ETV Bharat / state

শাহজাহান শেখের জামিন মামলা, "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি" কটাক্ষ ইডির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 7:39 PM IST

High Court on Sk Sahajahan: তাঁর আইনজীবীর দাবি, শাহজাহান শেখের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হাতে ৷ ফলে আগাম জামিনের আবেদন কেড়ে নিতে পারে না ইডি ৷ আগামী 23 ফেব্রুয়ারি ফের শুনানি এই মামলার।

Etv Bharat
হাইকোর্ট

কলকাতা, 12 ফেব্রুয়ারি: শাহজাহান শেখের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে তাঁর আইনজীবী দাবি করলেন তিনি এখনও অভিযুক্ত নন ৷ পাশাপাশি, ইডির কাছে শাহাজাহানের বিরুদ্ধে এমন কোনও তথ্য প্রমাণ নেই যার ভিত্তিতে সন্দেশখালির এই শাসক নেতাকে গ্রেফতার করতে পারা যায় ৷ শাহাজাহানের আগাম জামিন মামলায় নগর দায়রা আদালতে এমনটাই দাবি শেখ শাহাজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার আদালতে শাহজাহানের তরফে সওয়ালকারী আইনজীবী সব্যসাচী বলেন, "এখনও পর্যন্ত শাহজাহান অভিযুক্ত নন। ইডির কাছে এমন কিছু নেই যার জন্য তাঁকে হেফাজতে নিতে পারে। 5 জানুয়ারি ইডি তাঁর বাড়িতে গিয়ে কিছু পায়নি। জানুয়ারি 24 তারিখ কিছু নথি পেয়েছে বলে তাঁদের দাবি। ইডি এর দ্বারা বলতে পারে না তিনি কোথাও জামিনের আবেদন করতে পারবেন না। জামিন পাওয়া তাঁর সাংবিধানিক অধিকার। এটা কোনও এজেন্সি কেড়ে নিতে পারে না।"

তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত শাহাজাহানের বিরুদ্ধে কী অভিযোগ তা স্পষ্ট নয়। তাঁকে কিসের ভিত্তিতে অভিযুক্ত বানানো হচ্ছে? আমাকে 2/3 দিন সময় দেওয়া হোক ৷" জানানো হয়েছে শাহাজাহানকে কিছুদিন সবয় দেওয়া হোক ৷ ইডির সামনে এসে সব প্রশ্নের উত্তর দেবেন তিনি ৷ ইডি তাঁকে প্রভাবশালী বলে দাবি করছে ৷ এটা তাঁর জামিন পাওয়ার ক্ষেতে বাধা হতে পারে না। তাঁর আধার কার্ড ছাড়া কিছু চায়নি। এখন ভোটার কার্ড চাওয়া হয়েছে।

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী শাহজাহান শেখের বক্তব্য ধরে রেখে বলেন, " এ যেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি।" শাহজাহান শেখের তরফে আইনজীবী আর্জি জানিয়েছিলেন এই মামলার শুনানি চলাকালীন আপাতত ইডি তাঁকে কোনও সমন পাঠানো বা তাঁকে গ্রেফতার করবে না এই মর্মে আদালতে তাঁরা আশ্বাস দিক। কিন্তু ইডির আইনজীবী সরাসরি তা খারিজ করে দিলেন। 23 ফেব্রুয়ারি ফের শুনানি। 24 ফেব্রুয়ারি মামলায় রায় দিতে পারেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় (সিবিআই বিশেষ আদালত)

এর আগে গত 3 ফেব্রুয়ারি শুনানিতেও শাহজাহান শেখের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হাতে সেই জন্য তাঁকে গ্রেফতার করতে পারছে না, এই মর্মে কলকাতার নগর দায়রা আদালতে নালিশ জানিয়েছিল শাহজাহানের আইনজীবী। সমাজের চোখে খারাপ প্রতিপন্ন করে শাহজাহানকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
একইসঙ্গে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই বলেও উল্লেখ করেন শাহজাহানের আইনজীবী। সেই জন্যই তাঁকে ভিলেন বানিয়ে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। আপাতত আগামী 23 ফেব্রুয়ারি ফের শুনানি এই মামলার।

আরও পড়ুন:

