ETV Bharat / state

রাহুলকে কদর্য ভাষায় আক্রমণ, প্রতিবাদে জুতোর মালা শুভেন্দুর পোস্টারে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 7:47 PM IST

Suvendu Poster Inked: রাহুল গান্ধিকে কদর্য ভাষায় আক্রমণের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর পোস্টারে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা ৷ ঘটনাটি জলপাইগুড়ির ৷ শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন কংগ্রেস কর্মীরা ৷

congress workers protest
কংগ্রেস কর্মীদের বিক্ষোভ
জুতোর মালা শুভেন্দুর পোস্টারে

জলপাইগুড়ি, 30 জানুয়ারি: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই অভিযোগে সোমবার থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এ বার তারই প্রতিবাদে শুভেন্দুর পোস্টারে জুতোর মালা পরিয়ে ও আলকাতরা ঢেলে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা ।

মঙ্গলবার জলপাইগুড়ি থানা মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি করা হয় । রাহুল গান্ধির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে । দু'দিন আগেই জলপাইগুড়ি শহরে রোড শো করে গিয়েছেন রাহুল গান্ধি । এই যাত্রায় প্রচুর মানুষকে অংশ নিতে দেখা গিয়েছিল ৷ এরপর শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যকে কোনওভাবেই মেনে নিচ্ছেন না কংগ্রেস কর্মীরা ।

এ দিন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি বলেন, "আমাদের নেতা রাহুল গান্ধিকে যে ভাষায় শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ ৷ আমরা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে আলকাতরা ঢেলে দিলাম । এরপর শুভেন্দু অধিকারী যেদিন জলপাইগুড়িতে আসবেন, তাঁর গলাতেও এইভাবেই জুতোর মালা পরিয়ে আলকাতরা ঢেলে দেবেন আমাদের কংগ্রেস কর্মীরা । আমাদের নেতা রাহুল গান্ধি ৷ তাঁর বাবা রাজীব গান্ধি দেশের জন্য শহিদ হয়েছেন । তাঁর ঠাকুমা দেশের জন্য প্রাণ দিয়েছেন । আজ সেই পরিবারের সন্তানকে নিয়ে যে ভাষায় কটাক্ষ করা হল তা আমরা কংগ্রেস কর্মীরা মেনে নিতে পারছি না ।"

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার সন্দেশখালিতে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তাঁকে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসুচি নিয়ে প্রশ্ন করা হয় ৷ ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধির উদ্দেশে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ কংগ্রেসের ।

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধিকে 'অশ্লীল' ভাষায় আক্রমণের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক এফআইআর
  2. ভোটের মুখে কাছাকাছি বাম-কংগ্রেস, রাহুলের ন্যায় যাত্রায় শতরূপ-সোমনাথ-সেলিম-সুজন
  3. রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি

জুতোর মালা শুভেন্দুর পোস্টারে

জলপাইগুড়ি, 30 জানুয়ারি: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই অভিযোগে সোমবার থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এ বার তারই প্রতিবাদে শুভেন্দুর পোস্টারে জুতোর মালা পরিয়ে ও আলকাতরা ঢেলে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা ।

মঙ্গলবার জলপাইগুড়ি থানা মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি করা হয় । রাহুল গান্ধির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে । দু'দিন আগেই জলপাইগুড়ি শহরে রোড শো করে গিয়েছেন রাহুল গান্ধি । এই যাত্রায় প্রচুর মানুষকে অংশ নিতে দেখা গিয়েছিল ৷ এরপর শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যকে কোনওভাবেই মেনে নিচ্ছেন না কংগ্রেস কর্মীরা ।

এ দিন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি বলেন, "আমাদের নেতা রাহুল গান্ধিকে যে ভাষায় শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ ৷ আমরা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে আলকাতরা ঢেলে দিলাম । এরপর শুভেন্দু অধিকারী যেদিন জলপাইগুড়িতে আসবেন, তাঁর গলাতেও এইভাবেই জুতোর মালা পরিয়ে আলকাতরা ঢেলে দেবেন আমাদের কংগ্রেস কর্মীরা । আমাদের নেতা রাহুল গান্ধি ৷ তাঁর বাবা রাজীব গান্ধি দেশের জন্য শহিদ হয়েছেন । তাঁর ঠাকুমা দেশের জন্য প্রাণ দিয়েছেন । আজ সেই পরিবারের সন্তানকে নিয়ে যে ভাষায় কটাক্ষ করা হল তা আমরা কংগ্রেস কর্মীরা মেনে নিতে পারছি না ।"

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার সন্দেশখালিতে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তাঁকে রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসুচি নিয়ে প্রশ্ন করা হয় ৷ ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধির উদ্দেশে আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ কংগ্রেসের ।

আরও পড়ুন:

  1. রাহুল গান্ধিকে 'অশ্লীল' ভাষায় আক্রমণের অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক এফআইআর
  2. ভোটের মুখে কাছাকাছি বাম-কংগ্রেস, রাহুলের ন্যায় যাত্রায় শতরূপ-সোমনাথ-সেলিম-সুজন
  3. রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা, জনসমুদ্রে ভাসল জলপাইগুড়ি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.