ETV Bharat / state

'মরিচঝাঁপি' দিবসে কামদুনির প্রতিবাদী মুখ, লোকসভা ভোটের আগেই বিজেপিতে মৌসুমী ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 2:31 PM IST

Updated : Feb 2, 2024, 7:25 AM IST

Mousumi Kayal likely to join BJP: বারাসতে 'মরিচঝাঁপি' দিবস উদযাপনের এক অনুষ্ঠানে দেখা মিলল কামদুনির কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমী কয়ালের ৷ তবে কি বিজেপিতে যোগ দিতে পারেন ৷

Etv Bharat
Etv Bharat
লোকসভা ভোটের আগেই বিজেপিতে মৌসুমী ?

বারাসত, 1 ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিতে চলেছেন মৌসুমী কয়াল ! তেমনই ইঙ্গিত মিলল কামদুনি আন্দোলনের 'প্রতিবাদী' মুখ মৌসুমীর কথাতে। যদিও এনিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি তিনি ৷ তিনি মনে করেন, 'মানুষের পাশে দাঁড়াতে গেলে রাজনৈতিক প্লাটফর্মের থেকে শক্ত কোনও প্লাটফর্ম হতে পারেনা। রাজনীতিতে যুক্ত থাকব কিনা, সেটা সময়ই বলবে। আপনারাও সেটা দেখতে পাবেন ।" তবে পশ্চিমবঙ্গে যে নোংরা রাজনীতি শুরু হয়েছে! তা দূর করার জন্য সমাজ সচেতন সকল মানুষকেই এগিয়ে আসা উচিত বলে দাবি করেছেন কামদুনি'র প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ।

কয়েকদিন আগেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে দমদমে বিজেপির এক কর্মসূচিতে সশরীরে হাজির ছিলেন কামদুনি আন্দোলনের এই দুই প্রতিবাদী মুখ । মাথায় কলস নিয়ে পদযাত্রায় সামিলও হন মৌসুমী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বারাসতে 'মরিচঝাঁপি' দিবস উদযাপনের এক অনুষ্ঠানে দেখা মিলল কামদুনির এই প্রতিবাদী মুখ-কে । 'বকলমে' এই অনুষ্ঠানের উদ্যোক্তাও ছিল গেরুয়া শিবির। কারণ, বুধবারের অনুষ্ঠানে বিজেপির রাজ‍্য মুখপাত্র শমীক ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন পদ্ম শিবিরের একাধিক নেতৃত্ব। যা ঘিরেই মৌসুমী কয়ালের বিজেপি-তে যোগদানের সম্ভবনা আরও উসকে দিয়েছে ৷

তবে কি বিজেপিতে যোগদানের সম্ভবনা সত্যি! সেই প্রসঙ্গেই মৌসুমী কয়াল বলেন, "10 বছর ধরে আমি কামদুনি আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। তারপরও কিন্তু এরাজ্যে নারী নির্যাতন কিংবা হিংসার ঘটনা এতটুকু কমেনি। তবে যেখানেই এই ধরণের ঘটনা ঘটেছে, সেখানেই আমি ছুটে গিয়েছি । কিন্তু কখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হইনি। তবে কামদুনি মামলায় যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী দিয়ে আমাদের সহযোগিতা করেছে তা ভুলব না। সুপ্রিম কোর্টে কামদুনি মামলার রায়ের শেষে দেখা যাক,কি হয়!সময় সাপেক্ষ।"

পাশাপাশি, পশ্চিমবঙ্গে ধর্মীয় রাজনীতির বিরোধিতা করে মৌসুমী বলেন, "বাংলার রাজনীতিতে এখন গঙ্গার পবিত্র জল নেই। সেখানে নোংরা, আবর্জনায় ভরে গিয়েছে। সেই আবর্জনা পরিষ্কার করতে হলে। শুধু আমিই নয়!প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। যে কোনও রাজনৈতিক দলে থেকে এই নোংরা রাজনীতি-কে দূরে ঠেলে নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখা উচিত সকলের। সেই কাজই আমি করছি ।"

প্রসঙ্গত, কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ হিসেবে চর্চায় এসেছেন মৌসুমী এবং টুম্পা কয়াল। তাঁদের লড়াই সংগ্রাম-কে 'বাহবা' দিতেও ভোলেনি বাংলার নাগরিক সমাজের একাংশ। যদিও মৌসুমী, টুম্পাদের এই লড়াই । সেই কামদুনি কান্ডের নায্য বিচার আজও পাননি তাঁরা। সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কামদুনি'র প্রতিবাদীরা। তবে, প্রতিবাদী মুখ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে দেখা মেলে মৌসুমী, টুম্পাদের।

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা, প্রথমেই বিড়ি মহল্লায় পা রাহুলের
  2. সাইবার প্রতারণায় মৃত্যু তরুণীর, লাদাখ পুলিশের জালে কলকাতার যুবক
  3. সঠিক সময়ে দূরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা

লোকসভা ভোটের আগেই বিজেপিতে মৌসুমী ?

