ETV Bharat / state

কলকাতা পুলিশের নয়া ডিসি সাউথ-ওয়েস্ট রাহুল দে, লাভলির স্বামীর পরিবর্ত খুঁজে নিল কমিশন - ELECTION COMMISSION

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 6:18 PM IST

Updated : Apr 4, 2024, 6:32 PM IST

Etv Bharat
Etv Bharat

Lok Sabha Election 2024: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী আইপিএস সৌম্য রায়কে পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন ৷ তাঁর খালি হওয়া পদেই এবার রাহুল দে'কে বসাল কমিশন ৷

কলকাতা, 4 এপ্রিল: সৌম্য রায়ের পরিবর্তে কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ওয়েস্ট) বেহালা ডিভিশনের পদে রাহুল দে'কে বসাল নির্বাচন কমিশন ৷ কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী আইপিএস সৌম্য রায়কে পদ থেকে সরিয়ে দিয়েছিল কমিশন ৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সৌম্য রায়ের অপসারণের পর যে পদ খালি হয়েছে, তা পূরণের জন্য তিন জন যোগ্য আধিকারিকের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার। গত 3 এপ্রিল দুপুর তিনটের মধ্যে ওই নাম পাঠানোর কথা ছিল ৷ রাজ্য সরকারের প্রস্তাবিত নাম থেকেই রাহুল দে'কে ডিসি সাউথ-ওয়েস্ট পদে বসাল কমিশন।

ডিসি (দক্ষিণ-পশ্চিম) বেহালা ডিভিশনে সৌম্য রায়ের জায়গায় এলেন আইপিএস রাহুল দে। বৃহস্পতিবার বিকালেই সেই মর্মে নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আইপিএস আধিকারিক সৌম্য রায়কে। জানা গিয়েছে, কমিশনের পক্ষ থেকে রাহুল দে'কে দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরই একের পর এক জায়গায় আইপিএস-আইএএস আধিকারিকদের সরানোর পালাও শুরু করেছে কমিশন। প্রথমেই এ রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ এরপর একাধিক জেলাশাসক এবং পুলিশ সুপারদেরও পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। এরপর সর্বশেষ সৌম্য রায়কে পদ থেকে সরাল কমিশন ৷ জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশিকা সামনে এসেছে তাতে স্পষ্ট করে উলেখ্য করা হয়েছে, সৌম্য রায়কে কলকাতার বাইরে কোনও জায়গায় বদলি করা হবে। এমনকী তিনি কোনওভাবেই লোকসভা নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেও জানিয়েছে কমিশন।

প্রসঙ্গত, এর আগেও গত বিধানসভা নির্বাচনে 2021 সালে সৌম্য রায়কে সরানো হয়েছিল পদ থেকে। যেহেতু সৌম্য রায়ের স্ত্রী লাভলি মৈত্র রাজ্যের শাসকদলের সোনারপুর উত্তরের বিধায়ক তাই শাসক দলের দাবি, সৌম্য রায়কে সেকারণেই সরানো হচ্ছে বারবার ৷ তবে পুলিশ আধিকারিকের স্ত্রী যেহেতু তৃণমূলের বিধায়ক, সেক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হতে পারে বলেই মনে করেছে কমিশন। এছাড়াও রাজ্যের শাসকদলের হয়ে একাধিক কাজ করেছেন সৌম্য রায়, এমন অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে বলে কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন

'মানুষ মেরে হাতের রক্ত মোছেননি', নাম না-করে দেবাশিসকে নিশানা মমতার

তৃণমূলের গুন্ডারা বাধা দিলে রুখে দাঁড়ান, ভোটারদের বার্তা মোদির

Last Updated :Apr 4, 2024, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.