ETV Bharat / state

দোলে রাস্তায় অভব্য আচরণের অভিযোগে কলকাতায় গ্রেফতার 400 - Holi Celebration

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 6:57 AM IST

ETV Bharat
দোলের দিন কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বহু

Holi Celebration 2024: সোমবার দোল উৎসবে মেতে উঠেছিল রাজ্যবাসী ৷ এই উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতার বিভিন্ন জায়গায় পুলিশের টহলদারি চলে ৷ এদিন 400 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

কলকাতা, 26 মার্চ: দোলের দিন শহরের রাস্তা থেকে গ্রেফতার হল কয়েকশো ৷ সোমবার রাজ্যে দোল উৎসব পালিত হয়েছে ৷ এদিন শহরে অপ্রীতিকর কোনও ঘটনা যেন না ঘটে, তাই আগে থাকতেই সক্রিয় ছিল কলকাতা পুলিশ ৷ এদিন রাস্তায় উন্মত্ত অবস্থায় ঘুরে বেড়ানো এবং পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে 400 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ এছাড়া মাস্তানির অভিযোগও উঠেছে ৷

এর পাশাপাশি শহরের আনাচে-কানাচে টহল দিয়ে এবং হানা দিয়ে বাজেয়াপ্ত করা হল 50 লিটার মদ ৷ পাশাপাশি দোলের দিন শহরে ছোটখাটো বেশ কয়েকটি পথ দুর্ঘটনাও ঘটে ৷ দোলের দুপুরে মা উড়ালপুলে এক যুবকের দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম সৈকত মল্লিক (23) ৷

তাঁর কাছেই পড়েছিল একটি বাইক ৷ সৈকতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ বাইক চালানোর সময় তিনি হেলমেট ব্যবহার করেননি বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় ইতিমধ্যে বেনিয়াপুকুর থানায় একটি মামলার রুজু করেছে পুলিশ ৷

দোলের দিন শহরকে সচল রাখা এবং নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর ছিল কলকাতা পুলিশ ৷ শহরকে একাধিক ভাগে ভাগ করে এসি পদমর্যাদার আধিকারিকদের একেকটি দায়িত্ব দেওয়া হয় ৷ লালবাজার সূত্রের খবর, শহরের 350টি জায়গায় বিশেষ পুলিশ পিকেট তৈরি করা হয় ৷ এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় সাদা পোশাকের পুলিশকর্মীও মোতায়েন করা হয়েছিল ৷ এদিন কলকাতা পুলিশের পিসিআর ভ্যান এবং মোটরবাইকেও শহরের অলিতে-গলিতে টহলদারি চলে। মহিলাদের নিরাপত্তার জন্যও ছিল বিশেষ কলকাতা পুলিশের উইনার্স টিম বাহিনী ৷

দোলের দিন দুপুরে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ৷ সোমবার হেস্টিংস থানার আওতাধীন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ত্রিকোণ পার্কের কাছ থেকে ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷

আরও পড়ুন:

  1. সায়নী থেকে মালা, তাপস থেকে দিলীপ; ভোট প্রচারে প্রার্থীদের রংমিলান্তি
  2. কখনও ব্যাটার, কখনও সংস্কৃতি মনস্ক; দোলের সকালে নানা মুডে কুণাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.