1. পরীক্ষা ছাড়াই স্কুল সার্ভিস কমিশনে সাতশোর বেশি শিক্ষক নিয়োগ

2. সন্দেশখালিকাণ্ডে মামলার দ্রুত শুনানি চেয়ে ফের আদালতে আবেদন ইডি'র

3. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড

কলকাতা, 12 ফেব্রুয়ারি: শাহজাহান শেখের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানিতে তাঁর আইনজীবী দাবি করলেন তিনি এখনও অভিযুক্ত নন ৷ পাশাপাশি, ইডির কাছে শাহাজাহানের বিরুদ্ধে এমন কোনও তথ্য প্রমাণ নেই যার ভিত্তিতে সন্দেশখালির এই শাসক নেতাকে গ্রেফতার করতে পারা যায় ৷ শাহাজাহানের আগাম জামিন মামলায় নগর দায়রা আদালতে এমনটাই দাবি শেখ শাহাজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের।

সোমবার আদালতে শাহজাহানের তরফে সওয়ালকারী আইনজীবী সব্যসাচী বলেন, "এখনও পর্যন্ত শাহজাহান অভিযুক্ত নন। ইডির কাছে এমন কিছু নেই যার জন্য তাঁকে হেফাজতে নিতে পারে। 5 জানুয়ারি ইডি তাঁর বাড়িতে গিয়ে কিছু পায়নি। জানুয়ারি 24 তারিখ কিছু নথি পেয়েছে বলে তাঁদের দাবি। ইডি এর দ্বারা বলতে পারে না তিনি কোথাও জামিনের আবেদন করতে পারবেন না। জামিন পাওয়া তাঁর সাংবিধানিক অধিকার। এটা কোনও এজেন্সি কেড়ে নিতে পারে না।"

তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত শাহাজাহানের বিরুদ্ধে কী অভিযোগ তা স্পষ্ট নয়। তাঁকে কিসের ভিত্তিতে অভিযুক্ত বানানো হচ্ছে? আমাকে 2/3 দিন সময় দেওয়া হোক ৷" জানানো হয়েছে শাহাজাহানকে কিছুদিন সবয় দেওয়া হোক ৷ ইডির সামনে এসে সব প্রশ্নের উত্তর দেবেন তিনি ৷ ইডি তাঁকে প্রভাবশালী বলে দাবি করছে ৷ এটা তাঁর জামিন পাওয়ার ক্ষেতে বাধা হতে পারে না। তাঁর আধার কার্ড ছাড়া কিছু চায়নি। এখন ভোটার কার্ড চাওয়া হয়েছে।

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী শাহজাহান শেখের বক্তব্য ধরে রেখে বলেন, " এ যেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি।" শাহজাহান শেখের তরফে আইনজীবী আর্জি জানিয়েছিলেন এই মামলার শুনানি চলাকালীন আপাতত ইডি তাঁকে কোনও সমন পাঠানো বা তাঁকে গ্রেফতার করবে না এই মর্মে আদালতে তাঁরা আশ্বাস দিক। কিন্তু ইডির আইনজীবী সরাসরি তা খারিজ করে দিলেন। 23 ফেব্রুয়ারি ফের শুনানি। 24 ফেব্রুয়ারি মামলায় রায় দিতে পারেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় (সিবিআই বিশেষ আদালত)

এর আগে গত 3 ফেব্রুয়ারি শুনানিতেও শাহজাহান শেখের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হাতে সেই জন্য তাঁকে গ্রেফতার করতে পারছে না, এই মর্মে কলকাতার নগর দায়রা আদালতে নালিশ জানিয়েছিল শাহজাহানের আইনজীবী। সমাজের চোখে খারাপ প্রতিপন্ন করে শাহজাহানকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
একইসঙ্গে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই বলেও উল্লেখ করেন শাহজাহানের আইনজীবী। সেই জন্যই তাঁকে ভিলেন বানিয়ে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। আপাতত আগামী 23 ফেব্রুয়ারি ফের শুনানি এই মামলার।

আরও পড়ুন:

1. পরীক্ষা ছাড়াই স্কুল সার্ভিস কমিশনে সাতশোর বেশি শিক্ষক নিয়োগ

2. সন্দেশখালিকাণ্ডে মামলার দ্রুত শুনানি চেয়ে ফের আদালতে আবেদন ইডি'র

3. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.