ETV Bharat / state

'আগে 100 দিনের টাকা এনে দিন', গ্রামবাসীদের বিক্ষোভে সন্দেশখালির পথে তাল কাটল রাজ্যপালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 1:59 PM IST

Updated : Feb 12, 2024, 3:15 PM IST

CV Ananda Bose visits Sandeshkhali: সন্দেশখালি যাওয়ার পথে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল, আগে 100 দিনের টাকা এনে দিন ৷

ETV BHARAT
ETV BHARAT
গ্রামবাসীদের বিক্ষোভে সন্দেশখালির পথে তাল কাটল রাজ্যপালের

মিনাখাঁ, 12 ফেব্রুয়ারি: কেরল সফর কাটছাঁট করে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমেই সন্দেশখালির উদ্দেশে রওনা দেন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু, সেখানে যেতে গিয়ে তাল কাটল । সন্দেশখালি যাওয়ার পথে দফায় দফায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ‍্যপাল । 100 দিনের বকেয়া টাকা-সহ নানা দাবি পূরণে প্ল্যাকার্ড হাতে তাঁর কনভয় ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা ।

এ দিনই যে রাজ্যপাল সন্দেশখালি যাবেন, সেই পরিকল্পনা আগেই ছিল । সকালে বিমানবন্দরে নামার পর নির্ধারিত রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় । সেই পথেই দফায় দফায় বিক্ষোভ দেখানো হল রাজ্যপালের কনভয় ঘিরে । বেলা ১১টা নাগাদ যখন রাজ্যপালের গাড়ি উত্তর 24 পরগনার মিনাখাঁর বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে কনভয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন একদল লোক । মূলত 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার ঘরের দাবিতে বিক্ষোভ দেখানো হয় । একবার নয়, একাধিকবার এ দিন বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ‍্যের সাংবিধানিক প্রধানকে । পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

সূত্রের খবর, মিনাখাঁর বামনপুকুরের বিক্ষোভ কাটিয়ে রাজ‍্যপালের কনভয় যখন মালঞ্চের দিকে এগোতে থাকে, তখন সেখানেও আবার বিক্ষোভের মুখে পড়তে হয় সিভি আনন্দ বোসকে । রাস্তার দু'ধারে জমায়েত হয়ে থাকা গ্রামবাসীরা সেই সময়ে রাজ‍্যপালের কনভয়ের একেবারে সামনে চলে আসেন । কোনওক্রমে সেই পরিস্থিতির সামাল দেন রাজ‍্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা ।

এ দিন বিক্ষোভরত গ্রামবাসীদের প্রত‍্যেকের হাতেই ছিল প্ল্যাকার্ড । তাতে লেখা ছিল 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা মেটাতে হবে অবিলম্বে । এ জন্য রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপেরও দাবি জানানো হয়েছে গ্রামবাসীদের একাংশের তরফ থেকে ।

এ দিকে, রাজ্যপালের পূর্ব পরিকল্পিত সন্দেশখালি সফর থাকা সত্বেও কেন পুলিশ প্রশাসন আগে থেকে রাস্তার জমায়েত সরাল না ? কেনই বা পুলিশ রাস্তার দু'ধারে এত লোকের জমায়েত হতে দিল ? রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের বিক্ষোভ ঘিরে এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে,জমায়েত হটাতে পুলিশ এ দিন যতটা না সক্রিয় ছিল, তার চেয়ে বেশি ব‍্যস্ত ছিল সংবাদমাধ্যমের গাড়ি আটকাতে । পরে, রাজ‍্যপালের হস্তক্ষেপে সংবাদমাধ্যমের গাড়ি ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ । ধামাখালি থেকে মধ্যাহ্নভোজ সেরে এ দিন আবার সন্দেশখালির দিকে যাত্রা শুরু করেছেন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস । সেখানকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি গ্রামের মহিলাদের সঙ্গে আলোচনা করার কথা রাজ‍্যের সাংবিধানিক প্রধানের।

অন‍্যদিকে, নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে এ দিনই রাজ‍্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে দুই সদস্যের টিম গিয়েছে সন্দেশখালি ।

আরও পড়ুন:

  1. আইএএস অফিসার শূন্য রাজভবন, কর্মী সংকটে রাজ্যপাল !
  2. সন্দেশখালির প্রকৃত 'সন্দেশ' জানতে কেরল থেকে ফিরেই অগ্নিগর্ভ এলাকার পথে রাজ্যপাল
  3. অন্য মুডে রাজ্যপাল! ফ্ল্যাগ হাউজে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় সিভি আনন্দ বোস

