ETV Bharat / state

বৃষ্টির হাত ধরে শীতের বিদায়ী সুর, আজ কোন কোন জেলা ভিজবে ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:14 AM IST

WB Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃ্ষ্টিতে ভিজেছে মঙ্গলে বৃষ্টিতে ভিজেছে বাংলা ৷ বুধবার কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

আজ কোন কোন জেলা ভিজবে
WB Weather Update

কলকাতা, 31 জানুয়ারি: মাঘ মাসে কনকনে ঠান্ডার বদলে বৃষ্টি। শীতের মধ্যে এই বৃষ্টি ঠান্ডার জাঁকিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত নয়। বরং বিদায়ের সুর বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে গতকাল, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস মতো বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দিনের আকাশ রৌদ্রজ্বল নয়। আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে।

ইতিমধ্যে বঙ্গোপসাগরে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। উত্তুরে বাতাসের অবাধ গতিতে বাধা পড়েছে। তাই রাতের তাপমাত্রা ওপরের দিকে থাকছে। দিনের বেলার ঠান্ডার শিরশিরানি মঙ্গলবার থেকে কার্যত নেই বললেই চলে। গত দুই-তিনদিনে সুর্যাস্তের পরে যে ঠান্ডা পাওয়া যাচ্ছিল তা আর নেই। মোটা শীতবস্ত্রের বদলে হালকা গরম জামা রাখলেই ঠান্ডাকে প্রতিরোধ করা যাচ্ছে। গায়ে গরম জামাকাপড় না-দিলেও অসুবিধা হচ্ছে না। আবহবিদদের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতি আদতে শীতের বিদায় ঘণ্টা।

আজ কোন কোন জেলায় বৃষ্টি? বুধবার দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ আগামিকাল এবং পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে।

মঙ্গলবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সপ্তাহান্তে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে তার থেকে তিন থেকে চার ডিগ্রি পারদ চড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দু'টোই স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন:

  1. মিথুনের জন্য সুখবর, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  2. মেঘেদের হাতে নিয়ে খেলা করার ইচ্ছে ? আপনার অপেক্ষায় মাহালদিরাম
  3. বছর শুরুতেই মন উড়ুউ়ড়ু ? আপনার ঠিকানা হোক রাজ্যের শেষ সীমানা সাঙ্গসেরে গ্রাম

কলকাতা, 31 জানুয়ারি: মাঘ মাসে কনকনে ঠান্ডার বদলে বৃষ্টি। শীতের মধ্যে এই বৃষ্টি ঠান্ডার জাঁকিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত নয়। বরং বিদায়ের সুর বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে গতকাল, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস মতো বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দিনের আকাশ রৌদ্রজ্বল নয়। আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে।

ইতিমধ্যে বঙ্গোপসাগরে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। উত্তুরে বাতাসের অবাধ গতিতে বাধা পড়েছে। তাই রাতের তাপমাত্রা ওপরের দিকে থাকছে। দিনের বেলার ঠান্ডার শিরশিরানি মঙ্গলবার থেকে কার্যত নেই বললেই চলে। গত দুই-তিনদিনে সুর্যাস্তের পরে যে ঠান্ডা পাওয়া যাচ্ছিল তা আর নেই। মোটা শীতবস্ত্রের বদলে হালকা গরম জামা রাখলেই ঠান্ডাকে প্রতিরোধ করা যাচ্ছে। গায়ে গরম জামাকাপড় না-দিলেও অসুবিধা হচ্ছে না। আবহবিদদের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতি আদতে শীতের বিদায় ঘণ্টা।

আজ কোন কোন জেলায় বৃষ্টি? বুধবার দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ আগামিকাল এবং পরশু দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে।

মঙ্গলবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সপ্তাহান্তে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে তার থেকে তিন থেকে চার ডিগ্রি পারদ চড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দু'টোই স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন:

  1. মিথুনের জন্য সুখবর, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  2. মেঘেদের হাতে নিয়ে খেলা করার ইচ্ছে ? আপনার অপেক্ষায় মাহালদিরাম
  3. বছর শুরুতেই মন উড়ুউ়ড়ু ? আপনার ঠিকানা হোক রাজ্যের শেষ সীমানা সাঙ্গসেরে গ্রাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.