ETV Bharat / state

শহরে মিটবে পানীয় জলের সমস্যা, ভোটের আগে উদ্বোধন কয়েকটি জল প্রকল্পের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 8:03 AM IST

Drinking Water in Kolkata: কলকাতার দক্ষিণ অংশ বা সংযুক্ত কলকাতায় এখনও পানীয় জল সমস্যা নাগরিকদের ভোগান্তির কারণ। এবার তারই সমাধান হতে চলেছে ৷ একাধিক জল প্রকল্পের শিলান্যাস হতে চলেছে ৷ যার উদ্বোধনে কলকাতা পৌরনিগমের পৌরবোর্ড ৷ এ নিয়ে বিরোধীদের বক্তব্য, ভোট রাজনীতি চলছে ৷

শহরে মিটবে পানীয় জলের সমস্যা
Drinking Water in Kolkata

কলকাতা, 27 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের ঘোষণা এখন সময়ের অপেক্ষা। মার্চের মাঝামাঝি দিনক্ষণ জানিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই ময়দানে তৃণমূল পৌরবোর্ড। কলকাতার পৌর পরিষেবাগুলি মধ্যে অন্যতম সমস্যা হল পানীয় জলের। বিশেষ করে কলকাতার দক্ষিণ ভাগ, যাদবপুর, ডায়মন্ড হারবার লোকসভার কিছুটা অংশে কলকাতা কর্পোরেশন ওয়ার্ড এলাকায়। তাই ভোটের মুখে এবার 3টি জল প্রকল্পের উদ্বোধন ও 4টি জল প্রকল্পের শিলান্যাস করতে চলেছে কেএমসি। যাকে ভোট রাজনীতি বলছে বিরোধীরা ৷

  • এর মধ্যে রাসবিহারী এলাকায় পানীয় জল সমস্যার সমাধানে 9 লাখ লিটার প্রতিদিন সরবরাহ ক্ষমতাসম্পন্ন সেমি আন্ডার-গ্রাউন্ড রিজার্ভের কম বুষ্টিং পাম্পিং স্টেশনের শিলান্যাস হবে আজ। তাতে উপস্থিত থাকবেন দেবাশিস কুমার ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়।
  • 100 নম্বর ওয়ার্ডে রাজা এসসি মল্লিক রোড 18 লাখ লিটার প্রতিদিন সরবরাহ ক্ষমতাসম্পন্ন সেমি আন্ডার গ্রাউন্ড রিজার্ভার কাম বুস্টিং সেন্টারের শিলান্যাস করা হচ্ছে। উপস্থিত থাকবেন অরূপ বিশ্বাস ও যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। 2 মার্চ এই শিলান্যাস অনুষ্ঠান।
  • 94 নম্বর ওয়ার্ড এলাকায় হরিপদ দত্ত লেনে 13.6 লাখ লিটার প্রতিদিন সরবরাহ ক্ষমতাসম্পন্ন সেমি আন্ডারগ্রাউন্ড রিসর্ভার কাম বুস্টিং সেন্টার। 2 মার্চ শিলান্যাস হবে। উপস্থিত থাকবেন অরূপ বিশ্বাস ও সাংসদ মিমি চক্রবর্তী।
  • বেহালার ডায়মন্ড হারবার রোড 125 নম্বর ওয়ার্ড এলাকায় একটি 13.6 লাখ লিটার প্রতিদিন সরবরাহ ক্ষমতাসম্পন্ন সেমি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার কাম বুস্টিং পাম্পিং সেন্টার শিলান্যাস হবে। সেখানে সাংসদ মালা রায় উপস্থিত থাকবেন।
  • এছাড়া 107 নম্বর ওয়ার্ডে সারদা পল্লী এলাকায় 13.5 লাখ লিটার প্রতিদিন সরবরাহ ক্ষমতাসম্পন্ন সেমি আন্ডারগ্রাউন্ড কাম বুস্টিং সেন্টার উদ্বোধন হবে।
  • উদ্বোধন হবে সুভাষ পল্লী ও 121 নম্বর ওয়ার্ডে জয়শ্রী পার্ক পাম্পিং বুস্টিং সেন্টারের ৷

এ নিয়ে সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় বলেন, "ভোট এলেই উদ্বোধনের রাজনীতি। কেন্দ্র ও রাজ্য দুই সমান এক্ষেত্রে। উন্নয়নের পক্ষে আমরা। নির্বাচন ঘোষণার আগে এখন দুই শাসক দলের প্রতিযোগিতা চলবে। প্রকল্পের উদ্বোধন আগেই করা উচিত ছিল। এখন এসব করে ভোট বৈতরণী পারের চেষ্টা ৷

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "পরীক্ষার আগে সবাই যেমন একটু বেশি পড়ে তেমন ভোটের আগে সকলেই একটু বেশি কাজ করে। প্রকল্প করছে জল কোথায় ? এগুলো লোক দেখানো। তৃণমূলের তরফে বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ। তাদের কথায়, "আমরা ধাপে ধাপে পানীয় জলের সমস্যা সমাধান করব। এগুলোর সঙ্গে লোকসভার ভোটের কোনও যোগ নেই।"

আরও পড়ুন:

  1. কলকাতা পৌরনিগমে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কোন পদে কত লোক নেবে ?
  2. কেন্দ্রের প্রকল্পকে 'সাফল্য' হিসেবে বাজেটে তুলে ধরল কলকাতা পৌরনিগমের তৃণমূল পৌর বোর্ড
  3. ঠিকা সংক্রান্ত সব সমস্যার মুশকিল আসান এখন এক ছাদের তলায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.