ETV Bharat / state

'যুদ্ধ লাগলে ভারতে পাশে দাঁড়ানোর কেউ নেই', সতর্কবার্তা শশী থারুরের - শশী থারুর

Shashi Tharoor on Ram Mandir issue: বর্তমান কেন্দ্রীয় সরকারের নাম না করেও তীব্র কটাক্ষ করেন শশী থারুর ৷ এমনকী তাঁর বক্তব্যে উঠে আসে রাম মন্দির ইস্যুও ৷ যেখানে থারুরের সাফ দাবি, আদতে রাম মন্দিরকে সম্পূর্ণ রূপে রাজনৈতিক ইস্যুতে পরিনত করেছে বর্তমান কেন্দ্রের শাসকদল বিজেপি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : January 27, 2024 at 10:40 PM IST

Updated : January 27, 2024 at 10:58 PM IST

2 Min Read
শশী থারুর

কলকাতা, 27 জানুয়ারি: যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতে পাশে দাঁড়ানোর কেউ নেই ! শনিবার এ কথাই স্পষ্ট করলেন লোকসভার কংগ্রেস সাংসদ শশী থারুর। বইমেলায় একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন থারুর। সেখানেই তিনি এক প্রশ্নের জবাবে বলেন, "স্বাধীনতার পর থেকে তৈরি হওয়া প্রতিটি সরকারের নীতিই ছিল একই রকম। অতিরিক্ত সখ্যতা কারও সঙ্গেই দেখায়নি ভারত। ফলে, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধ হলে ভারতের পাশে দাঁড়ানোর নেই কেউই।"

এদিনের আলোচনার বিষয় ছিল বিশ্বের বর্তমান অবস্থায় কি ভবিষ্যতে ভারত পথ দেখাবে ? আর সেই অনুষ্ঠানেই বর্তমান কেন্দ্রীয় সরকারের নাম না করেও তীব্র কটাক্ষ করেন থারুর ৷ এমনকী তাঁর বক্তব্যে উঠে আসে রাম মন্দির ইস্যুও ৷ যেখানে থারুরের সাফ দাবি, রাম মন্দিরকে সম্পূর্ণ রূপে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে, কেন্দ্রের বর্তমান শাসকদল বিজেপি ৷
লোকসভার কংগ্রেস সাংসদের স্পষ্ট জবাব, "ভারতের বর্তমান যে অবস্থা তাতে আগামিদিনে ভারত বিশ্বকে কতটা পথ দেখাতে পারবে তা যথেষ্ট সন্দেহের।" একদিকে ইউক্রেন-রাশিয়া, অন্যদিকে ইজরায়েল-প্যালেস্তাইন দুই ক্ষেত্রেই ভারতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, "ভারত ধর্ম নিরপেক্ষ দেশ।"

কিছুদিন আগেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। সেই প্রসঙ্গে শশী থারুর বলেন, "আমি রাম বিরোধী নই। আমি মন্দিরেও যাই। কিন্তু যদি উদ্বোধনের সময় মন্দিরের থেকে বেশি প্রধানমন্ত্রীকে দেখানো হলে আমার আপত্তি রয়েছে। রাজনৈতিক ইস্যু করে তোলা হয়েছে রাম মন্দির উদ্বোধনকে। লোকসভা ভোটে এর ফল পাওয়া যাবে। লোকসভা ভোটের আগে বিজেপি সরকারের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ইন্ডিয়া জোট।" শশী থারুর কথায়, "আমাদের প্রথম লক্ষ্য হবে বিজেপি শাসিত মূল রাজ্যগুলিতে আসন দখল করা। তাতে সফল হলে তবেই কেন্দ্র থেকে সরানো যাবে বিজেপিকে।"

আরও পড়ুন

ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ কংগ্রেসের, থারুরের মতে 'ইন্ডিয়া'তেই আছে তৃণমূল

টাটা গ্রুপ ও এয়ারবাস হেলিকপ্টার তৈরি-সহ নয়টি চুক্তি স্বাক্ষর ভারত-ফ্রান্সের

সাধারণতন্ত্র দিবসে মোদির পাগড়িতে রামের ছোঁয়া, কর্তব্যপথে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’

শশী থারুর

কলকাতা, 27 জানুয়ারি: যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতে পাশে দাঁড়ানোর কেউ নেই ! শনিবার এ কথাই স্পষ্ট করলেন লোকসভার কংগ্রেস সাংসদ শশী থারুর। বইমেলায় একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন থারুর। সেখানেই তিনি এক প্রশ্নের জবাবে বলেন, "স্বাধীনতার পর থেকে তৈরি হওয়া প্রতিটি সরকারের নীতিই ছিল একই রকম। অতিরিক্ত সখ্যতা কারও সঙ্গেই দেখায়নি ভারত। ফলে, পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধ হলে ভারতের পাশে দাঁড়ানোর নেই কেউই।"

এদিনের আলোচনার বিষয় ছিল বিশ্বের বর্তমান অবস্থায় কি ভবিষ্যতে ভারত পথ দেখাবে ? আর সেই অনুষ্ঠানেই বর্তমান কেন্দ্রীয় সরকারের নাম না করেও তীব্র কটাক্ষ করেন থারুর ৷ এমনকী তাঁর বক্তব্যে উঠে আসে রাম মন্দির ইস্যুও ৷ যেখানে থারুরের সাফ দাবি, রাম মন্দিরকে সম্পূর্ণ রূপে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে, কেন্দ্রের বর্তমান শাসকদল বিজেপি ৷
লোকসভার কংগ্রেস সাংসদের স্পষ্ট জবাব, "ভারতের বর্তমান যে অবস্থা তাতে আগামিদিনে ভারত বিশ্বকে কতটা পথ দেখাতে পারবে তা যথেষ্ট সন্দেহের।" একদিকে ইউক্রেন-রাশিয়া, অন্যদিকে ইজরায়েল-প্যালেস্তাইন দুই ক্ষেত্রেই ভারতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, "ভারত ধর্ম নিরপেক্ষ দেশ।"

কিছুদিন আগেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। সেই প্রসঙ্গে শশী থারুর বলেন, "আমি রাম বিরোধী নই। আমি মন্দিরেও যাই। কিন্তু যদি উদ্বোধনের সময় মন্দিরের থেকে বেশি প্রধানমন্ত্রীকে দেখানো হলে আমার আপত্তি রয়েছে। রাজনৈতিক ইস্যু করে তোলা হয়েছে রাম মন্দির উদ্বোধনকে। লোকসভা ভোটে এর ফল পাওয়া যাবে। লোকসভা ভোটের আগে বিজেপি সরকারের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ইন্ডিয়া জোট।" শশী থারুর কথায়, "আমাদের প্রথম লক্ষ্য হবে বিজেপি শাসিত মূল রাজ্যগুলিতে আসন দখল করা। তাতে সফল হলে তবেই কেন্দ্র থেকে সরানো যাবে বিজেপিকে।"

আরও পড়ুন

ন্যায় যাত্রায় মমতাকে ফের আমন্ত্রণ কংগ্রেসের, থারুরের মতে 'ইন্ডিয়া'তেই আছে তৃণমূল

টাটা গ্রুপ ও এয়ারবাস হেলিকপ্টার তৈরি-সহ নয়টি চুক্তি স্বাক্ষর ভারত-ফ্রান্সের

সাধারণতন্ত্র দিবসে মোদির পাগড়িতে রামের ছোঁয়া, কর্তব্যপথে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’

Last Updated : January 27, 2024 at 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.