ETV Bharat / state

মুড়িগঙ্গা নদীতে সেতু, দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলায় খুশি সাগরবাসী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 6:11 PM IST

Gangasagar Bridge
গঙ্গাসাগর সেতু

Gangasagar Bridge: সাগরবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে ৷ মুড়িগঙ্গা নদীতে তৈরি হবে সেতু ৷ রাজ্য বাজেটে এই সেতুর জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ খবরে খুশি সাগরবাসী ৷ তবে সেতু নির্মাণের ঘোষণার নেপথ্যে ভোটের রাজনীতি দেখছে বিজেপি ৷

গঙ্গাসাগর সেতু তৈরির খবরে খুশি এলাকাবাসীরা

সাগর, 11 ফেব্রুয়ারি: দীর্ঘ অপেক্ষার অবসান ৷ স্বপ্নপূরণ হতে চলেছে সাগরবাসীর । মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হচ্ছে সেতু ৷ এই সেতু তৈরি হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে । সেতু তৈরি হওয়ার খবরে খুশির হাওয়া এলাকাবাসীদের মধ্যে ।

সাগরদ্বীপের বাসিন্দা গোবিন্দ মণ্ডল বলেন, "প্রথমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই । সাগরদ্বীপের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে মুড়িগঙ্গা নদীর উপর একটি ব্রিজ তৈরি হোক । ব্রিজ তৈরি হলে সাগরদ্বীপের প্রতিটা মানুষের আর্থিক উন্নতি ঘটবে । তেমনই প্রতিবছর গঙ্গাসাগর মেলার সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে এখানে ভিড় জমান । ব্রিজ হলে পুণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকবে না । তাঁরা খুব সহজেই গঙ্গাসাগরের পূণ্যভূমিতে এসে পৌঁছে যাবেন ।"

2024-25 অর্থবর্ষে রাজ্যের বাজেট অধিবেশনে মুড়িগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে । 3.1 কিলোমিটার দীর্ঘ সেতু, যা লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে । এই সেতুর নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর । প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে তিন বছর । সেতুর জন্য 1 হাজার 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । যার মধ্যে প্রথম বছরের জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা । এই সেতু তৈরি হলে শুধুমাত্র পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা হবে তা নয় গঙ্গাসাগর দ্বীপ এলাকার মানুষজের আর্থিক অবস্থারও অনেকটাই উন্নতি হবে বলে মনে করা হচ্ছে । বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলেও মনে করছে রাজ্য সরকার ।

সারা বছরই লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসে ভিড় জমান গঙ্গাসাগরে । দুর্গম পরিস্থিতি নদী পার হয়ে পুণ্যার্থীদের আসতে হয় গঙ্গাসাগরে পূর্ণভূমিতে । কাকদ্বীপ লর্ড নাম্বার 8 থেকে ভেসেল করে পুণ্যার্থীরা আসে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে । কিন্তু নদীতে জোয়ার ভাটা থাকার কারণে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয় যাত্রীদের । যার ফলে ভোগান্তির শিকার হতে হয় তাঁদের । এর পাশাপাশি দিনের পর দিন মুড়িগঙ্গা নদীর নাব্রতা অনেকটাই কমে যাচ্ছে । এর ফলে প্রতিবছর গঙ্গাসাগর মেলার আগে ভেসেল পরিষেবা দিবা রাত্রি সচল রাখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীতে করা হয় ড্রেজিং । এই ড্রেজিং করেও অনেক সময় সুরাহা মেলে না ।

প্রায় সময় পুণ্যার্থীদের ভেসেল মুড়িগঙ্গা নদীর চড়ে আটকে যাওয়ার ঘটনা সামনে আসে । এই থেকেই সাগরবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে মুড়িগঙ্গা নদীর উপরে এই সেতু হোক ৷ যার ফলে তাদেরও জীবনযাত্রার অনেকটাই মানোন্নয়ন হবে । তবে দীর্ঘদিন ধরে অনেক পরিকল্পনা করা হলেও ফল লাভ হচ্ছিল না কোন কিছুই । তবে এবারে দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলায় উচ্ছ্বসিত সাগরবাসী ।

আরও পড়ুন:

  1. মুড়িগঙ্গার উপর তৈরি হবে 'গঙ্গাসাগর সেতু', বাজেটে বরাদ্দ 1200 কোটি
  2. ঘন কুয়াশার জেরে বন্ধ ভেসেল পরিষেবা, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা
  3. গঙ্গাসাগরের পথে শ'য়ে শ'য়ে পুণ্যার্থী, মুড়িগঙ্গা নদীতে আটকে গেল যাত্রীবোঝাই ভেসেল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.