতে এই দর্শক বৃদ্ধি পেয়েছে। 2022-23 সালের ডিসেম্বর-জানুয়ারি মিলিয়ে প্রায় সাড়ে 14 লক্ষ দর্শক এসেছিলেন চিড়িয়াখানায়। এবার মাত্র দুই মাসে অর্থাৎ, 2023 ডিসেম্বর-2024 সালের জানুয়ারিতে দর্শক বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় সাড়ে 17 লক্ষ। সবমিলিয়ে প্রায় 3 লক্ষ দর্শক বৃদ্ধি হয়েছে । সেই হিসেবে আলিপুর চিড়িয়াখানার ভাড়ারে কড়িও (টাকা) ফুলেফেঁপে উঠেছে।

বিগত মরশুমের তুলনায় এবছর প্রায় 3 লক্ষ দর্শক বৃদ্ধির কারণ কী? এই প্রসঙ্গেই আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর আইএফএস শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "এখন অনলাইনে টিকিট কাটার সুযোগ রয়েছে । চিড়িখানায় পৌঁছানোর আগেই ই-টিকিট কেটে রাখছেন অনেকে। ফলে, টিকিটের লাইনেও দাঁড়াতে হয় না ৷ চিড়িয়াখানায় দীর্ঘক্ষণ ঘোরা যায়। ভিড় বৃদ্ধির এটাই অন্যতম কারণ মনে করা হচ্ছে ।" তেমনি, চিড়িয়াখানা ঘুরে পার্শ্ববর্তী এলাকা যেমন, ভিক্টরিয়া, ইন্ডিয়ান মিউজিয়াম ইত্যাদি একাধিক দর্শনীয় স্থান একদিনেই ঘুরে বাড়ি ফেরার সুযোগ তৈরি হয়েছে । যা চিড়িয়াখানায় দর্শক সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ ৷

শুধু অনলাইন টিকিট নয়, দর্শকদের সুবিধার্থে চিড়িয়াখানায় বিশেষত প্রবীণ দর্শক ও ছোটদের জন্য চালু করা হয়েছে ব্যাটারিচালিত রিকশা ৷ গত ডিসেম্বরের প্রথম দিকে এই পরিষেবা চালু হয়েছে ৷ ফলে আরও কম সময়ে চিড়িয়াখানার একাধিক খাঁচার পশু পাখি দেখতে পাচ্ছেন দর্শকরা। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের সাংসদ তহবিলের টাকায় চিড়িয়াখানার জীবজন্তুদের জন্য দু’টি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। প্রায় 21 লক্ষ টাকা মূল্যের দু’টি অ্যাম্বুলেন্সে ও প্রায় 6 লক্ষ টাকা মূল্যের 10টি ব্যাটারিচালিত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ বান্ধব একাধিক চটের ব্যাগ থেকে শুরু করে নানারকম সামগ্রিক দোকানও বসানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে। সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং আগত দর্শকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত ।

আরও পড়ুন:

  1. পিকনিক মুডে কলকাতা, চিড়িয়াখানা-সায়েন্সসিটিতে উচ্ছ্বাস কচিকাচাদের
  2. চিড়িয়াখানা-ভিক্টোরিয়ার পাশাপাশি ক্রিসমাসে দিনভর ভিড় টানল ইকোপার্কও, চলল দেদার পিকনিক
  3. রাজ্যের সব চিড়িয়াখানায় অনলাইন টিকিটের ব্যবস্থা, ঝক্কি এড়াতে উদ্যোগ জু অথরিটির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.