ETV Bharat / state

কোপাইকে বাঁচাতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ টোটো চালকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 10:06 PM IST

Toto Driver Protest: কোপাই নদীকে বাঁচাতে এবার টোটোকে ব্যবহার করলেন চালক ৷ তৃণমূল নেতাদের বিরুদ্ধে কবিতা লিখলেন তিনি ৷ সেই কবিতা পোস্টার আকারে নিয়ে সকলকে অবহিত করছেন সুকেশ চক্রবর্তী ৷ 'আমাদের ছোট নদী' কবিতাটির কিছু লাইন অদলবদল করে তিনি লিখেছেন এই কবিতা ৷

Toto Driver Protest
কোপাই নদী
কোপাই নদীকে বাঁচাতে অভিনব প্রতিবাদ টোটো চালকের

বোলপুর, 6 ফেব্রুয়ারি: তৃণমূল নেতাদের মদতে দিনে দিনে ঐতিহ্যবাহী কোপাই নদী বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ ৷ তাই কোপাই নদীকে বাঁচাতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কবিতা লিখে অভিনব প্রতিবাদ করছেন টোটো চালক সুকেশ চক্রবর্তী ৷ টোটোর পিছনে কবিতা লেখা পোস্টার সাঁটিয়ে শান্তিনিকেতনে ঘুরে বেরাচ্ছেন তিনি । একজন টোটো চালকের এই অভিনব প্রতিবাদে হতবাক হচ্ছেন আশেপাশের মানুষজন ৷ রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীকে নিয়ে লিখেছিলেন 'আমাদের ছোট নদী' কবিতাটি ৷ সেই কবিতারই কিছু লাইন অদলবদল করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কবিতা লিখে প্রতিবাদ করছেন টোটো চালক ৷

'আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে...' কবিতার পরবর্তী লাইনগুলি বদল করে সুকেশ লেখেন, "এই নদীর পাড়গুলো শাসকদলের নেতাদের নজরে পড়ে গিয়েছে ৷ পার হয়ে যায় গরু, পাড় হয় গাড়ি, নদীর পাড় ও সরকারি খাসের জায়গা বিক্রি করে নেতারা করছে মার্বেলের দোতলা বাড়ি... ।" টোটো চালক বলেন, "আমি টোটো চালাই ৷ কত পর্যটক আসে আমার টোটোয় ৷ কোপাই নদী আমাদের খুব প্রিয়, সেই নদীর পাড় দখল করে কলকাতার প্রমোটারদের বিক্রি করে দিচ্ছে তৃণমূলের নেতারা ৷ তাই টোটোয় লিখে প্রতিবাদ করছি ৷ একা কী আর করতে পারব । সকলকে এগিয়ে এসে প্রতিবাদ করতে হবে ৷"

অভিযোগ, কয়েক বছর ধরে ঐতিহ্যবাহী কোপাই নদীর তীর থেকে শুরু করে নদীবক্ষ পিলার পুঁতে দখল করে নেওয়া হচ্ছে ৷ এমনকী নদী থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বালি ও মাটি তুলছে মাফিয়ারা বলেও অভিযোগ ৷ স্থানীয়দের দাবি, এসব দেখেও নির্বিকার প্রশাসন ৷ সদ্য অভিযোগ উঠেছে, কোপাই নদীর তীর-সহ নদীগর্ভ দখল করে কংক্রিটের নির্মাণের, যা নিয়ে আলোড়ন পড়ে যায় ৷ কোপাই নদীকে বাঁচাতে সরব হন অনেকেই ৷ এবার দেখা গেল, শান্তিনিকেতনের এক টোটো চালক সুকেশ চক্রবর্তীর কোপাই নদীকে বাঁচাতে অভিনব প্রতিবাদ । গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বহু লেখনীতে স্থান পেয়েছে এই কোপাই নদী ৷

আরও পড়ুন:

