ETV Bharat / state

প্রজাতন্ত্র দিবসে ছুটল নেতাজির ছবিতে সুসজ্জিত লোকাল ট্রেন, মহিলা কামরায় প্যানিক বটন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 7:36 AM IST

Updated : Jan 27, 2024, 7:44 AM IST

Local Train in New Look
লোকাল ট্রেন

Local Train in New Look: হাওড়া থেকে চালু হল প্রথম 'অ্যালস্টম' ইএমইউ কামরার ট্রেন। ট্রেনে বসানো হয়েছে সিসিটিভি, মহিলা কামরায় রয়েছে প্যানিক বটন ৷

প্রজাতন্ত্র দিবসে ছুটল নেতাজির ছবিতে সুসজ্জিত লোকাল ট্রেন

হাওড়া, 27 জানুয়ারি: ট্রেনের কামরায় আঁকা রয়েছে মনোমুগ্ধকার গ্রাফিটি ৷ দেশের 75তম প্রজাতন্ত্র দিবসের দিনে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 'অ্যালস্টম' ইএমইউ কামরা চালু হল। শুক্রবার দুপুরে ট্রেনের যাত্রার সবুজ পতাকা দেখান হাওড়া বিভাগের প্রধান সঞ্জীব কুমার। নতুন এই 'অ্যালস্টম' ইএমইউ ট্রেনকে ঘিরে যাত্রীদের মধ্যেও উৎসুকতা ও খুশিও ছিল দেখার মতো।

এই বিশেষ 'অ্যালস্টম' ইএমইউ কামরা বিশিষ্ট ট্রেনে কামরার দেওয়ালে, যাত্রী আসনের পিছনে বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর চিত্র আঁকা হয়েছে। কামরার বাইরের দেওয়াল জুড়ে দেশনায়ক নেতাজি, ভগৎ সিং-সহ প্রজাতন্ত্র দিবসের ভাবনাকেও ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধন উপলক্ষে যাত্রীদের পূর্ব রেলের পক্ষ থেকে লাড্ডু বিতরণ করা হয়। শুধু সুন্দর সজ্জাই নয় ৷
এই কামরাগুলিতে যাত্রী স্বাছন্দ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে যাত্রী ইনফরমেশন ডিসপ্লে বোর্ড। ট্রেনের যাত্রী অরিত্রী বন্দ্যোপাধ্যায় বলেন, "যাত্রীরা বিশেষ করে মহিলাদের সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। এটা অনেক আগেই করা উচিত ছিল। আমার কাছে এটা অপ্রত্যাশিত বলেই মনে হচ্ছে। কামরাগুলো খুব সুন্দর লাগছে।" অপর আর এক যাত্রী কৃষ্ণা বাগ বলেন, "একটি বাড়তি ট্রেন মানে নিত্যযাত্রীদের আরও বাড়তি পাওনা। আর ট্রেনের কামরায় দেশের বীর সন্তানদের ছবি দেখলে নিজের মনের মধ্যে দেশাত্মবোধ জেগে ওঠে। এটা খুব ভালো উদ্যোগ।

হাওড়া বিভাগের মুখ্য প্রবন্ধক সঞ্জীব কুমার বলেন, "12 কামরার অ্যালস্টম রেক হাওড়া বিভাগে প্রথম চালু করা হল। এই কামরাগুলো সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি। যার দরুন অনেক বেশি মজবুত ও অগ্নিনিয়ন্ত্রক। এতে রয়েছে এয়ার স্প্রিং-এর ব্যবস্থা ৷ যাত্রীদেরও সুবিধা হবে ৷ এই রেকের সবকটি কামরায় সিসিটিভি ও মহিলা কামরায় 'প্যানিক বটন' দেওয়া হয়েছে। কোনও বিশেষ পরিস্থিতিতে ওই বটনের মাধ্যমে মহিলা যাত্রীরা সরাসরি মোট ম্যানের সঙ্গে কথা বলতে পারবেন।"
দেশ নায়ক-সহ বিভিন্ন মনোমুগ্ধকর ছবির আবহে কামরার ভিতরের সৃজনশীলতা মন কেড়েছে যাত্রীদের।

আরও পডু়ন:

  1. রেললাইন পেরোতে গিয়ে উৎকল এক্সপ্রেসের ধাক্কা, ঝাড়খণ্ডে মৃত 4
  2. ঘন কুয়াশার জেরে দিল্লিতে দেরিতে চলছে একাধিক বিমান ও 30টির বেশি ট্রেন
  3. হাওড়া-পুরী রুটে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালাবে পূর্ব রেল, জেনে নিন দিনক্ষণ
Last Updated :Jan 27, 2024, 7:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.