ETV Bharat / state

মার্চে ঘোষণা, এপ্রিলে লোকসভা ভোটের সম্ভাবনা, মালদায় দাবি সুকান্তর

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 1:26 PM IST

Sukanta Majumdar
Sukanta Majumdar

Sukanta Majumdar: কবে হতে পারে লোকসভা নির্বাচন ? এই নিয়ে নানা মহল থেকে নানা মত শোনা যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে ভোট নিয়ে বড় ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, মার্চেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন ৷ ভোট হতে পারে এপ্রিলে ৷

মালদা, 13 ফেব্রুয়ারি: এপ্রিলেই কি হতে চলেছে লোকসভা নির্বাচন ? অন্তত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় তারই ইঙ্গিত মিলেছে ৷ মঙ্গলবার তিনি জানিয়েছেন, মার্চেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে এপ্রিলে হতে পারে নির্বাচন ৷ লোকসভা নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত বলেও জানিয়েছেন সুকান্ত ৷

বুধবার সন্দেশখালি পরিদর্শন করার কথা বিজেপির রাজ্য সভাপতির ৷ এ দিন বসিরহাটে পুলিশ সুপারের দফতর ঘেরাও কর্মসূচিও রয়েছে তাঁর ৷ দলীয় কর্মসূচিতে যোগদান করতে মঙ্গলবার রাতে মালদা থেকে ট্রেনে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি ৷

তার আগে লোকসভা নির্বাচন প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “লোকসভা ভোট নির্বাচন কমিশনের বিষয় ৷ আমরা আশা করছি, আগের মতো এবারও মার্চ মাসে নির্বাচন ঘোষণা করা হতে পারে ৷ সেক্ষেত্রে এপ্রিলেই নির্বাচন হওয়ার সম্ভাবনা ৷ তবে যবেই নির্বাচন ঘোষণা হোক না কেন, আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি ৷”

অন্যদিকে মালদা স্টেশনে দাঁড়িয়ে সন্দেশখালি প্রসঙ্গে তিনি দাবি করেন, “সন্দেশখালির মহিলাদের যৌন শোষণ করেছে শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম সর্দার ৷ সেখানকার মহিলারা প্রকাশ্যে সেই অভিযোগ করছেন ৷ অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই অমানবিক যে যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে সেই নির্যাতিতা মহিলাদেরই গ্রেফতার করছেন ৷ এর প্রতিবাদেই আমি বসিরহাটে পুলিশ সুপারের দফতর ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছি ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমার একটাই কথা, পুলিশ সুপার যদি নিজের কর্তব্য পালন করতে না পারেন, তবে তিনি তাঁর চেয়ার ছেড়ে দিন ৷ আমার কাছে খবর আছে, পুলিশের সহযোগিতায় পরিবার-সহ শেখ শাহজাহান বাংলাদেশে পালিয়ে গিয়েছে ৷ সবচেয়ে বড় ব্যাপার, সন্দেশখালির মহিলারা যে সময় নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছেন, সেই সময় সেখানকার সাংসদ রোজ ডে, হাগ ডে, টেডি ডে পালন করতে ব্যস্ত ৷ তিনি সেসব আবার পোস্টও করছেন ৷”

এদিকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে একই বক্তব্য মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার, জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি ও বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্রেরও ৷ প্রত্যেকেই জানিয়েছেন, নির্বাচনের জন্য তাঁরা প্রস্তুত ৷ শুধু নির্বাচনের ঘোষণাটাই বাকি ৷

আরও পড়ুন:

  1. লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বড় ঘোষণা, হাসপাতাল থেকে বেরিয়ে কী বললেন মিঠুন?
  2. আগামী মাসেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ; মার্চেই হতে পারে লোকসভার নির্ঘণ্ট প্রকাশ
  3. ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.