ETV Bharat / state

সাধারণতন্ত্র দিবসে যাত্রী নিরাপত্তা-সহ নাশকতা ঠেকাতে মেট্রো স্টেশনে বাড়ল নিরাপত্তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 8:24 PM IST

Metro Rail Security: শুক্রবার সাধারণতন্ত্র দিবস বৃদ্ধি করা হয়েছে মেট্রো রেলের নিরাপত্তা ৷ প্রতিটি স্টেশনেই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ একদিকে নজর দেওয়া হয়েছে যাত্রী সুরক্ষায়, অন্যদিকে নাশকতা ঠেকানোর জন্যও তৎপর মেট্রো ৷

Metro Rail
Metro Rail

কলকাতা, 25 জানুয়ারি: শুক্রবার 75তম সাধারণতন্ত্র দিবস । ছুটির দিন । দেশজুড়ে একদিকে যেমন বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটা, আবার অনেকেই ছুটি বলে ঘুরতে বেরিয়ে পড়বেন ইতিউতি । কোথাও চলবে পিকনিক । এই দিন সকাল থেকে শহরের বিনোদনের জায়গাগুলোতে ভিড় উপচে পড়বে । আর এই ভিড়ের মধ্যে দ্রুত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে মেট্রোর চেয়ে দ্রুত মাধ্যম আর কি বা হতে পারে ? তাই যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে মেট্রো স্টেশনগুলির নিরাপত্তা । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে ।

ওই সূত্রের দাবি, ভিড় সামাল দেওয়ার পাশাপাশি যাতে কোনোরকম নাশকতা মূলক ঘটনা না ঘটে, তাই আরপিএফ ক্রাইম ইন্টেলিজেন্স ব্যুরো ডগ স্কোয়াড-সহ স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরো সব ক’টি মেট্রো স্টেশনের পাশাপাশি মেট্রোর ভেতরেও বারবার পরিদর্শন চালাবে ।

এছাড়াও সন্দেহভাজন ব্যক্তি বা যাত্রীদের চিহ্নিত করার জন্য প্রতিটি স্টেশন প্লাটফর্মে সাদা পোশাকে মোতায়ন থাকবেন এসআইবি ও সিআইবির আধিকারিকরা । যাতে কোনও স্টেশনে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই প্রতিটি স্টেশনে ঘোরাঘুরি করবে কুইক রেসপন্স টিম । প্রতিটি মেট্রো স্টেশন-সহ সেন্ট্রাল কন্ট্রোল রুমে সিসিটিভি নজরদারি আরও জোরদার করা হবে । প্রতিটি স্টেশনে সন্দেহভাজন ব্যাক্তি বা কার্যকলাপ চিহ্নিত করার জন্য সাদা পোশাকে থাকবেন আরপিএফ জওয়ানরা । যাত্রীদের ব্যাগ ও মালপত্র পরীক্ষা করার উপর আরও জোর দেওয়া হবে । মহিলা যাত্রীদের ব্যাগ বা শরীর পরীক্ষা করার জন্য মোতায়ন থাকবেন মহিলা আরপিএফ জওয়ান ।

ট্রেনের ভেতরে প্লাটফর্ম চত্বরে আচমকা চেকিং করা হবে । এছাড়াও পার্কি-এর জায়গা রেল ইয়ার্ডগুলিতে স্নিফার ডগ ও স্পেশাল টিম দিয়ে ভালোভাবে পরীক্ষা করানো হবে বলে জানানো হয়েছে । এছাড়াও প্রতিটি স্টেশনে মোতায়েন থাকবেন মেট্রোর পক্ষ থেকে একাধিক কর্মী ও আধিকারিক । যাতে সবরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় কিংবা কোনও অপ্রীতিকর ঘটনা নজরে এলে, যাতে তা দ্রুত সামাল দেওয়া সম্ভব হয় ৷ তাই নর্থ সাউথ করিডোরের সেন্ট্রাল কন্ট্রোল রুমে পর্যাপ্ত পরিমাণে মেট্রো কর্মী মোতায়েন করা হবে । মহিলা, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল ।