গ্রামবাসীদের বিক্ষোভে সন্দেশখালির পথে তাল কাটল রাজ্যপালের

মিনাখাঁ, 12 ফেব্রুয়ারি: কেরল সফর কাটছাঁট করে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমেই সন্দেশখালির উদ্দেশে রওনা দেন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু, সেখানে যেতে গিয়ে তাল কাটল । সন্দেশখালি যাওয়ার পথে দফায় দফায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ‍্যপাল । 100 দিনের বকেয়া টাকা-সহ নানা দাবি পূরণে প্ল্যাকার্ড হাতে তাঁর কনভয় ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা ।

এ দিনই যে রাজ্যপাল সন্দেশখালি যাবেন, সেই পরিকল্পনা আগেই ছিল । সকালে বিমানবন্দরে নামার পর নির্ধারিত রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় । সেই পথেই দফায় দফায় বিক্ষোভ দেখানো হল রাজ্যপালের কনভয় ঘিরে । বেলা ১১টা নাগাদ যখন রাজ্যপালের গাড়ি উত্তর 24 পরগনার মিনাখাঁর বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে কনভয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন একদল লোক । মূলত 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার ঘরের দাবিতে বিক্ষোভ দেখানো হয় । একবার নয়, একাধিকবার এ দিন বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ‍্যের সাংবিধানিক প্রধানকে । পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

সূত্রের খবর, মিনাখাঁর বামনপুকুরের বিক্ষোভ কাটিয়ে রাজ‍্যপালের কনভয় যখন মালঞ্চের দিকে এগোতে থাকে, তখন সেখানেও আবার বিক্ষোভের মুখে পড়তে হয় সিভি আনন্দ বোসকে । রাস্তার দু'ধারে জমায়েত হয়ে থাকা গ্রামবাসীরা সেই সময়ে রাজ‍্যপালের কনভয়ের একেবারে সামনে চলে আসেন । কোনওক্রমে সেই পরিস্থিতির সামাল দেন রাজ‍্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা ।

এ দিন বিক্ষোভরত গ্রামবাসীদের প্রত‍্যেকের হাতেই ছিল প্ল্যাকার্ড । তাতে লেখা ছিল 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা মেটাতে হবে অবিলম্বে । এ জন্য রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপেরও দাবি জানানো হয়েছে গ্রামবাসীদের একাংশের তরফ থেকে ।

এ দিকে, রাজ্যপালের পূর্ব পরিকল্পিত সন্দেশখালি সফর থাকা সত্বেও কেন পুলিশ প্রশাসন আগে থেকে রাস্তার জমায়েত সরাল না ? কেনই বা পুলিশ রাস্তার দু'ধারে এত লোকের জমায়েত হতে দিল ? রাজ‍্যপাল সিভি আনন্দ বোসের বিক্ষোভ ঘিরে এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে । তবে,জমায়েত হটাতে পুলিশ এ দিন যতটা না সক্রিয় ছিল, তার চেয়ে বেশি ব‍্যস্ত ছিল সংবাদমাধ্যমের গাড়ি আটকাতে । পরে, রাজ‍্যপালের হস্তক্ষেপে সংবাদমাধ্যমের গাড়ি ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ । ধামাখালি থেকে মধ্যাহ্নভোজ সেরে এ দিন আবার সন্দেশখালির দিকে যাত্রা শুরু করেছেন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস । সেখানকার পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখার পাশাপাশি গ্রামের মহিলাদের সঙ্গে আলোচনা করার কথা রাজ‍্যের সাংবিধানিক প্রধানের।

অন‍্যদিকে, নারী নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে এ দিনই রাজ‍্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে দুই সদস্যের টিম গিয়েছে সন্দেশখালি ।

আরও পড়ুন:

  1. আইএএস অফিসার শূন্য রাজভবন, কর্মী সংকটে রাজ্যপাল !
  2. সন্দেশখালির প্রকৃত 'সন্দেশ' জানতে কেরল থেকে ফিরেই অগ্নিগর্ভ এলাকার পথে রাজ্যপাল
  3. অন্য মুডে রাজ্যপাল! ফ্ল্যাগ হাউজে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় সিভি আনন্দ বোস
Last Updated : Feb 12, 2024, 3:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.