ETV Bharat / state

বাড়বে রাতের তাপমাত্রা, শীত বিদায়ের ইঙ্গিত হাওয়া অফিসের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 6:46 AM IST

Updated : Feb 5, 2024, 9:16 AM IST

Etv Bharat
প্রতীকী ছবি

WB Weather Update: বেশ কয়েকদিন হল জাঁকিয়ে শীত উধাও ৷ দিনের তাপমাত্রা কয়েকদিন আগে থেকেই বেশ বেড়েছে ৷ এবার রাতের তাপমাত্রাও বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ এটা কী তবে শীত বিদায়ের বার্তা ?

কলকাতা, 5 ফেব্রুয়ারি: দিনের তাপমাত্রা কদিন ধরেই উর্ধ্বমুখী ৷ এখন আর রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ৷ দিনের পাশাপাশি এবার রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । যা শীতের বিদায়ের জোরালো ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে । যদিও এই বিষয়ে আবহাওয়া অফিস সেভাবে কিছু জানায়নি ৷

আবহাওয়ার এই পরিবর্তন উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই দেখা যাবে । হাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া চলবে । ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলায় রোদের তাপে মিঠে ভাবটা আর পাওয়া যাবে না । ফলে গরম জামাকাপড় গায়ে দিয়ে বাইরে বেরোলে ভালোরকম অস্বস্তি হচ্ছে । এমনকি ঘামও হচ্ছে । আগামী পাঁচদিনের মধ্যে তিনদিন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে । ফলে সূর্য ডোবার পরে যে হালকা শীতের আমেজ মিলছিল তা কমবে ।

তবে সরস্বতী পুজোর আগে এবং পরে তাপমাত্রা নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে । তারপর শুধুই পারদ চড়তে থাকবে । ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের আয়ু আর কয়েকদিন বললেও অত্যুক্তি হবে না । দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত একটু বেশি সময় থিতু হয় । ফলে সেখানে ঠান্ডার আমেজ আরও কিছুদিন পাওয়া যাবে । তবে এবারের ঠান্ডার যা চরিত্র তাতে শীতের কামড় সেভাবে আর বেশি মিলবে না । আগামী পাঁচদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বাকি জেলায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে ।

হাওয়া অফিস বলছে, এইভাবে শীতের আমেজ কমতে কমতেই ঠান্ডা বিদায় নেবে । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ভোরের দিকে কুয়াশা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. এ বছর প্রেমের মাসে কি জীবনসঙ্গীর দেখা পাবেন ? জানুন ফেব্রুয়ারির রাশিফলে
  3. আলু-আদা-হলুদের পর টমেটো ! কালো সবজি চাষে দিশা দেখাচ্ছেন গয়ার চাষি
Last Updated :Feb 5, 2024, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.