প্রসঙ্গত, আগামী 26 জানুয়ারি অর্থাৎ শুক্রবার ব্লু লাইনে সারাদিনে চলবে 234টি মেট্রো । এর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন পরিষেবা থাকছে । ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 06:50 মিনিটে আর শেষ পরিষেবার সময় 10.35 মিনিট ।

কলকাতা, 25 জানুয়ারি: শুক্রবার 75তম সাধারণতন্ত্র দিবস । ছুটির দিন । দেশজুড়ে একদিকে যেমন বিভিন্ন জায়গায় পালিত হবে এই দিনটা, আবার অনেকেই ছুটি বলে ঘুরতে বেরিয়ে পড়বেন ইতিউতি । কোথাও চলবে পিকনিক । এই দিন সকাল থেকে শহরের বিনোদনের জায়গাগুলোতে ভিড় উপচে পড়বে । আর এই ভিড়ের মধ্যে দ্রুত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে মেট্রোর চেয়ে দ্রুত মাধ্যম আর কি বা হতে পারে ? তাই যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে মেট্রো স্টেশনগুলির নিরাপত্তা । এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে ।

ওই সূত্রের দাবি, ভিড় সামাল দেওয়ার পাশাপাশি যাতে কোনোরকম নাশকতা মূলক ঘটনা না ঘটে, তাই আরপিএফ ক্রাইম ইন্টেলিজেন্স ব্যুরো ডগ স্কোয়াড-সহ স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরো সব ক’টি মেট্রো স্টেশনের পাশাপাশি মেট্রোর ভেতরেও বারবার পরিদর্শন চালাবে ।

এছাড়াও সন্দেহভাজন ব্যক্তি বা যাত্রীদের চিহ্নিত করার জন্য প্রতিটি স্টেশন প্লাটফর্মে সাদা পোশাকে মোতায়ন থাকবেন এসআইবি ও সিআইবির আধিকারিকরা । যাতে কোনও স্টেশনে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই প্রতিটি স্টেশনে ঘোরাঘুরি করবে কুইক রেসপন্স টিম । প্রতিটি মেট্রো স্টেশন-সহ সেন্ট্রাল কন্ট্রোল রুমে সিসিটিভি নজরদারি আরও জোরদার করা হবে । প্রতিটি স্টেশনে সন্দেহভাজন ব্যাক্তি বা কার্যকলাপ চিহ্নিত করার জন্য সাদা পোশাকে থাকবেন আরপিএফ জওয়ানরা । যাত্রীদের ব্যাগ ও মালপত্র পরীক্ষা করার উপর আরও জোর দেওয়া হবে । মহিলা যাত্রীদের ব্যাগ বা শরীর পরীক্ষা করার জন্য মোতায়ন থাকবেন মহিলা আরপিএফ জওয়ান ।

ট্রেনের ভেতরে প্লাটফর্ম চত্বরে আচমকা চেকিং করা হবে । এছাড়াও পার্কি-এর জায়গা রেল ইয়ার্ডগুলিতে স্নিফার ডগ ও স্পেশাল টিম দিয়ে ভালোভাবে পরীক্ষা করানো হবে বলে জানানো হয়েছে । এছাড়াও প্রতিটি স্টেশনে মোতায়েন থাকবেন মেট্রোর পক্ষ থেকে একাধিক কর্মী ও আধিকারিক । যাতে সবরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় কিংবা কোনও অপ্রীতিকর ঘটনা নজরে এলে, যাতে তা দ্রুত সামাল দেওয়া সম্ভব হয় ৷ তাই নর্থ সাউথ করিডোরের সেন্ট্রাল কন্ট্রোল রুমে পর্যাপ্ত পরিমাণে মেট্রো কর্মী মোতায়েন করা হবে । মহিলা, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল ।

প্রসঙ্গত, আগামী 26 জানুয়ারি অর্থাৎ শুক্রবার ব্লু লাইনে সারাদিনে চলবে 234টি মেট্রো । এর মধ্যে 117টি আপ ও 117টি ডাউন পরিষেবা থাকছে । ওইদিন পরিষেবা শুরু হবে সকাল 06:50 মিনিটে আর শেষ পরিষেবার সময় 10.35 মিনিট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.