ETV Bharat / state

সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 5:11 PM IST

Gold Biscuits Recovered: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচার রুখল বিএসএফ ৷ জওয়ানদের তৎপরতায় উদ্ধার 22টি সোনার বিস্কুট ৷ আনুমানিক বাজার মূল্য 1 কোটি 62 লক্ষ টাকা । ঘটনায় এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিএসএফ ৷

Gold Biscuits
সোনার বিস্কুট

গাইঘাটা, 7 ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার । এই ঘটনায় আটক করা হয়েছে এক মহিলা পাচারকারীকে । বিএসএফ জানিয়েছে, ধৃতের নাম যশোদা শিকদার । তার কাছ থেকে 22টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া সোনার ওজন 2 কেজি 660 গ্রাম । আনুমানিক বাজার মূল্য 1 কোটি 62 লক্ষ টাকা । এই বিপুল পরিমাণ সোনা চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছিল ।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার বিএসএফ সীমা চৌকি আংরাইল 5 ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান । জওয়ানেরা দেখেন, এক মহিলা চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে ডমিনেশন লাইনের দিকে আসছে । জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই মহিলাকে সতর্ক করেন এবং থামতে বলেন । জওয়ানদের দেখে মহিলা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে । কিন্তু মহিলা প্রহরীরা ওই চোরাকারবারীকে ধরে ফেলেন এবং তল্লাশি শুরু করেন ।

তল্লাশির সময় ওই মহিলার ব্যাগ থেকে 12টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে সে জানায়, তার রান্নাঘরে আর বাগানে আরও 10টি বিস্কুট আগে থেকেই লুকোনো রয়েছে । সেই মত বিএসএফ জওয়ানেরা মহিলার রান্নাঘরের বাগানে তল্লাশি চালান এবং সোনার বিস্কুটগুলি উদ্ধার করেন । এই মহিলার কাছ থেকে মোট 22টি বিস্কুট উদ্ধার হয়েছে ।

জিজ্ঞাসাবাদে মহিলা আরও জানায়, সে অন্যের ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করে । প্রতিদিন 120 টাকা আয় করে জীবিকা নির্বাহ করে । 6 ফেব্রুয়ারি সে আলু এবং সরষে পাতা সংগ্রহ করতে মাঠে গিয়েছিল । সেখানে মজনু নামে এক বাংলাদেশি তাকে একটি ছোট প্লাস্টিকের প্যাকেট দিয়ে বাড়িতে রাখতে বলে । সে বলেছিল, আংরাইল গ্রামের বাসিন্দা গোপাল মণ্ডলের ছেলে কৃষ্ণপদ এসে ওই প্যাকেট নিয়ে যাবে ।

ধৃতের কথায়, দু'দিন আগেও সেই একই ব্যক্তির কাছ থেকে আরও একটি ছোট প্যাকেট নিয়ে নিজের প্রাঙ্গণে লুকিয়ে রেখেছিল ৷ কিন্তু এখন পর্যন্ত কেউ তা সংগ্রহ করতে আসেনি । 6 তারিখে ওই বাংলাদেশি ব্যক্তির কাছ থেকে আরও একটি প্যাকেট সংগ্রহ করে মহিলা যখন তার বাড়িতে ফিরছিল, তখন সে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে যায় । উদ্ধার করার সোনা কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ ।

উল্লেখ্য, উত্তর 24 পরগনার আরও একটি ঘটনায় 6টি সোনার বিস্কুট-সহ একজনকে পাকড়াও করা হয়েছে । একই দিনে স্বরূপনগর সীমান্তের গোবর্ধার 107 ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্ব এলাকা থেকে 6টি সোনার বিস্কুট-সহ এক চোরাকারবারীকে আটক করেছে । পাচারকারীর নাম সুজিত রায় । স্বরূপণগর থানার নাইপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন:

  1. সীমান্তরক্ষীবাহিনীর তৎপরতায় উদ্ধার প্রায় 75 লক্ষের সোনার বাট
  2. যৌনাঙ্গে লুকানো প্রায় 30 লাখের সোনা, বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা
  3. বানচাল 5 কোটির সোনার বিস্কুটের পাচার, গ্রেফতার 5

