ETV Bharat / state

অন্তরালে থেকেই ফের আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:53 PM IST

Updated : Jan 31, 2024, 8:18 PM IST

Sheikh Shahjahan: অন্তরালে থেকেই আবারও আগাম জামিনের আবেদন জানালেন সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান । ইডির বিশেষ আদালতের পর এ বার উত্তর 24 পরগনা জেলা জাজ কোর্টে আবেদন জানিয়েছেন তিনি ।

ETV BHARAT
ETV BHARAT
ফের আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের

বারাসত, 31 জানুয়ারি: অন্তরালে থেকেই আবারও আগাম জামিনের জন্য আবেদন করলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহান । ইডির বিশেষ আদালতের পর এ বার তিনি আগাম জামিনের আবেদন করেছেন বারাসত জেলা জাজ কোর্টে ।

সূত্রের খবর, তাঁর হয়ে মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলা জাজ কোর্টে জামিনের আবেদনের পিটিশন জমা দিয়েছেন শাহজাহানের আইনজীবী । জেলা জাজ কোর্টের বিচারক সেই আবেদন গ্রহণ করেছেন বলেই খবর আদালত সূত্রে । আগামী 26 ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হবে ৷ এর আগে, অন্তরালে থেকেই শাহজাহানের হয়ে তাঁর আইনজীবী আগাম জামিনের আবেদন করেছিলেন ব্যাঙ্কশাল আদালতে ৷ সেই আবেদনের শুনানি পিছিয়ে যাওয়ায়, তার মধ্যেই ফের বারাসত জেলা জাজ কোর্টে আগাম জামিনের আবেদন করলেন 'ফেরার' শেখ শাহজাহান ।

সন্দেশখালিতে ইডি আধিকারিকেরদের উপর হামলার ঘটনার পর পেরিয়ে গিয়েছে 26টা দিন । অথচ, সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' কোথায় গিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার উত্তর নেই কারও কাছেই । পুলিশও তাঁর হদিশ পায়নি এখনও পর্যন্ত । শেখ শাহজাহানকে গ্রেফতার করা তো দূরের কথা, তাঁর টিকিটিও ছুঁতে পারেনি ন‍্যাজাট থানার পুলিশ । এই পরিস্থিতিতে আদালত তৃণমূলের 'বাহুবলী' নেতা শাহজাহানকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও তিনি সেই পথে পা বাড়াননি । হাজিরাও দেননি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে । অথচ অন্তরালে থেকে তিনি নাকি তাঁর যাবতীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ । এমনকি 'পলাতক' তৃণমূল নেতা শেখ শাহজাহান দিব্যি সই করছেন আদালতের ওকালতনামাতেও । কারণ, ওকালতনামাতে তাঁর সই ছাড়া কখনওই জামিনের আবেদন করা যায় না । এমনটাই বলছেন আইনজীবীদের একাংশ ।

অর্থাৎ অন্তরালে থেকেও তিনি কিন্তু তাঁর কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে । আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । ইডির করা এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন 26 দিন পরেও শেখ শাহজাহানের হদিশ মিলল না তা নিয়ে যেমন চলছে জোর চর্চা, তেমনই তাঁর হয়ে তৃণমূল নেতা-মন্ত্রীদের ব‍্যাট ধরা আদতে পুলিশের উপর চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছেন অনেকে । এ সবের মধ্যেই ফের উত্তর 24 পরগনা জেলা জাজ কোর্টে 'ফেরার' শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে ।

এই বিষয়ে উত্তর 24 পরগনার মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বোস বলেন, "সন্দেশখালি কাণ্ডে ইডি যাকে খুঁজছে, সেই শেখ শাহজাহানের আইনজীবী মঙ্গলবার আগাম জামিনের আবেদন করেছেন । জেলা জাজ কোর্টের বিচারক সেই আবেদন গ্রহণ করেছেন । এটা তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে । কেস ডায়রি চাওয়া হয়েছে । সেটা ভালো করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে । যদি দেখা যায়, হামলার ঘটনার সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে, তাহলে আমরা জামিনের বিরোধিতা করব ৷"

এ দিকে, শেখ শাহজাহানের জামিনের আবেদন নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ‍্য মুখপাত্র শমীক ভট্টাচার্য । তিনি বলেন,"জামিনের আবেদন শাহজাহান করেননি । করেছে তৃণমূল কংগ্রেস । শাহজাহান আর তৃণমূল সমার্থক শব্দ । কেউ কারও থেকে আলাদা নয় ৷"

আরও পড়ুন:

  1. 'ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি', শাহজাহান প্রসঙ্গে শোভনদেব
  2. সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শাহজাহানকে 'ভদ্রলোক' বললেন সেচমন্ত্রী
  3. অপেক্ষা করুন, শেখ শাহজাহানকে শীঘ্রই ধরা হবে; ফের আশ্বস্ত করলেন রাজ‍্যপাল

