ETV Bharat / state

বসিরহাটের পুলিশ সুপারের জিম্মায় রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 10:47 PM IST

Suvendu Adhikari on Sheikh Shahjahan: সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে হিঙ্গলগঞ্জে 'তিরঙ্গা যাত্রা'য় পা মেলান রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রোড ধরে প্রায় দু-কিলোমিটার পদযাত্রা করেন তিনি। পরে হিঙ্গলগঞ্জে দলীয় এক সভায় যোগ দেন বিজেপি বিধায়ক। সেই মঞ্চে দাঁড়িয়েই এদিন শেখ শাহজাহান ইস্যুতে সুর চড়ান বিরোধী দলনেতা।

Etv Bharat
Etv Bharat

শুভেন্দু অধিকারী

হিঙ্গলগঞ্জ, 26 জানুয়ারি: সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহানের গতিবিধি নিয়ে আবারও মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "সরবেড়িয়া থেকে ধামাখালি। এই 11 কিলোমিটারের মধ্যেই ওর চলাফেরা। বেড়মজুর 1 এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকার মধ্যেই আছেন উনি (শাহজাহান)। আমি আগেই সেকথা বলে দিয়েছিলাম ৷" যদিও শুভেন্দুর সেই দাবি তখন নস্যাৎ করে দিয়েছিলেন বেড়মজুর পঞ্চায়েতের দুই তৃণমূল প্রধান। ফের 'পলাতক' শাহজাহানের গতিবিধি নিয়ে শুভেন্দু সরব হওয়ায় কার্যত সরগরম হয়ে উঠেছে সন্দেশখালির রাজনীতি।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে হিঙ্গলগঞ্জে 'তিরঙ্গা যাত্রা'য় পা মেলান শুভেন্দু। হাসনাবাদ-হিঙ্গলগঞ্জ রোড ধরে প্রায় দু-কিলোমিটার পদযাত্রা করেন তিনি। পরে হিঙ্গলগঞ্জে দলীয় এক সভায় যোগ দেন বিজেপি বিধায়ক। সেই মঞ্চে দাঁড়িয়েই এদিন শেখ শাহজাহান ইস্যুতে সুর চড়ান বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "সন্দেশখালির বাঘ এখন কোথায় ? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে। বসিরহাট জেলার পুলিশ সুপারের জিম্মায় রয়েছেন তিনি। এটা আপনারাও জানেন। আমিও জানি। ওর গতিবিধি সম্পর্কে আগেই আমি অবহিত করেছিলাম ৷"

এদিকে, আক্রান্ত হওয়ার 19 দিনের মাথায় সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে ফের তল্লাশি অভিযানে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। তবে, বিভিন্ন ঘরে তন্নতন্ন করে তল্লাশি চালালেও রেশন দুর্নীতির কোনও নথিই সে অর্থে মেলেনি। যা নিয়ে শুক্রবার হিঙ্গলগঞ্জের সভা থেকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

তাঁর কথায়, "আমি তো দু'দিন আগেই বলেছিলাম 18 দিন পরে সেখানে গেলে কিছুই পাওয়া যাবে না। তাই তো তদন্তকারীদের হাতে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা, বিজয়ী প্রার্থীদের সার্টিফিকেট এসেছে। এমনকী গুপ্ত ঘরের সন্ধানও মিলেছে সেখান থেকে ৷" শেখ শাহজাহানের কুকীর্তি'র তথ্যের ডেরার সন্ধানও এদিন ফাঁস করেন বিরোধী দলনেতা।

তাঁর মতে, "সরবেড়িয়া এলাকা থেকে পাঁচ কিলোমিটার দূরে ইসমাইল সরদারের বাড়িতে মিলবে ও'র কুকীর্তি'র যাবতীয় তথ্য। দু'দিন আগে এর সন্ধান দিয়েছিলাম আমি। এখন হয়তো সেই সমস্ত তথ্য অন‍্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের কিছু করতে হচ্ছে না। তৃণমূল নেতারাই হোয়াটসঅ্যাপ করে খবর দিয়ে দিচ্ছে। বলছে দাদা, এখানে এখানে তথ্য রয়েছে। আপনারা একটু দেখুন। চোরেদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে আমাদের ৷" অন‍্যদিকে, এরাজ্যে বিজেপির সরকার গঠিত হলে বাংলায় গণতন্ত্র রক্ষার পাশাপাশি সামগ্রিক উন্নয়ন ঘটবে বলেও দাবি করেছেন তিনি। হুঙ্কার দিয়েছেন মার্চের প্রথম সপ্তাহে সন্দেশখালির সরবেড়িয়ায় জনসভা করারও।

আরও পড়ুন

'তোমার পথে চলব', সাধারণতন্ত্র দিবসে পোস্ট 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের

‘রামরাজ্য’ প্রসঙ্গে রাজ্যপাল ও তৃণমূলকে একযোগে আক্রমণ সেলিমের

বকেয়া নিয়ে কেন্দ্রকে সাতদিনের সময়সীমা, ফের আন্দোলনের ইঙ্গিত মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.