ETV Bharat / state

'পশ্চিমবঙ্গে কেউই নিরাপদ নয় !', রাহুলকে নিয়ে মন্তব্য শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 9:40 AM IST

Suvendu Adhikari slams Mamata Banerjee: রাহুল গান্ধির গাড়ির রিয়ার উইন্ডো ভেঙে যাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ সিএএ পোর্টাল খুব শীঘ্রই খোলা হবে বলে আশ্বস্ত করলেন বিজেপি নেতা ৷

ETV Bharat
কর্ণগড়ে প্রয়াত বিজেপি নেতার বাড়িতে শুভেন্দু অধিকারী
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন

শালবনী, 1 ফেব্রুয়ারি: "যে পিসির পা চাটতে পারবে, ভাইপোকে টাকা দিতে পারবে, সেই নিরাপত্তা পাবে, বাকি সবাই অসুরক্ষিত", এমনই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার মালদায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির গাড়ির রিয়ার উইন্ডো ভাঙার ঘটনায় কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷

এদিন বিরোধী দলনেতা পশ্চিম মেদিনীপুরের শালবনীর কর্ণগড়ে গিয়েছিলেন ৷ সেখানে বিজেপি কর্মী মিঠুন খামরুইকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ তাই তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এনআরসি লাগু করতে দেবেন না বলে জানিয়েছেন ৷ এদিন শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এনআরসি-র প্রশ্ন উঠছে কীভাবে ? সংসদে এনআরসি পাশই হয়নি ৷ এটা লোকসভা নির্বাচনের আগে নাটক হচ্ছে ৷" বিজেপি নেতা জানান, সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ হয়েছে ৷

সিএএ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "সিএএ-তে কারও নাগরকিত্ব কেড়ে নেওয়া হবে না ৷ বহু বাঙালি হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছে ৷ তাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ৷ সিএএ অনুযায়ী সেই সব হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে ৷" বিরোধী দলনেতা এদিন আরও বলেন, "খুব শীঘ্রই সিএএ পোর্টাল চালু হয়ে যাবে ৷ বাঙালি হিন্দুরা সরাসরি তাঁদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন ৷ এতে রাজ্য সরকারের কোনও ভূমিকা থাকবে না ৷ বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন ৷ এই বিল পাশ হয়ে আইন হয়ে গিয়েছে ৷ এবার তা কার্যকর হবে ৷"

এনআরসি আর সিএএ দু'টি আলাদা বিষয়, তা স্পষ্ট করে বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এনআরসি আলাদা ইস্যু ৷ এই বিষয়টি এখনও সংসদে পাশ হয়নি ৷ এ নিয়ে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কাউকে চাকরি দেননি, শিল্প করেননি, বেকারত্ব বাড়ছে ৷ সব ক্ষেত্রে দুর্নীতি ৷ তাই লোকসভা নির্বাচনের আগে এনআরসি ইস্যু নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সবাইকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোট পাওয়ার চেষ্টা করছেন ৷ তবে এবার তা ব্যর্থ হবে ৷"

আরও পড়ুন:

  1. বাজেট অধিবেশনে যোগ দিতে বাধা নেই, শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ
  2. রাহুল গান্ধিকে 'অশ্লীল' ভাষায় আক্রমণের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক এফআইআর
  3. রাহুলের গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে, মমতার সুরে বললেন কংগ্রেসের সুপ্রিয়া

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন

শালবনী, 1 ফেব্রুয়ারি: "যে পিসির পা চাটতে পারবে, ভাইপোকে টাকা দিতে পারবে, সেই নিরাপত্তা পাবে, বাকি সবাই অসুরক্ষিত", এমনই মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার মালদায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির গাড়ির রিয়ার উইন্ডো ভাঙার ঘটনায় কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷

এদিন বিরোধী দলনেতা পশ্চিম মেদিনীপুরের শালবনীর কর্ণগড়ে গিয়েছিলেন ৷ সেখানে বিজেপি কর্মী মিঠুন খামরুইকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ তাই তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এনআরসি লাগু করতে দেবেন না বলে জানিয়েছেন ৷ এদিন শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এনআরসি-র প্রশ্ন উঠছে কীভাবে ? সংসদে এনআরসি পাশই হয়নি ৷ এটা লোকসভা নির্বাচনের আগে নাটক হচ্ছে ৷" বিজেপি নেতা জানান, সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ হয়েছে ৷

সিএএ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "সিএএ-তে কারও নাগরকিত্ব কেড়ে নেওয়া হবে না ৷ বহু বাঙালি হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছে ৷ তাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ৷ সিএএ অনুযায়ী সেই সব হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে ৷" বিরোধী দলনেতা এদিন আরও বলেন, "খুব শীঘ্রই সিএএ পোর্টাল চালু হয়ে যাবে ৷ বাঙালি হিন্দুরা সরাসরি তাঁদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন ৷ এতে রাজ্য সরকারের কোনও ভূমিকা থাকবে না ৷ বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন ৷ এই বিল পাশ হয়ে আইন হয়ে গিয়েছে ৷ এবার তা কার্যকর হবে ৷"

এনআরসি আর সিএএ দু'টি আলাদা বিষয়, তা স্পষ্ট করে বুঝিয়ে দেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "এনআরসি আলাদা ইস্যু ৷ এই বিষয়টি এখনও সংসদে পাশ হয়নি ৷ এ নিয়ে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কাউকে চাকরি দেননি, শিল্প করেননি, বেকারত্ব বাড়ছে ৷ সব ক্ষেত্রে দুর্নীতি ৷ তাই লোকসভা নির্বাচনের আগে এনআরসি ইস্যু নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সবাইকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে সংখ্যালঘু ভোট পাওয়ার চেষ্টা করছেন ৷ তবে এবার তা ব্যর্থ হবে ৷"

আরও পড়ুন:

  1. বাজেট অধিবেশনে যোগ দিতে বাধা নেই, শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ
  2. রাহুল গান্ধিকে 'অশ্লীল' ভাষায় আক্রমণের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক এফআইআর
  3. রাহুলের গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে, মমতার সুরে বললেন কংগ্রেসের সুপ্রিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.