ফের আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের

বারাসত, 31 জানুয়ারি: অন্তরালে থেকেই আবারও আগাম জামিনের জন্য আবেদন করলেন সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' তৃণমূল নেতা শেখ শাহজাহান । ইডির বিশেষ আদালতের পর এ বার তিনি আগাম জামিনের আবেদন করেছেন বারাসত জেলা জাজ কোর্টে ।

সূত্রের খবর, তাঁর হয়ে মঙ্গলবার উত্তর 24 পরগনা জেলা জাজ কোর্টে জামিনের আবেদনের পিটিশন জমা দিয়েছেন শাহজাহানের আইনজীবী । জেলা জাজ কোর্টের বিচারক সেই আবেদন গ্রহণ করেছেন বলেই খবর আদালত সূত্রে । আগামী 26 ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হবে ৷ এর আগে, অন্তরালে থেকেই শাহজাহানের হয়ে তাঁর আইনজীবী আগাম জামিনের আবেদন করেছিলেন ব্যাঙ্কশাল আদালতে ৷ সেই আবেদনের শুনানি পিছিয়ে যাওয়ায়, তার মধ্যেই ফের বারাসত জেলা জাজ কোর্টে আগাম জামিনের আবেদন করলেন 'ফেরার' শেখ শাহজাহান ।

সন্দেশখালিতে ইডি আধিকারিকেরদের উপর হামলার ঘটনার পর পেরিয়ে গিয়েছে 26টা দিন । অথচ, সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' কোথায় গিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার উত্তর নেই কারও কাছেই । পুলিশও তাঁর হদিশ পায়নি এখনও পর্যন্ত । শেখ শাহজাহানকে গ্রেফতার করা তো দূরের কথা, তাঁর টিকিটিও ছুঁতে পারেনি ন‍্যাজাট থানার পুলিশ । এই পরিস্থিতিতে আদালত তৃণমূলের 'বাহুবলী' নেতা শাহজাহানকে আত্মসমর্পণ করার নির্দেশ দিলেও তিনি সেই পথে পা বাড়াননি । হাজিরাও দেননি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে । অথচ অন্তরালে থেকে তিনি নাকি তাঁর যাবতীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ । এমনকি 'পলাতক' তৃণমূল নেতা শেখ শাহজাহান দিব্যি সই করছেন আদালতের ওকালতনামাতেও । কারণ, ওকালতনামাতে তাঁর সই ছাড়া কখনওই জামিনের আবেদন করা যায় না । এমনটাই বলছেন আইনজীবীদের একাংশ ।

অর্থাৎ অন্তরালে থেকেও তিনি কিন্তু তাঁর কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে । আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । ইডির করা এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন 26 দিন পরেও শেখ শাহজাহানের হদিশ মিলল না তা নিয়ে যেমন চলছে জোর চর্চা, তেমনই তাঁর হয়ে তৃণমূল নেতা-মন্ত্রীদের ব‍্যাট ধরা আদতে পুলিশের উপর চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছেন অনেকে । এ সবের মধ্যেই ফের উত্তর 24 পরগনা জেলা জাজ কোর্টে 'ফেরার' শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করেছে ।

এই বিষয়ে উত্তর 24 পরগনার মুখ্য সরকারি আইনজীবী শান্তময় বোস বলেন, "সন্দেশখালি কাণ্ডে ইডি যাকে খুঁজছে, সেই শেখ শাহজাহানের আইনজীবী মঙ্গলবার আগাম জামিনের আবেদন করেছেন । জেলা জাজ কোর্টের বিচারক সেই আবেদন গ্রহণ করেছেন । এটা তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে । কেস ডায়রি চাওয়া হয়েছে । সেটা ভালো করে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে । যদি দেখা যায়, হামলার ঘটনার সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে, তাহলে আমরা জামিনের বিরোধিতা করব ৷"

এ দিকে, শেখ শাহজাহানের জামিনের আবেদন নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ‍্য মুখপাত্র শমীক ভট্টাচার্য । তিনি বলেন,"জামিনের আবেদন শাহজাহান করেননি । করেছে তৃণমূল কংগ্রেস । শাহজাহান আর তৃণমূল সমার্থক শব্দ । কেউ কারও থেকে আলাদা নয় ৷"

আরও পড়ুন:

  1. 'ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি', শাহজাহান প্রসঙ্গে শোভনদেব
  2. সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শাহজাহানকে 'ভদ্রলোক' বললেন সেচমন্ত্রী
  3. অপেক্ষা করুন, শেখ শাহজাহানকে শীঘ্রই ধরা হবে; ফের আশ্বস্ত করলেন রাজ‍্যপাল
Last Updated : Jan 31, 2024, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.