ETV Bharat / state

রামেশ্বরম বিস্ফোরণে ধৃত দুই অভিযুক্তের ট্রানজিট রিমান্ড পেল এনআইএ - Bengaluru Cafe Blast

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 6:51 PM IST

Updated : Apr 12, 2024, 9:50 PM IST

Bengaluru Cafe Blast: বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের প্রখ্যাত রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ডকে ট্রানজিট রিমান্ড ব্যাঙ্কশাল আদালতের ৷ ঘটনায় তদন্তভার হাতে নেয় এনআইএ ৷

Etv Bharat
Etv Bharat

ঘটনাস্থলে ইটিভি ভারত

কলকাতা, 12 এপ্রিল: রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে কাঁথি থেকে গ্রেফতার আরও দুই অভিযুক্ত ৷ রাজ্য পুলিশের সহযোগিতায় এনআইএ-এর হাতে তুলে দেওয়া হয়েছে তাদের ৷ ধৃত আবদুল মাথিন ত্বহা ওরফে সুমিত এবং মুসাভির হুসেন সজীব ৷ গত 29 মার্চ তাদের সন্ধানে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ ৷ ধৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে ৷ ধৃতদের তিনদিনের ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷

সূত্রের খবর, সজীবই ক্যাফেতে আইইডি ডিভাইস রেখেছিল ৷ আবদুল মাথিন ত্বহা এই বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড বলে জানা গিয়েছে এনআইএ তদন্তে ৷ বিস্ফোরণের পরিকল্পনা থেকে শুরু করে ঘটনার পর কোন পথে কীভাবে পালিয়ে যেতে হবে, সে সবই ঠিক করেছিল এই আবদুল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরে এনআইএ তাদের অবস্থান চিহ্নিত করে ৷ রাজ্যের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিথ্যে পরিচয় দিয়ে গা-ঢাকা দিয়েছিল ।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের এক শীর্ষকর্তা বলেন, "জঙ্গিদের গতিবিধি নিয়ে ইতিমধ্যেই গোয়েন্দা দফতরের সঙ্গে সেন্ট্রাল এজেন্সিগুলির কথাবার্তা হয়েছে ৷ এটা নতুন কোনও তথ্য বা কথা নয় ৷ কিন্তু এই রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তরা যে পূর্ব মেদিনীপুরে রয়েছে, তার ইনপুট রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ পেয়েছিল ৷ তা পরে আমরা সেন্ট্রাল আইবিকে জানিয়েছিলাম ৷ এরপর এই ঘটনায় এনআইএকেও আমরা সাহায্য করি।"

রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ:

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় এই ক্যাফে ৷ 1 মার্চ এই ক্যাফেতে বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় 10 জন আহত হয়েছিলেন ৷ কয়েকদিন পর তদন্তভার হাতে নেয় এনআইএ ৷ দফায় দফায় কয়েকজন অভিযুক্ত গ্রেফতার হলেও মূল দুই অভিযুক্ত অধরাই ছিলেন ৷ ঘটনার মাস্টারমাইন্ডকে ধরতে জাতীয় তদন্তকারী সংস্থা 10 লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করেন ৷ অভিযুক্তদের গ্রেফতারের পরই তদন্ত আরও গতি পায় ৷ আজ ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-এর হাতে গ্রেফতার হয়েছে ৷ এটি অত্যন্ত জনপ্রিয় ক্যাফে ৷ উন্নতমানের খাবার পরিবেশনের জন্য এই ক্যাফে জনপ্রিয় ৷ 2021 সালে দিব্যা রাঘবেন্দ্র রাও ও রাঘবেন্দ্র রাও ক্যাফেটি গড়ে তোলেন ৷

আরও পড়ুন:

  1. রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণকাণ্ডে অধরা আততায়ীর সন্ধান দিলে 10 লক্ষ টাকা পুরস্কার, ঘোষণা এনআইএ’র
  2. বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ মামলায় সাফল্য এনআইএ'র, গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী
  3. নিরাপত্তায় কড়াকড়ি, বিস্ফোরণের আতঙ্ক কাটিয়ে ফের খুলল রামেশ্বরম ক্যাফে
Last Updated : Apr 12, 2024, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.