ETV Bharat / state

শারীরিক অবস্থার উন্নতি, কবীর সুমনকে দেখতে হাসপাতালে মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 6:43 PM IST

Updated : Feb 1, 2024, 6:50 PM IST

Mamata Banerjee visits recovering Kabir Suman: কবীর সুমনকে দেখতে হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে শিল্পীর ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 1 ফেব্রুয়ারি: আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমনের ৷ তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । তাঁকে দেখতে বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ বিকাল সওয়া চারটে নাগাদ কবীর সুমনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । কিছুক্ষণ হাসপাতালে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে বাড়ি যাওয়ার আবদার করেছেন 'গানওয়ালা' ।

এ দিন হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আগের থেকে ভালো আছেন, কথা বলছেন (সুমন)। বাড়ি যাব, বাড়ি যাব করছেন । কিন্তু আমি বলেছি, এখন বাড়ি যাওয়া হবে না । একবার এমন হয়েছে, আবার যখন তখন হতে পারে । এখনও 10 দিন থাকতে হবে । সুস্থ হয়ে তারপর ফিরবেন ।"

তবে এর পাশাপাশি শিল্পী মুখ্যমন্ত্রীর সঙ্গে গান নিয়েও আলোচনা করেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "সুমনের সঙ্গে যেখানেই দেখা হোক, গান নিয়ে কথা হয় । আজও তাই হয়েছে । খেয়াল নিয়ে কথা হয়েছে ।" শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কাছে নাকি চকোলেট খাওয়ার আবদার করেছেন সঙ্গীতশিল্পী । তিনি 'জয় বাংলা'ও বলেছেন বলে জানান মমতা । শিল্পীর চকোলেট খাওয়ার আবদার পূরণ করার কথা চিকিৎসকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

বর্তমানে সংকট কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে বাংলায় নতুন ধারার গানে জোয়ার আনা শিল্পী কবীর সুমন । হাসপাতাল সূত্রে খবর, তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরিমাণ কমেছে । দরকার পড়লে তবেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে শিল্পীকে । বর্তমানে হাসপাতালেই হাঁটাহাঁটিও করছেব তিনি এবং কথাও বলছেন কর্মীদের সঙ্গে । শিল্পীর হৃদযন্ত্র ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে । তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল হলে তবেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানা গিয়েছে ৷ তবে কবে তিনি হাসপাতাল থেকে ছুটি পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি ।

আরও পড়ুন:

  1. গুরুতর অসুস্থ 'গানওয়ালা', ভরতি কলকাতা মেডিক্যালে
  2. ‘নল দিয়ে ভোট হয়’, পঞ্চায়েত-সন্ত্রাসে মমতার পাশেই সুমন-হরনাথরা
  3. মমতার আমন্ত্রণ নচিকেতা-সুমনকে, একুশের মঞ্চে কি তাঁরা থাকবেন ?

কলকাতা, 1 ফেব্রুয়ারি: আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমনের ৷ তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । তাঁকে দেখতে বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ বিকাল সওয়া চারটে নাগাদ কবীর সুমনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । কিছুক্ষণ হাসপাতালে থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি ৷ হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর কাছে বাড়ি যাওয়ার আবদার করেছেন 'গানওয়ালা' ।

এ দিন হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আগের থেকে ভালো আছেন, কথা বলছেন (সুমন)। বাড়ি যাব, বাড়ি যাব করছেন । কিন্তু আমি বলেছি, এখন বাড়ি যাওয়া হবে না । একবার এমন হয়েছে, আবার যখন তখন হতে পারে । এখনও 10 দিন থাকতে হবে । সুস্থ হয়ে তারপর ফিরবেন ।"

তবে এর পাশাপাশি শিল্পী মুখ্যমন্ত্রীর সঙ্গে গান নিয়েও আলোচনা করেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "সুমনের সঙ্গে যেখানেই দেখা হোক, গান নিয়ে কথা হয় । আজও তাই হয়েছে । খেয়াল নিয়ে কথা হয়েছে ।" শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কাছে নাকি চকোলেট খাওয়ার আবদার করেছেন সঙ্গীতশিল্পী । তিনি 'জয় বাংলা'ও বলেছেন বলে জানান মমতা । শিল্পীর চকোলেট খাওয়ার আবদার পূরণ করার কথা চিকিৎসকদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

বর্তমানে সংকট কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে বাংলায় নতুন ধারার গানে জোয়ার আনা শিল্পী কবীর সুমন । হাসপাতাল সূত্রে খবর, তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরিমাণ কমেছে । দরকার পড়লে তবেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে শিল্পীকে । বর্তমানে হাসপাতালেই হাঁটাহাঁটিও করছেব তিনি এবং কথাও বলছেন কর্মীদের সঙ্গে । শিল্পীর হৃদযন্ত্র ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে । তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল হলে তবেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানা গিয়েছে ৷ তবে কবে তিনি হাসপাতাল থেকে ছুটি পাবেন তা এখনও চূড়ান্ত হয়নি ।

আরও পড়ুন:

  1. গুরুতর অসুস্থ 'গানওয়ালা', ভরতি কলকাতা মেডিক্যালে
  2. ‘নল দিয়ে ভোট হয়’, পঞ্চায়েত-সন্ত্রাসে মমতার পাশেই সুমন-হরনাথরা
  3. মমতার আমন্ত্রণ নচিকেতা-সুমনকে, একুশের মঞ্চে কি তাঁরা থাকবেন ?
Last Updated : Feb 1, 2024, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.