ETV Bharat / state

ক্রেতা সেজে পাচার রুখল পুলিশ, প্যাঙ্গোলিনের চামড়া-সহ গ্রেফতার পাচারকারী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 4:44 PM IST

Pangolin Skin smuggling: ক্রেতা সেজে পাচারের আগেই প্যাঙ্গোলিনের চামড়া উদ্ধার করলেন বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা । পাকড়াও করা হয়েছে এক পাচারকারীকে ৷ তাকে আজ আদালতে তোলা হবে ৷

Pangolin Skin smuggling
প্যাঙ্গোলিনেচ চামড়া পাচার

প্যাঙ্গোলিন চামড়া উদ্ধার জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি: ফের বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা ৷ ক্রেতা সেজে পাচার রুখে দিলেন বনকর্মীরা। উদ্ধার হয়েছে প্যাঙ্গোলিনের চামড়া ৷ বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা প্যাঙ্গোলিনের চামড়া পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছেন। পলাতক দু'জন ৷ ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ চালানো হচ্ছে ৷ পাশাপাশি ধৃত পাচারকারীকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে ।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তারা খবর পায় বেশ কিছুদিন ধরেই প্যাঙ্গোলিনের চামড়া মজুত রাখা ছিল । সেই প্যাঙ্গোলিনের চামড়া পাচারের চেষ্টা করা হচ্ছে ৷ এই খবরের ভিত্তিতে আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসের রেঞ্জার আলমগীর হক তাঁর দল নিয়ে ক্রেতা সেজে ডুয়ার্সের ওদলাবাড়িতে ঘাটি গেরে বসেছিলেন । বুধবার বিকেল থেকে ওত পেতে বসে থাকার সাফল্য আসে রাতে । তিন ব্যক্তি বাইক নিয়ে এসে ব্যাগ থেকে প্যাঙ্গোলিনের চামড়া বের করতেই হাতে নাতে ধরে ফেলেন বনদফতরের কর্মীরা । একজনকে পাকড়াও করলে বাকি দু'জন পাচারকারী পালিয়ে যায় । তারপর সেই বন্য পাচারকারীকে রেঞ্জ অফিসে নিয়ে এসে জিজ্ঞেসাবাদ করা হয় ৷ জানা যায়, এই ব্যক্তি দীর্ঘদিন থেকে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের সঙ্গে যুক্ত । এই পাচারকারীর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা ক্ষতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি বাকি দুই পালিয়ে যাওয়া পাচারকারীর উদ্দেশে তল্লাশি চলছে ।

এই বিষয়ে বৈকুন্ঠপুর বনবিভাগের আমবাড়ি ফালাকাটা রেঞ্জ অফিসার আলমগীর হক বলেন, "আমাদের কাছে বেশ কিছু দিন ধরে খবর আসছিল ডুয়ার্সের এক বাসিন্দা বন্যপ্রাণী দেহাংশ পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। গতকাল রাতে ক্রেতা সেজে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে । পাচারের কাছে ব্যবহৃত একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে । বাইকে করে এসেছিল এই পাচারকারীরা । প্যাঙ্গোলিনের চামড়া দু লক্ষ টাকায় বিক্রি করার ছক ছিল এই পাচারকারীদের । চামড়া ভরতি ব্যাগ নিয়ে আসার পরেই ধরে ফেলা হয় তাদের । তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বাকিদের খোঁজ চালাচ্ছি । এর সঙ্গে আরও লোক যুক্ত আছে বলে আমাদের আশংকা । ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।"

আরও পড়ুন:

  1. ব্যাঙ্কক থেকে মুম্বইয়ে সক্রিয় পাচার চক্র! বিমানবন্দরে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার 9টি অজগর-সহ 11টি সাপ
  2. দাউ দাউ করে জ্বলছে পঞ্চাশের বেশি মৃত হাতির দাঁত! পাচার রুখতে অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলা বনবিভাগের
  3. বন দফতরের বড়সড় সাফল্য! চিতাবাঘের চামড়া-সহ গ্রেফতার তিন পাচারকারী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.