ETV Bharat / state

তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে যাও, কাজল শেখকে ধমক মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 6:46 AM IST

Mamata on Kajal Sheikh: নিজের কালীঘাটের বাড়িতে বীরভূম জেলা সংগঠন নিয়ে বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরই কোর কমিটির পদ খোয়ালেন তৃণমূল নেতা ৷

Etv Bharat
কাজল শেখকে ধমক দিলেন মমতা

কলকাতা, 24 জানুয়ারি: পৌষমেলার আয়োজন নিয়ে বিধায়কের সঙ্গে সংঘাতের জেরে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ । আর এই ঘটনায় মুখ পুড়েছিল দলের । তবে তা কারও নজর এড়ায়নি। সবটাই দেখেছিলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার কালীঘাটে বীরভূম নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রীর ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের এই দাপুটে নেতা কাজল শেখ । শুধু মুখ্যমন্ত্রীর উষ্মার মুখে পড়েই ক্ষান্ত হলেন না, খোয়ালেন কোর কমিটির পদও ।

মঙ্গলবার কালীঘাটে নিজের বাড়িতে বীরভূম জেলা সংগঠন নিয়ে বৈঠক করেন মমতা । এই বৈঠকে জেলার সমস্ত জন প্রতিনিধি থেকে শুরু করে ব্লক সভাপতি ও রাজ্য নেতৃত্বের সকলে উপস্থিত ছিলেন । সেখানে বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে কার্যত দলনেত্রীর প্রবল ভর্ৎসনার মুখে পড়তে হয় । তাছাড়া জেলায় দলের সাংগঠনিক অবস্থা ঠিক কেমন তারও খোঁজ নেন মমতা।

তৃণমূল সূত্রে খবর, বৈঠক ছাড়ার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে যাও ? মনে রেখো তুমি শুধু জেলা পরিষদের সভাধিপতি । গোটা বীরভূম দাপিয়ে বেড়ানোর প্রয়োজন নেই । আপাতত নতুন কোর কমিটি গঠন করা হল । সেই কমিটির বাইরেই থাকবে তুমি । প্রয়োজন হলে তোমাকে ডেকে নেওয়া হবে ।"

জানা গিয়েছে, এদিনের বৈঠকে অনুব্রতপন্থীদেরই বাড়তি গুরুত্ব দিয়েছেন দলনেত্রী । সেদিক থেকে এদিন কাজল শেখের গতিবিধি কিছুটা নিয়ন্ত্রণ করা হল । তবে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে এমন নয় । তাঁকে আসন্ন নির্বাচনে কেতুগ্রাম ও নানুর দুই বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। সবমিলিয়ে দলের মধ্যে ভারসাম্য রক্ষার পথেই মমতা হাঁটলেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন :

  1. নিজে খাব না, কাউকে খেতেও দেব না; মোদির বাণী তৃণমূল নেতার গলায়
  2. 'কাজল আগে সম্মানীয় পদে ছিল না', সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বললেন শতাব্দী
  3. জয়দেব মেলায় হাসছেন 'তিহারবন্দি' অনুব্রত, ব্যানারে নেই কাজল শেখের ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.