গাইঘাটা, 7 ফেব্রুয়ারি: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার । এই ঘটনায় আটক করা হয়েছে এক মহিলা পাচারকারীকে । বিএসএফ জানিয়েছে, ধৃতের নাম যশোদা শিকদার । তার কাছ থেকে 22টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া সোনার ওজন 2 কেজি 660 গ্রাম । আনুমানিক বাজার মূল্য 1 কোটি 62 লক্ষ টাকা । এই বিপুল পরিমাণ সোনা চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছিল ।

বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার বিএসএফ সীমা চৌকি আংরাইল 5 ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান । জওয়ানেরা দেখেন, এক মহিলা চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে ডমিনেশন লাইনের দিকে আসছে । জওয়ানরা সঙ্গে সঙ্গে ওই মহিলাকে সতর্ক করেন এবং থামতে বলেন । জওয়ানদের দেখে মহিলা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে । কিন্তু মহিলা প্রহরীরা ওই চোরাকারবারীকে ধরে ফেলেন এবং তল্লাশি শুরু করেন ।

তল্লাশির সময় ওই মহিলার ব্যাগ থেকে 12টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় । জিজ্ঞাসাবাদে সে জানায়, তার রান্নাঘরে আর বাগানে আরও 10টি বিস্কুট আগে থেকেই লুকোনো রয়েছে । সেই মত বিএসএফ জওয়ানেরা মহিলার রান্নাঘরের বাগানে তল্লাশি চালান এবং সোনার বিস্কুটগুলি উদ্ধার করেন । এই মহিলার কাছ থেকে মোট 22টি বিস্কুট উদ্ধার হয়েছে ।

জিজ্ঞাসাবাদে মহিলা আরও জানায়, সে অন্যের ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করে । প্রতিদিন 120 টাকা আয় করে জীবিকা নির্বাহ করে । 6 ফেব্রুয়ারি সে আলু এবং সরষে পাতা সংগ্রহ করতে মাঠে গিয়েছিল । সেখানে মজনু নামে এক বাংলাদেশি তাকে একটি ছোট প্লাস্টিকের প্যাকেট দিয়ে বাড়িতে রাখতে বলে । সে বলেছিল, আংরাইল গ্রামের বাসিন্দা গোপাল মণ্ডলের ছেলে কৃষ্ণপদ এসে ওই প্যাকেট নিয়ে যাবে ।

ধৃতের কথায়, দু'দিন আগেও সেই একই ব্যক্তির কাছ থেকে আরও একটি ছোট প্যাকেট নিয়ে নিজের প্রাঙ্গণে লুকিয়ে রেখেছিল ৷ কিন্তু এখন পর্যন্ত কেউ তা সংগ্রহ করতে আসেনি । 6 তারিখে ওই বাংলাদেশি ব্যক্তির কাছ থেকে আরও একটি প্যাকেট সংগ্রহ করে মহিলা যখন তার বাড়িতে ফিরছিল, তখন সে বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়ে যায় । উদ্ধার করার সোনা কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ ।

উল্লেখ্য, উত্তর 24 পরগনার আরও একটি ঘটনায় 6টি সোনার বিস্কুট-সহ একজনকে পাকড়াও করা হয়েছে । একই দিনে স্বরূপনগর সীমান্তের গোবর্ধার 107 ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্ব এলাকা থেকে 6টি সোনার বিস্কুট-সহ এক চোরাকারবারীকে আটক করেছে । পাচারকারীর নাম সুজিত রায় । স্বরূপণগর থানার নাইপাড়ার বাসিন্দা।

আরও পড়ুন:

  1. সীমান্তরক্ষীবাহিনীর তৎপরতায় উদ্ধার প্রায় 75 লক্ষের সোনার বাট
  2. যৌনাঙ্গে লুকানো প্রায় 30 লাখের সোনা, বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা
  3. বানচাল 5 কোটির সোনার বিস্কুটের পাচার, গ্রেফতার 5
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.