  1. পরিদর্শনের পর কোপাই তীরে বেআইনি নির্মাণ বন্ধ করল জেলা প্রশাসন
  2. বেদখল হচ্ছে ঐতিহ্যবাহী কোপাই, প্রতিবাদে​ নদী বিশেষজ্ঞ থেকে অধ্যাপকরা
  3. কোপাই নদী এলাকা কার ? বেদখলের অভিযোগে তুঙ্গে পৌরসভা-পঞ্চায়েত তরজা

কোপাই নদীকে বাঁচাতে অভিনব প্রতিবাদ টোটো চালকের

বোলপুর, 6 ফেব্রুয়ারি: তৃণমূল নেতাদের মদতে দিনে দিনে ঐতিহ্যবাহী কোপাই নদী বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ ৷ তাই কোপাই নদীকে বাঁচাতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কবিতা লিখে অভিনব প্রতিবাদ করছেন টোটো চালক সুকেশ চক্রবর্তী ৷ টোটোর পিছনে কবিতা লেখা পোস্টার সাঁটিয়ে শান্তিনিকেতনে ঘুরে বেরাচ্ছেন তিনি । একজন টোটো চালকের এই অভিনব প্রতিবাদে হতবাক হচ্ছেন আশেপাশের মানুষজন ৷ রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীকে নিয়ে লিখেছিলেন 'আমাদের ছোট নদী' কবিতাটি ৷ সেই কবিতারই কিছু লাইন অদলবদল করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কবিতা লিখে প্রতিবাদ করছেন টোটো চালক ৷

'আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে...' কবিতার পরবর্তী লাইনগুলি বদল করে সুকেশ লেখেন, "এই নদীর পাড়গুলো শাসকদলের নেতাদের নজরে পড়ে গিয়েছে ৷ পার হয়ে যায় গরু, পাড় হয় গাড়ি, নদীর পাড় ও সরকারি খাসের জায়গা বিক্রি করে নেতারা করছে মার্বেলের দোতলা বাড়ি... ।" টোটো চালক বলেন, "আমি টোটো চালাই ৷ কত পর্যটক আসে আমার টোটোয় ৷ কোপাই নদী আমাদের খুব প্রিয়, সেই নদীর পাড় দখল করে কলকাতার প্রমোটারদের বিক্রি করে দিচ্ছে তৃণমূলের নেতারা ৷ তাই টোটোয় লিখে প্রতিবাদ করছি ৷ একা কী আর করতে পারব । সকলকে এগিয়ে এসে প্রতিবাদ করতে হবে ৷"

অভিযোগ, কয়েক বছর ধরে ঐতিহ্যবাহী কোপাই নদীর তীর থেকে শুরু করে নদীবক্ষ পিলার পুঁতে দখল করে নেওয়া হচ্ছে ৷ এমনকী নদী থেকে সম্পূর্ণ বেআইনিভাবে বালি ও মাটি তুলছে মাফিয়ারা বলেও অভিযোগ ৷ স্থানীয়দের দাবি, এসব দেখেও নির্বিকার প্রশাসন ৷ সদ্য অভিযোগ উঠেছে, কোপাই নদীর তীর-সহ নদীগর্ভ দখল করে কংক্রিটের নির্মাণের, যা নিয়ে আলোড়ন পড়ে যায় ৷ কোপাই নদীকে বাঁচাতে সরব হন অনেকেই ৷ এবার দেখা গেল, শান্তিনিকেতনের এক টোটো চালক সুকেশ চক্রবর্তীর কোপাই নদীকে বাঁচাতে অভিনব প্রতিবাদ । গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বহু লেখনীতে স্থান পেয়েছে এই কোপাই নদী ৷

আরও পড়ুন:

  1. পরিদর্শনের পর কোপাই তীরে বেআইনি নির্মাণ বন্ধ করল জেলা প্রশাসন
  2. বেদখল হচ্ছে ঐতিহ্যবাহী কোপাই, প্রতিবাদে​ নদী বিশেষজ্ঞ থেকে অধ্যাপকরা
  3. কোপাই নদী এলাকা কার ? বেদখলের অভিযোগে তুঙ্গে পৌরসভা-পঞ্চায়েত তরজা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.