ETV Bharat / state

অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, নরেন্দ্রপুরে স্কুলে ভাঙচুর-শিক্ষকদের মারধর !

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 7:15 PM IST

Updated : Jan 27, 2024, 7:50 PM IST

School Vandalised in Narendrapur: অষ্টম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা নরেন্দ্রপুরের একটি স্কুলে ৷ বহিরাগতদের বিরুদ্ধে স্কুলে ভাঙচুর ও শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ ৷ পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় ৷

School Vandalised
স্কুলে ভাঙচুর
নরেন্দ্রপুরে স্কুলে ভাঙচুরের অভিযোগ

নরেন্দ্রপুর, 27 জানুয়ারি: স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ ৷ ঘটনায় অভিযুক্ত স্কুলেরই এক শিক্ষক। এই ঘটনা ঘিরে শনিবার তোলপাড় হয়ে উঠল নরেন্দ্রপুর থানা এলাকার বলরামপুর এমএন বিদ্যামন্দির ৷ শিক্ষক-শিক্ষিকাদের মারধরের পাশাপাশি স্কুলে ঢুকে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ ৷ বহিরাগতদের বিরুদ্ধে স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ তাঁদের আরও অভিযোগ, এই ভাঙচুরের ঘটনায় জড়িত খোদ স্কুলের প্রধান শিক্ষক ৷ তিনি বহিরাগতদের মদত দিয়েছেন ৷ তবে সেই অভিযোগ অবশ্য খারিজ করেছেন প্রধান শিক্ষক। ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ । জানা গিয়েছে, পুলিশ যৌন হেনস্থা ও স্কুলে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে দুটো মামলা রুজু করেছে ৷

বেশ কয়েকদিন ধরেই অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে । ওই ছাত্রীর পরিবারের দাবি, তারা এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে ৷ তবে তাতে কোনওরকম লাভ হয়নি । এরপর শনিবার এলাকার মানুষজনকে ছাত্রীর পরিবার বিষয়টি জানায় । তারপর এলাকার মানুষজন স্কুলে ঢুকে ওই শিক্ষকদের উপর চড়াও হয় ৷ শিক্ষকদের মারধর করা হয় এবং স্কুলের শিক্ষক রুমে ঢুকে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়ার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে । এই ঘটনায় আক্রান্ত হয়েছেন স্কুলের বেশ কিছু শিক্ষক -শিক্ষিকা ।

এই বিষয়ে আক্রান্ত শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায় বলেন, "স্কুল চলাকালীন বাইরে প্রচণ্ড চিৎকার শুরু হয় । দেখি একসঙ্গে প্রচুর লোক স্কুলের ভিতরে ঢুকে আসছে । অকথ্য গালিগালাজ করছিল তারা । এরপর দেখি স্টাফ রুমে 20-30 জন লোক ঢুকে এল । আমাকে দেখতে পেয়ে খুব মারধর করে। বাইকের হেলমেট দিয়েও আমাদের বেধড়ক মারধর করা হয় । এই ঘটনায় আমাদের স্কুলের কিছু শিক্ষিকাও আহত হয়েছেন । বহিরাগতরা কিছু শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেয় । আমরা প্রাণ বাঁচাতে থানাতে খবর দিই ।"

ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষিকা । তিনি বলেন, "স্কুলে অনেকেই প্রধান শিক্ষকের খাস লোক আছেন । এই হামলায় তাঁদের কোনও ক্ষতি হয়নি ।" যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, "সম্পূর্ণ মিথ্যা কথা । ওইসব শিক্ষক শিক্ষিকারা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে । তা আমি কঠিন হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছি । স্কুলের সুনাম নষ্ট হয় এমন কিছু আমরা কেন করব ৷"

আরও পড়ুন:

  1. যুবতীকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্ত যুবক
  2. রাজস্থানে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত স্কুল শিক্ষক পলাতক
  3. নাবালিকা নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ, মির্জাপুরে আটক দাদা-সহ 3

নরেন্দ্রপুরে স্কুলে ভাঙচুরের অভিযোগ

নরেন্দ্রপুর, 27 জানুয়ারি: স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ ৷ ঘটনায় অভিযুক্ত স্কুলেরই এক শিক্ষক। এই ঘটনা ঘিরে শনিবার তোলপাড় হয়ে উঠল নরেন্দ্রপুর থানা এলাকার বলরামপুর এমএন বিদ্যামন্দির ৷ শিক্ষক-শিক্ষিকাদের মারধরের পাশাপাশি স্কুলে ঢুকে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ ৷ বহিরাগতদের বিরুদ্ধে স্কুলে তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছেন শিক্ষক-শিক্ষিকারা ৷ তাঁদের আরও অভিযোগ, এই ভাঙচুরের ঘটনায় জড়িত খোদ স্কুলের প্রধান শিক্ষক ৷ তিনি বহিরাগতদের মদত দিয়েছেন ৷ তবে সেই অভিযোগ অবশ্য খারিজ করেছেন প্রধান শিক্ষক। ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ । জানা গিয়েছে, পুলিশ যৌন হেনস্থা ও স্কুলে ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে দুটো মামলা রুজু করেছে ৷

বেশ কয়েকদিন ধরেই অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে । ওই ছাত্রীর পরিবারের দাবি, তারা এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে ৷ তবে তাতে কোনওরকম লাভ হয়নি । এরপর শনিবার এলাকার মানুষজনকে ছাত্রীর পরিবার বিষয়টি জানায় । তারপর এলাকার মানুষজন স্কুলে ঢুকে ওই শিক্ষকদের উপর চড়াও হয় ৷ শিক্ষকদের মারধর করা হয় এবং স্কুলের শিক্ষক রুমে ঢুকে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেওয়ার অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে । এই ঘটনায় আক্রান্ত হয়েছেন স্কুলের বেশ কিছু শিক্ষক -শিক্ষিকা ।

এই বিষয়ে আক্রান্ত শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায় বলেন, "স্কুল চলাকালীন বাইরে প্রচণ্ড চিৎকার শুরু হয় । দেখি একসঙ্গে প্রচুর লোক স্কুলের ভিতরে ঢুকে আসছে । অকথ্য গালিগালাজ করছিল তারা । এরপর দেখি স্টাফ রুমে 20-30 জন লোক ঢুকে এল । আমাকে দেখতে পেয়ে খুব মারধর করে। বাইকের হেলমেট দিয়েও আমাদের বেধড়ক মারধর করা হয় । এই ঘটনায় আমাদের স্কুলের কিছু শিক্ষিকাও আহত হয়েছেন । বহিরাগতরা কিছু শিক্ষক-শিক্ষিকার মোবাইল ফোন ভেঙে দেয় । আমরা প্রাণ বাঁচাতে থানাতে খবর দিই ।"

ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষিকা । তিনি বলেন, "স্কুলে অনেকেই প্রধান শিক্ষকের খাস লোক আছেন । এই হামলায় তাঁদের কোনও ক্ষতি হয়নি ।" যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, "সম্পূর্ণ মিথ্যা কথা । ওইসব শিক্ষক শিক্ষিকারা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে । তা আমি কঠিন হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছি । স্কুলের সুনাম নষ্ট হয় এমন কিছু আমরা কেন করব ৷"

আরও পড়ুন:

  1. যুবতীকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, অধরা অভিযুক্ত যুবক
  2. রাজস্থানে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত স্কুল শিক্ষক পলাতক
  3. নাবালিকা নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ, মির্জাপুরে আটক দাদা-সহ 3
Last Updated : Jan 27, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.