ETV Bharat / state

টাকা নেই, অর্ডার দিয়েও বিরিয়ানি খেতে অস্বীকার করায় নাবালককে বেধড়ক মার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 1:25 PM IST

Updated : Jan 24, 2024, 1:39 PM IST

Beating for not Eating Biryani after Order: বিরিয়ানি অর্ডার দেওয়ার পর নাবালক দেখল পকেটে টাকা নেই ৷ খাবার টেবিলে এসে পড়ায় দেখা দিল বিপত্তি ৷ শেষমেশ বেধড়ক মার খেল নাবালক ৷

Etv Bharat
অর্ডার দিয়েও বিরিয়ানি খেতে না চাওয়ায় নাবালককে মারল দোকানের কর্মী

জলপাইগুড়ি, 24 জানুয়ারি: পকেটে টাকা আছে ভেবে বিরিয়ানি অর্ডার দিয়েছিল নাবালক ৷ টেবিলে পরিবেশন করার সময় টাকা নেই দেখে তা খেতে অস্বীকার করে সে ৷ এই ছিল অপরাধ ৷ আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে নাবালককে মারধরের অভিযোগ উঠল সংশ্লিষ্ট দোকানের এক কর্মীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার অমানবিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায়।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাবালককে উদ্ধার করার পাশাপাশি দোকানের কর্মীদের আটক করে থানায় নিয়ে আসে । এই বিষয়ে থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আমরা দোকানের কর্মীকে আটক করে থানায় নিয়ে এসেছি । আসলে ঘটনাটি কী হয়েছিল, কেনই বা মারধরের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রত্যক্ষদর্শী রোহিত মণ্ডল ও মধুমিতা দাস বলেন, " দোকানের পাশে থাকা একটি মন্দির থেকে বের হওয়ার সময় দেখি বিরিয়ানির দোকানের কর্মী ছেলেটাকে বেধড়ক মারধর করছে । বিরিয়ানি অর্ডার দিয়ে খাব না বলার পরেই ছেলেটিকে মেরেছে । আমরা আটকাতে গেলে আমাদেরকেও হুমকি দেয় । বাচ্চাটি যদি এক প্লেট বিরিয়ানি নাও খায় তাহলে দোকানের কত ক্ষতি হতে পারে ? দোকানের কর্মী মদ্যপ অবস্থায় থাকেই বা কী করে ?"

এই ঘটনায় অবশ্য কর্মীর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন দোকানের মালিক বিজন চন্দ ৷ তাঁর কথায়, "এটা খুব অন্যায় হয়েছে । আমি দোকানে না- থাকার সুযোগে মদ্যপ অবস্থায় আমার দোকানের এক কর্মী এক নাবালককে মারধর করেছে বলে শুনেছি । আমি তখন দোকানে ছিলাম না । আজ ওই কর্মীকে আমি ছুটি দেওয়ার পর সে আবার মদ্যপ অবস্থায় দোকানে আসে । আমি না থাকার সময়েই এই কাণ্ড ঘটিয়েছে । হঠাৎ কেন মারল সেটাও আমি জানি না। লোকজন এসে আমাকে মারধরের ঘটনাটি জানায় । আমি আর ওই কর্মীকে দোকানে রাখব না । ও যা করল তা অত্যন্ত জঘন্য কাজ । এর কোনও ক্ষমা নেই । আমি নতুন কর্মী রাখব কিন্তু এমন কর্মীকে রাখা আর সম্ভব নয় । দীর্ঘদিন ধরে দোকান চালাচ্ছি এমন কোনও অভিযোগ আগে আসেনি । এই ঘটনায় আমি খুব বিব্রত হয়েছি ।"

আরও পড়ুন :

  1. সততার নজির ! বিক্রি হওয়া চালের বস্তায় গয়না পেয়ে গৃহকর্ত্রীকে ফেরালেন আড়তদারের স্ত্রী
  2. বিরিয়ানির দাম নিয়ে বচসা, ক্রেতাকে ছুরি মারল দোকান মালিক
  3. বিরিয়ানি নিয়ে ঝগড়া, একে অপরকে আগুন ধরালেন স্বামী-স্ত্রী

জলপাইগুড়ি, 24 জানুয়ারি: পকেটে টাকা আছে ভেবে বিরিয়ানি অর্ডার দিয়েছিল নাবালক ৷ টেবিলে পরিবেশন করার সময় টাকা নেই দেখে তা খেতে অস্বীকার করে সে ৷ এই ছিল অপরাধ ৷ আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে নাবালককে মারধরের অভিযোগ উঠল সংশ্লিষ্ট দোকানের এক কর্মীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার অমানবিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায়।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাবালককে উদ্ধার করার পাশাপাশি দোকানের কর্মীদের আটক করে থানায় নিয়ে আসে । এই বিষয়ে থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আমরা দোকানের কর্মীকে আটক করে থানায় নিয়ে এসেছি । আসলে ঘটনাটি কী হয়েছিল, কেনই বা মারধরের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ।

প্রত্যক্ষদর্শী রোহিত মণ্ডল ও মধুমিতা দাস বলেন, " দোকানের পাশে থাকা একটি মন্দির থেকে বের হওয়ার সময় দেখি বিরিয়ানির দোকানের কর্মী ছেলেটাকে বেধড়ক মারধর করছে । বিরিয়ানি অর্ডার দিয়ে খাব না বলার পরেই ছেলেটিকে মেরেছে । আমরা আটকাতে গেলে আমাদেরকেও হুমকি দেয় । বাচ্চাটি যদি এক প্লেট বিরিয়ানি নাও খায় তাহলে দোকানের কত ক্ষতি হতে পারে ? দোকানের কর্মী মদ্যপ অবস্থায় থাকেই বা কী করে ?"

এই ঘটনায় অবশ্য কর্মীর বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন দোকানের মালিক বিজন চন্দ ৷ তাঁর কথায়, "এটা খুব অন্যায় হয়েছে । আমি দোকানে না- থাকার সুযোগে মদ্যপ অবস্থায় আমার দোকানের এক কর্মী এক নাবালককে মারধর করেছে বলে শুনেছি । আমি তখন দোকানে ছিলাম না । আজ ওই কর্মীকে আমি ছুটি দেওয়ার পর সে আবার মদ্যপ অবস্থায় দোকানে আসে । আমি না থাকার সময়েই এই কাণ্ড ঘটিয়েছে । হঠাৎ কেন মারল সেটাও আমি জানি না। লোকজন এসে আমাকে মারধরের ঘটনাটি জানায় । আমি আর ওই কর্মীকে দোকানে রাখব না । ও যা করল তা অত্যন্ত জঘন্য কাজ । এর কোনও ক্ষমা নেই । আমি নতুন কর্মী রাখব কিন্তু এমন কর্মীকে রাখা আর সম্ভব নয় । দীর্ঘদিন ধরে দোকান চালাচ্ছি এমন কোনও অভিযোগ আগে আসেনি । এই ঘটনায় আমি খুব বিব্রত হয়েছি ।"

আরও পড়ুন :

  1. সততার নজির ! বিক্রি হওয়া চালের বস্তায় গয়না পেয়ে গৃহকর্ত্রীকে ফেরালেন আড়তদারের স্ত্রী
  2. বিরিয়ানির দাম নিয়ে বচসা, ক্রেতাকে ছুরি মারল দোকান মালিক
  3. বিরিয়ানি নিয়ে ঝগড়া, একে অপরকে আগুন ধরালেন স্বামী-স্ত্রী
Last Updated : Jan 24, 2024, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.