ETV Bharat / state

জলপাইগুড়িতে রাহুলের পদযাত্রায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 2:39 PM IST

Bharat Jodo Nyay Yatra: জলপাইগুড়িতে রাহুল গান্ধির পদযাত্রায় অংশ নিতে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ রবিবার এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ শেষে পুলিশের বাধাকে উপেক্ষা করে হাঁটতে থাকেন তাঁরা ৷

Bharat Jodo Nyay Yatra
ভারত জোড়ো ন্যায় যাত্রা
কংগ্রেস কর্মীদের বাঁধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচিতে রবিবার জলপাইগুড়িতে এসেছেন রাহুল গান্ধি । তাঁর পদযাত্রার আগে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে কংগ্রেস কর্মীদের শহরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । কংগ্রেস সভাপতির সঙ্গে এই নিয়ে বচসায় জড়াতে দেখা যায় পুলিশকে ।

জানা গিয়েছে, রাহুল গান্ধির কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এদিন পাহাড়পুর মোড়ে জেলার বিভিন্ন এলাকা থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে জড়ো হন ৷ এরপর তাঁরা জলপাইগুড়ি শহরের পিডব্লুডি মোড়ের দিকে এগোতে থাকলে পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ । তারপর জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত এসে পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ৷ সেই নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু'পক্ষ । পরে জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, "পুলিশ আমাদের কর্মসূচিকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের কর্মীরা রাহুল গান্ধির পদযাত্রাতে হাঁটবেই।"

সূত্রের খবর, আজ মাদ্রাসা ও রাজ্য পুলিশের পরীক্ষা রয়েছে ৷ এই কারণ দেখিয়ে জলপাইগুড়িতে কংগ্রেস কর্মীদের বাধা দেয় পুলিশ ৷ তবে পরে পুলিশের সেই বাঁধাকে উপেক্ষা করে এগিয়ে চলে কর্মী সমর্থকেরা ৷ তাঁরা যে কোনও উপায়ে রাহুল গান্ধির পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন ৷

জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত আগেই জানিয়েছিলেন, দুপুর দুটোর সময় ন্যায় যাত্রার উদ্দেশে রাহুল গান্ধি রওনা হবেন । পাহাড়পুর থেকে সড়ক পথে বজরাপাড়া হয়ে জলপাইগুড়ি শহরে আসবেন তিনি । পিডব্লুডি মোড় থেকে পায়ে হেঁটে পোস্ট অফিস মোড়, থানা মোড় হয়ে কদমতলায় এসে শেষ হবে তাঁর জনসংযোগ যাত্রা । এরপর ফের গাড়িতে উঠে মাসকালাইবাড়ি আসামমোড় হয়ে 31 নম্বর জাতীয় সড়কে উঠে যাবেন রাহুল গান্ধি । জাতীয় সড়ক ধরে ফুলবাড়ি হয়ে শিলিগুড়িতে যাবেন তিনি ।

প্রসঙ্গত, কোচবিহারে বিক্ষোভের মুখে পড়েছিল রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ৷ এই যাত্রাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । বৃহস্পতিবার রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার কনভয় লক্ষ্য করে পোস্টার হাতে রাস্তায় বিক্ষোভে সামিল হন তৃণমূল সমর্থকরা । রাহুল গান্ধির কনভয় বক্সিরহাট থেকে কোচবিহারের দিকে আসার সময় জোড়াই মোড়ে কোচবিহার নাগরিক বৃন্দের ব্যানারে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

আরও পড়ুন:

  1. পুলিশের চাকরির পরীক্ষা, প্রশাসনের অনুরোধে কাটছাঁট রাহুলের কর্মসূচি
  2. ভাঙন আরও স্পষ্ট, রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের বিক্ষোভ
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের

কংগ্রেস কর্মীদের বাঁধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জলপাইগুড়ি, 28 জানুয়ারি: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচিতে রবিবার জলপাইগুড়িতে এসেছেন রাহুল গান্ধি । তাঁর পদযাত্রার আগে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে কংগ্রেস কর্মীদের শহরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । কংগ্রেস সভাপতির সঙ্গে এই নিয়ে বচসায় জড়াতে দেখা যায় পুলিশকে ।

জানা গিয়েছে, রাহুল গান্ধির কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এদিন পাহাড়পুর মোড়ে জেলার বিভিন্ন এলাকা থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে জড়ো হন ৷ এরপর তাঁরা জলপাইগুড়ি শহরের পিডব্লুডি মোড়ের দিকে এগোতে থাকলে পুলিশ তাঁদের আটকে দেয় বলে অভিযোগ । তারপর জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত এসে পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ৷ সেই নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু'পক্ষ । পরে জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, "পুলিশ আমাদের কর্মসূচিকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের কর্মীরা রাহুল গান্ধির পদযাত্রাতে হাঁটবেই।"

সূত্রের খবর, আজ মাদ্রাসা ও রাজ্য পুলিশের পরীক্ষা রয়েছে ৷ এই কারণ দেখিয়ে জলপাইগুড়িতে কংগ্রেস কর্মীদের বাধা দেয় পুলিশ ৷ তবে পরে পুলিশের সেই বাঁধাকে উপেক্ষা করে এগিয়ে চলে কর্মী সমর্থকেরা ৷ তাঁরা যে কোনও উপায়ে রাহুল গান্ধির পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছেন ৷

জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত আগেই জানিয়েছিলেন, দুপুর দুটোর সময় ন্যায় যাত্রার উদ্দেশে রাহুল গান্ধি রওনা হবেন । পাহাড়পুর থেকে সড়ক পথে বজরাপাড়া হয়ে জলপাইগুড়ি শহরে আসবেন তিনি । পিডব্লুডি মোড় থেকে পায়ে হেঁটে পোস্ট অফিস মোড়, থানা মোড় হয়ে কদমতলায় এসে শেষ হবে তাঁর জনসংযোগ যাত্রা । এরপর ফের গাড়িতে উঠে মাসকালাইবাড়ি আসামমোড় হয়ে 31 নম্বর জাতীয় সড়কে উঠে যাবেন রাহুল গান্ধি । জাতীয় সড়ক ধরে ফুলবাড়ি হয়ে শিলিগুড়িতে যাবেন তিনি ।

প্রসঙ্গত, কোচবিহারে বিক্ষোভের মুখে পড়েছিল রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ৷ এই যাত্রাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । বৃহস্পতিবার রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার কনভয় লক্ষ্য করে পোস্টার হাতে রাস্তায় বিক্ষোভে সামিল হন তৃণমূল সমর্থকরা । রাহুল গান্ধির কনভয় বক্সিরহাট থেকে কোচবিহারের দিকে আসার সময় জোড়াই মোড়ে কোচবিহার নাগরিক বৃন্দের ব্যানারে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

আরও পড়ুন:

  1. পুলিশের চাকরির পরীক্ষা, প্রশাসনের অনুরোধে কাটছাঁট রাহুলের কর্মসূচি
  2. ভাঙন আরও স্পষ্ট, রাহুলের ন্যায় যাত্রায় তৃণমূলের বিক্ষোভ
  3. রাহুলের ন্যায় যাত্রার ঘিরে জট , 'রাজনৈতিক অসভ্যতা' বলে কটাক্ষ অধীরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.