ETV Bharat / state

নাগরিকদের জন্য সুখবর ! সম্পত্তি কর ছাড় নিয়ে বড় ঘোষণা পৌরনিগমের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 10:16 AM IST

Property Tax: কলকাতা পৌরনিগমের নয়া সিদ্ধান্ত ৷ এবার সম্পত্তি কর নিয়মিত মেটালে বাড়তি এক শতাংশ ছাড় পাবেন করদাতারা ৷ তবে অনলাইনে মেটাতে হবে এই সম্পত্তি কর ৷ তাহলেই মিলতে এই অতিরিক্ত সুবিধা ৷

KMC
কলকাতা পৌরনিগম

কলকাতা, 10 ফেব্রুয়ারি: করদাতাদের অনলাইনে সম্পত্তি কর দেওয়ার জন্য উৎসাহিত করতে নয়া সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ৷ সম্পত্তি করে ছাড় দেওয়ার ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার মেয়র পারিষদের বৈঠকে কর ছাড় দেওয়ার এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে ।

পৌরনিগম সূত্রে খবর, অনলাইনে সম্পত্তি কর জমা দিলেই বাড়তি এক শতাংশ ছাড় দেওয়া হবে । যাঁরা নিয়মিত সময়ের মধ্যে সম্পত্তি কর জমা করছেন, একমাত্র তাঁরাই এই ছাড় পাওয়ার আওতায় আসবেন । প্রতি মাসে করের টাকা সময়মতো মিটিয়ে দিলে 5 শতাংশ ছাড় দেয় কলকাতা পৌরনিগম । পাশাপাশি অর্থবর্ষের প্রথম তিন মাসের মধ্যে গোটা বছরের সম্পত্তি করের টাকা মিটিয়ে দেওয়া হলে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় পাওয়া যায় । সব মিলিয়ে হিসেব করলে করে মোট 10 শতাংশ ছাড় মিলত এতদিন । এবার অনলাইনে কর দিলে অতিরিক্ত 1 শতাংশ ছাড় পাবেন নাগরিকরা । অর্থাৎ সবমিলিয়ে মোট 11 শতাংশ ছাড় পাবেন করদাতারা ।

কিন্তু ছাড় পাওয়ার ক্ষেত্রে একটা ক্যাপিং রাখা হয়েছে । সেটা হল, এই কর ছাড় কোনোভাবেই সর্বোচ্চ 200 টাকার বেশি কেউ পাবেন না । কারও এক শতাংশ কর যদি দেখা যায় 200 টাকার বেশি হচ্ছে, তাহলে সে সব থেকে বেশি 200 টাকা পর্যন্তই কর ছাড় পাবেন । ধরুন কারও 50000 হাজার টাকা কর, তাহলে তার এক শতাংশ কর হচ্ছে 500 টাকা ৷ কিন্তু তিনি 500 টাকা কর ছাড় পাবেন না ৷ বরং 200 টাকা কর ছাড় পাবেন ৷

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধন বিল, 2022 বিধানসভার গত শীতকালীন অধিবেশনে পাশ হয় । কিন্তু প্রায় পাঁচ মাস ধরে রাজ্যপাল এই বিল ফেলে রেখেছিলেন বলেই অভিযোগ পৌরনিগমের কর্তাদের । গত বছর জুলাই মাসে রাজ্যপাল স্বাক্ষর করেন এই বিলে । যার পরিপ্রেক্ষিতে এ দিন মেয়র পারিষদের বৈঠকে অনুমোদনের পর এই ছাড় দেওয়ার ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন:

  1. সম্পত্তি করে লক্ষ্মীলাভ কলকাতা পৌরনিগমের, কোষাগারে জমা পড়ল হাজার কোটির বেশি টাকা
  2. কলকাতাবাসীর জন্য সুখবর ! শহরে কমতে চলেছে বাণিজ্যিক করের হার
  3. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের

কলকাতা, 10 ফেব্রুয়ারি: করদাতাদের অনলাইনে সম্পত্তি কর দেওয়ার জন্য উৎসাহিত করতে নয়া সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ৷ সম্পত্তি করে ছাড় দেওয়ার ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার মেয়র পারিষদের বৈঠকে কর ছাড় দেওয়ার এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে ।

পৌরনিগম সূত্রে খবর, অনলাইনে সম্পত্তি কর জমা দিলেই বাড়তি এক শতাংশ ছাড় দেওয়া হবে । যাঁরা নিয়মিত সময়ের মধ্যে সম্পত্তি কর জমা করছেন, একমাত্র তাঁরাই এই ছাড় পাওয়ার আওতায় আসবেন । প্রতি মাসে করের টাকা সময়মতো মিটিয়ে দিলে 5 শতাংশ ছাড় দেয় কলকাতা পৌরনিগম । পাশাপাশি অর্থবর্ষের প্রথম তিন মাসের মধ্যে গোটা বছরের সম্পত্তি করের টাকা মিটিয়ে দেওয়া হলে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় পাওয়া যায় । সব মিলিয়ে হিসেব করলে করে মোট 10 শতাংশ ছাড় মিলত এতদিন । এবার অনলাইনে কর দিলে অতিরিক্ত 1 শতাংশ ছাড় পাবেন নাগরিকরা । অর্থাৎ সবমিলিয়ে মোট 11 শতাংশ ছাড় পাবেন করদাতারা ।

কিন্তু ছাড় পাওয়ার ক্ষেত্রে একটা ক্যাপিং রাখা হয়েছে । সেটা হল, এই কর ছাড় কোনোভাবেই সর্বোচ্চ 200 টাকার বেশি কেউ পাবেন না । কারও এক শতাংশ কর যদি দেখা যায় 200 টাকার বেশি হচ্ছে, তাহলে সে সব থেকে বেশি 200 টাকা পর্যন্তই কর ছাড় পাবেন । ধরুন কারও 50000 হাজার টাকা কর, তাহলে তার এক শতাংশ কর হচ্ছে 500 টাকা ৷ কিন্তু তিনি 500 টাকা কর ছাড় পাবেন না ৷ বরং 200 টাকা কর ছাড় পাবেন ৷

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধন বিল, 2022 বিধানসভার গত শীতকালীন অধিবেশনে পাশ হয় । কিন্তু প্রায় পাঁচ মাস ধরে রাজ্যপাল এই বিল ফেলে রেখেছিলেন বলেই অভিযোগ পৌরনিগমের কর্তাদের । গত বছর জুলাই মাসে রাজ্যপাল স্বাক্ষর করেন এই বিলে । যার পরিপ্রেক্ষিতে এ দিন মেয়র পারিষদের বৈঠকে অনুমোদনের পর এই ছাড় দেওয়ার ঘোষণা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন:

  1. সম্পত্তি করে লক্ষ্মীলাভ কলকাতা পৌরনিগমের, কোষাগারে জমা পড়ল হাজার কোটির বেশি টাকা
  2. কলকাতাবাসীর জন্য সুখবর ! শহরে কমতে চলেছে বাণিজ্যিক করের হার
  3. হয়রানি কমছে ক্রেতাদের, ফ্ল্যাট-বাড়ি কেনার আগে সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত মেয়রের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.