বারাসত, 1 ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিতে চলেছেন মৌসুমী কয়াল ! তেমনই ইঙ্গিত মিলল কামদুনি আন্দোলনের 'প্রতিবাদী' মুখ মৌসুমীর কথাতে। যদিও এনিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেননি তিনি ৷ তিনি মনে করেন, 'মানুষের পাশে দাঁড়াতে গেলে রাজনৈতিক প্লাটফর্মের থেকে শক্ত কোনও প্লাটফর্ম হতে পারেনা। রাজনীতিতে যুক্ত থাকব কিনা, সেটা সময়ই বলবে। আপনারাও সেটা দেখতে পাবেন ।" তবে পশ্চিমবঙ্গে যে নোংরা রাজনীতি শুরু হয়েছে! তা দূর করার জন্য সমাজ সচেতন সকল মানুষকেই এগিয়ে আসা উচিত বলে দাবি করেছেন কামদুনি'র প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল ।

কয়েকদিন আগেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ঘিরে দমদমে বিজেপির এক কর্মসূচিতে সশরীরে হাজির ছিলেন কামদুনি আন্দোলনের এই দুই প্রতিবাদী মুখ । মাথায় কলস নিয়ে পদযাত্রায় সামিলও হন মৌসুমী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বারাসতে 'মরিচঝাঁপি' দিবস উদযাপনের এক অনুষ্ঠানে দেখা মিলল কামদুনির এই প্রতিবাদী মুখ-কে । 'বকলমে' এই অনুষ্ঠানের উদ্যোক্তাও ছিল গেরুয়া শিবির। কারণ, বুধবারের অনুষ্ঠানে বিজেপির রাজ‍্য মুখপাত্র শমীক ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন পদ্ম শিবিরের একাধিক নেতৃত্ব। যা ঘিরেই মৌসুমী কয়ালের বিজেপি-তে যোগদানের সম্ভবনা আরও উসকে দিয়েছে ৷

তবে কি বিজেপিতে যোগদানের সম্ভবনা সত্যি! সেই প্রসঙ্গেই মৌসুমী কয়াল বলেন, "10 বছর ধরে আমি কামদুনি আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। তারপরও কিন্তু এরাজ্যে নারী নির্যাতন কিংবা হিংসার ঘটনা এতটুকু কমেনি। তবে যেখানেই এই ধরণের ঘটনা ঘটেছে, সেখানেই আমি ছুটে গিয়েছি । কিন্তু কখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হইনি। তবে কামদুনি মামলায় যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী দিয়ে আমাদের সহযোগিতা করেছে তা ভুলব না। সুপ্রিম কোর্টে কামদুনি মামলার রায়ের শেষে দেখা যাক,কি হয়!সময় সাপেক্ষ।"

পাশাপাশি, পশ্চিমবঙ্গে ধর্মীয় রাজনীতির বিরোধিতা করে মৌসুমী বলেন, "বাংলার রাজনীতিতে এখন গঙ্গার পবিত্র জল নেই। সেখানে নোংরা, আবর্জনায় ভরে গিয়েছে। সেই আবর্জনা পরিষ্কার করতে হলে। শুধু আমিই নয়!প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত। যে কোনও রাজনৈতিক দলে থেকে এই নোংরা রাজনীতি-কে দূরে ঠেলে নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখা উচিত সকলের। সেই কাজই আমি করছি ।"

প্রসঙ্গত, কামদুনি আন্দোলনের প্রতিবাদী মুখ হিসেবে চর্চায় এসেছেন মৌসুমী এবং টুম্পা কয়াল। তাঁদের লড়াই সংগ্রাম-কে 'বাহবা' দিতেও ভোলেনি বাংলার নাগরিক সমাজের একাংশ। যদিও মৌসুমী, টুম্পাদের এই লড়াই । সেই কামদুনি কান্ডের নায্য বিচার আজও পাননি তাঁরা। সেই কারণে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কামদুনি'র প্রতিবাদীরা। তবে, প্রতিবাদী মুখ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে দেখা মেলে মৌসুমী, টুম্পাদের।

আরও পড়ুন:

  1. মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা, প্রথমেই বিড়ি মহল্লায় পা রাহুলের
  2. সাইবার প্রতারণায় মৃত্যু তরুণীর, লাদাখ পুলিশের জালে কলকাতার যুবক
  3. সঠিক সময়ে দূরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
Last Updated : Feb 2, 2024, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.