ETV Bharat / state

ধনধান্য অডিটোরিয়ামে ব্যাট হাতে মুখ্যমন্ত্রী মমতা, বোলার মন্ত্রী অরূপ

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 7:17 AM IST

Updated : Jan 27, 2024, 9:34 AM IST

Mamata Banerjee: খেলাশ্রী প্রকল্পের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মূল অনুষ্ঠান শুরুর আগে ব্যাট ধরলেন তিনি ৷

Etv Bharat
ধনধান্য অডিটোরিয়ামে ব্যাট ও হকি স্টিক হাতে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 26 জানুয়ারি: ধনধান্য অডিটোরিয়ামে বৃহস্পতিবার অন্য চেহারায় দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এদিন মূল অনুষ্ঠানের আগে ব্যাট হাতে দেখা গেল তাঁকে । বোলারের ভূমিকায় ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে ক্রীড়াক্ষেত্রে সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার ৷ সেখানে যে সমস্ত ক্রীড়াবিদরা জাতীয় ক্ষেত্রে এবং এশিয়াডে রাজ্যকে সম্মান এনে দিয়েছেন তাদেরই সম্মানিত করল রাজ্য সরকার । মোট 322 জনকে এদিন পুরস্কৃত করা হয় । যার মধ্যে 72 জনকে নিজের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মূল অনুষ্ঠানের আগেই এদিন ব্যাট হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল । এদিন খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে ক্রীড়াবিদদের সম্মান জানাতেই ধনধান্য স্টেডিয়ামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়া প্রীতির কথা কারও অজানা নয় । সেখানেই ছিল ব্যাট-বল, ফুটবল । অডিটোরিয়ামে আসার পর সেগুলি দেখেই প্রথমে নিজের হাতে তুলে নেন ফুটবল । পরে ব্যাট বল নিয়েও তাকে ক্রিকেট খেলতেও দেখা যায় ।

বাংলার ছেলে-মেয়েরা যারা ক্রীড়াক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যকে সম্মানিত করেছে ৷ এবার তাঁদের 'খেলাশ্রী' পুরস্কার দিয়ে সম্মানিত করল রাজ্য সরকার ৷ রাজ্য সরকারের তরফে ক্রীড়াক্ষেত্রে বাংলার নক্ষত্রদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই খেলোয়াড়দের মধ্যে 2023 সালে 19তম এশিয়ান গেমসে সোনা, রূপো, ব্রোঞ্জ মেডেল জয়ীরা আছেন ৷ এছাড়া 2022 সালে 36তম ন্যাশনাল গেমস, 2023 সালের 37তম ন্যাশনাল গেমস, 2022 ও 2023 সালের ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদেরও খেলাশ্রী পুরস্কার দিল রাজ্য সরকার ৷ ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ এর পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের মাসিক সাম্মানিক দেওয়া নিয়ে একটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

এদিন অন্য মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । এখানেই বিভিন্ন প্রবীণ ক্রীড়াবিদদের সঙ্গেও খোশমেজাজে গল্প করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রসঙ্গত, বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার পথে মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী । তবে সেসব উপেক্ষা করেই বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন তিনি । একইভাবে ধনধান্য অডিটোরিয়ামে ক্রীড়াবিদদের এই অনুষ্ঠানেও যোগ দেন তিনি ।

আরও পড়ুন :

  1. রাজ্য ও দেশকে সম্মানিত করা ক্রীড়াবিদদের এবার চাকরি দিতে চান মুখ্যমন্ত্রী
  2. মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়লেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার
  3. বাংলার ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রদের খেলাশ্রী পুরস্কার প্রদান অনুষ্ঠান, দেখুন ইটিভি ভারতে

কলকাতা, 26 জানুয়ারি: ধনধান্য অডিটোরিয়ামে বৃহস্পতিবার অন্য চেহারায় দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । এদিন মূল অনুষ্ঠানের আগে ব্যাট হাতে দেখা গেল তাঁকে । বোলারের ভূমিকায় ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে ক্রীড়াক্ষেত্রে সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার ৷ সেখানে যে সমস্ত ক্রীড়াবিদরা জাতীয় ক্ষেত্রে এবং এশিয়াডে রাজ্যকে সম্মান এনে দিয়েছেন তাদেরই সম্মানিত করল রাজ্য সরকার । মোট 322 জনকে এদিন পুরস্কৃত করা হয় । যার মধ্যে 72 জনকে নিজের হাতে পুরস্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মূল অনুষ্ঠানের আগেই এদিন ব্যাট হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল । এদিন খেলাশ্রী প্রকল্পের মাধ্যমে ক্রীড়াবিদদের সম্মান জানাতেই ধনধান্য স্টেডিয়ামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়া প্রীতির কথা কারও অজানা নয় । সেখানেই ছিল ব্যাট-বল, ফুটবল । অডিটোরিয়ামে আসার পর সেগুলি দেখেই প্রথমে নিজের হাতে তুলে নেন ফুটবল । পরে ব্যাট বল নিয়েও তাকে ক্রিকেট খেলতেও দেখা যায় ।

বাংলার ছেলে-মেয়েরা যারা ক্রীড়াক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যকে সম্মানিত করেছে ৷ এবার তাঁদের 'খেলাশ্রী' পুরস্কার দিয়ে সম্মানিত করল রাজ্য সরকার ৷ রাজ্য সরকারের তরফে ক্রীড়াক্ষেত্রে বাংলার নক্ষত্রদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই খেলোয়াড়দের মধ্যে 2023 সালে 19তম এশিয়ান গেমসে সোনা, রূপো, ব্রোঞ্জ মেডেল জয়ীরা আছেন ৷ এছাড়া 2022 সালে 36তম ন্যাশনাল গেমস, 2023 সালের 37তম ন্যাশনাল গেমস, 2022 ও 2023 সালের ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদেরও খেলাশ্রী পুরস্কার দিল রাজ্য সরকার ৷ ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ৷ এর পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়দের মাসিক সাম্মানিক দেওয়া নিয়ে একটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷

এদিন অন্য মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে । এখানেই বিভিন্ন প্রবীণ ক্রীড়াবিদদের সঙ্গেও খোশমেজাজে গল্প করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে । প্রসঙ্গত, বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার পথে মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী । তবে সেসব উপেক্ষা করেই বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন তিনি । একইভাবে ধনধান্য অডিটোরিয়ামে ক্রীড়াবিদদের এই অনুষ্ঠানেও যোগ দেন তিনি ।

আরও পড়ুন :

  1. রাজ্য ও দেশকে সম্মানিত করা ক্রীড়াবিদদের এবার চাকরি দিতে চান মুখ্যমন্ত্রী
  2. মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়লেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার
  3. বাংলার ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্রদের খেলাশ্রী পুরস্কার প্রদান অনুষ্ঠান, দেখুন ইটিভি ভারতে
Last Updated : Jan 27, 2024, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.