ETV Bharat / state

মিছিলে আটকে হুইল চেয়ারে থাকা বৃদ্ধ, নার্সিংহোমে ভর্তি করালেন মমতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 9:41 PM IST

Mamata Banerjee: তাঁর মিছিলের জেরে আটকে পড়া রোগীকে নার্সিংহোমে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মানবিক আচরণে খুশি সকলেই।

Etv Bharat
Etv Bharat

মালদা, 31 জানুয়ারি : তখন সবেমাত্র পুলিশ লাইন ময়দান থেকে পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে বাবুল সুপ্রিয়-সহ মালদা জেলা তৃণমূলের তাবড় নেতারা ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় রাস্তার দু’ধারে দড়ি দিয়ে কর্ডন করে ফেলেছে পুলিশ ৷ দড়ি পেরিয়ে রাস্তায় নামার সাধ্য নেই কারও ৷ জনসংযোগ সারতে সারতে মুখ্যমন্ত্রী পৌঁছন শহরের বার্লো স্কুল মোড়ে ৷ ঠিক সেই সময় তাঁর নজরে পড়ে, হুইল চেয়ারে বসে রয়েছেন এক বৃদ্ধ ৷ ভিড়ের চাপে তাঁকে নিয়ে দিশেহারা বাড়ির লোকজন ৷

দেখামাত্র সেদিকে এগিয়ে যান রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ কথা বলেন বৃদ্ধের সঙ্গে ৷ উপস্থিত পুলিশকর্মীদের নির্দেশ দেন, বৃদ্ধকে যেন তাড়াতাড়ি কাছাকাছি কোনও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধকে সেখান থেকে 50 মিটার দূরে থাকা একটি নার্সিংহোমে নিয়ে যায় ৷ পরে জানা যায়, ওই বৃদ্ধকে সেই নার্সিংহোমেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না ৷

জানা গিয়েছে, বৃদ্ধের নাম বীরা প্রসাদ ৷ বয়স 83 বছর ৷ তিনি রতুয়ার শ্রীকান্তটোলা এলাকার বাসিন্দা ৷ বেশ কয়েকদিন ধরে তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন ৷ তাঁর হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে ৷ এদিন বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য মালদা শহরে নিয়ে এসেছিলেন ৷ শহরের এক বিশিষ্ট চিকিৎসক বৃদ্ধের চিকিৎসা করেন ৷ তিনি ওই নার্সিংহোমেই রোগী দেখেন ৷ তাঁর কাছেই বৃদ্ধকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, "মুখ্যমন্ত্রী বার্লো স্কুল মোড়ে উপস্থিত হওয়ার কয়েক মিনিট আগে ওই বৃদ্ধকে হুইল চেয়ারে করে সেখানে নিয়ে আসা হয়েছিল ৷ আমরা তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম ৷ তখনই মুখ্যমন্ত্রী বিষয়টি নজর করে এগিয়ে আসেন ৷ বৃদ্ধ ও তাঁর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন ৷ আমরা সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে নার্সিংহোমে নিয়ে গিয়েছি ৷

মুখ্যমন্ত্রীর এই মানবিকতায় বাকরুদ্ধ বৃদ্ধের পরিবারের সদস্য উমা প্রসাদ ৷ তিনি বলেন, "দিদি যে এতকিছু নজরে রাখেন, তা আগে জানতাম না ৷ মুখ্যমন্ত্রী হয়েও তিনি আজ আমাদের দিকে এগিয়ে এসেছেন ৷ দাদুকে নার্সিং হোমে নিয়ে যেতে সাহায্য করেছেন ৷ তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল ৷”

আরও পড়ুন:

  1. বাংলায় নয়, রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে বিহারে; দাবি মমতার
  2. গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু না-বলায় হতাশ মালদাবাসী
  3. সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতা

মালদা, 31 জানুয়ারি : তখন সবেমাত্র পুলিশ লাইন ময়দান থেকে পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে বাবুল সুপ্রিয়-সহ মালদা জেলা তৃণমূলের তাবড় নেতারা ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় রাস্তার দু’ধারে দড়ি দিয়ে কর্ডন করে ফেলেছে পুলিশ ৷ দড়ি পেরিয়ে রাস্তায় নামার সাধ্য নেই কারও ৷ জনসংযোগ সারতে সারতে মুখ্যমন্ত্রী পৌঁছন শহরের বার্লো স্কুল মোড়ে ৷ ঠিক সেই সময় তাঁর নজরে পড়ে, হুইল চেয়ারে বসে রয়েছেন এক বৃদ্ধ ৷ ভিড়ের চাপে তাঁকে নিয়ে দিশেহারা বাড়ির লোকজন ৷

দেখামাত্র সেদিকে এগিয়ে যান রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ কথা বলেন বৃদ্ধের সঙ্গে ৷ উপস্থিত পুলিশকর্মীদের নির্দেশ দেন, বৃদ্ধকে যেন তাড়াতাড়ি কাছাকাছি কোনও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গেই ওই বৃদ্ধকে সেখান থেকে 50 মিটার দূরে থাকা একটি নার্সিংহোমে নিয়ে যায় ৷ পরে জানা যায়, ওই বৃদ্ধকে সেই নার্সিংহোমেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না ৷

জানা গিয়েছে, বৃদ্ধের নাম বীরা প্রসাদ ৷ বয়স 83 বছর ৷ তিনি রতুয়ার শ্রীকান্তটোলা এলাকার বাসিন্দা ৷ বেশ কয়েকদিন ধরে তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছেন ৷ তাঁর হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে ৷ এদিন বাড়ির লোকজন তাঁকে চিকিৎসার জন্য মালদা শহরে নিয়ে এসেছিলেন ৷ শহরের এক বিশিষ্ট চিকিৎসক বৃদ্ধের চিকিৎসা করেন ৷ তিনি ওই নার্সিংহোমেই রোগী দেখেন ৷ তাঁর কাছেই বৃদ্ধকে নিয়ে যাওয়া হচ্ছিল ৷

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মী বলেন, "মুখ্যমন্ত্রী বার্লো স্কুল মোড়ে উপস্থিত হওয়ার কয়েক মিনিট আগে ওই বৃদ্ধকে হুইল চেয়ারে করে সেখানে নিয়ে আসা হয়েছিল ৷ আমরা তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়ারই চেষ্টা করছিলাম ৷ তখনই মুখ্যমন্ত্রী বিষয়টি নজর করে এগিয়ে আসেন ৷ বৃদ্ধ ও তাঁর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন ৷ আমরা সঙ্গে সঙ্গেই বৃদ্ধকে নার্সিংহোমে নিয়ে গিয়েছি ৷

মুখ্যমন্ত্রীর এই মানবিকতায় বাকরুদ্ধ বৃদ্ধের পরিবারের সদস্য উমা প্রসাদ ৷ তিনি বলেন, "দিদি যে এতকিছু নজরে রাখেন, তা আগে জানতাম না ৷ মুখ্যমন্ত্রী হয়েও তিনি আজ আমাদের দিকে এগিয়ে এসেছেন ৷ দাদুকে নার্সিং হোমে নিয়ে যেতে সাহায্য করেছেন ৷ তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল ৷”

আরও পড়ুন:

  1. বাংলায় নয়, রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে বিহারে; দাবি মমতার
  2. গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু না-বলায় হতাশ মালদাবাসী
  3. সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.