ETV Bharat / state

শীতের শেষবেলায় ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গ, সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 7:09 AM IST

Updated : Feb 11, 2024, 10:39 AM IST

West Bengal Weather Update: বাঙালির ভ্যালেন্টাইস ডে সরস্বতী পুজো দোরগোড়ায় ৷ এদিকে শীত বিদায়ের পর বসন্তের আগমনী সুর বাতাসে ৷ এই সময় সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া ?

ETV Bharat
বঙ্গে শীত বিদায়ের পালা

কলকাতা, 11 ফেব্রুয়ারি: শীতের বিদায় আসন্ন ৷ আপাতত মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও মঙ্গলবার এবং তারপরে দু-একদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে ৷ গত কয়েকদিনের তুলনায় পারদ এখন নিম্নগামী ৷

পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে বাতাস ফের সক্রিয় ৷ তবে এই সক্রিয়তা বিশেষ স্থায়ী হবে না ৷ বিদায়ী শীতের ঝাপটায় ঠান্ডার শিরশিরানি পাওয়া গেলেও রবিবারের পর থেকে তা কমতে শুরু করবে ৷ আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ তবে দিনদু'য়েক পর থেকে পারদ 2-4 ডিগ্রি চড়বে ৷ ফলে সরস্বতী পুজোর সময় ঠান্ডার কামড় প্রায় না-থাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে ৷

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, বেলাশেষের শীত নতুন সপ্তাহের শেষে আর না থাকার পর্যায়ে চলে যাবে ৷ ফলে চলতি ইংরেজি মাসের মাঝামাঝি অর্থাৎ, বসন্ত পঞ্চমী থেকে তাপমাত্রা চড়তে শুরু করবে ৷ গত দু'দিনের নিম্নগামী পারদের গতি শনিবারও অব্যাহত ছিল ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি নীচে অবস্থান করছে ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস ৷ দু'টি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ এবং সর্বনিম্ন 36 শতাংশ ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীত বিদায় নেওয়ার পরিস্থিতি ৷

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত আরেকটু স্থায়ী হয় ৷ ফলে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ঠান্ডার আমেজ বেশি থাকবে ৷ যদিও ইতিমধ্যে উত্তরবঙ্গে শীতের কামড় অনেকটাই কম ৷ আজ রবিবার দিনের আকাশ প্রধানত রৌদ্রজ্জ্বল থাকবে ৷ ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব
  2. ভালোবাসার সপ্তাহে ছুটির দিনে প্রিয়জনের সঙ্গে মনোমালিণ্যে সম্ভাবনা কাদের, জানুন রাশিফলে
  3. ব্রেনস্ট্রোকেই আক্রান্ত মিঠুন, রয়েছেন নিউরোফিজিসিয়ান-কার্ডিয়োলজিস্টের নজরদারিতে

কলকাতা, 11 ফেব্রুয়ারি: শীতের বিদায় আসন্ন ৷ আপাতত মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকলেও মঙ্গলবার এবং তারপরে দু-একদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে ৷ গত কয়েকদিনের তুলনায় পারদ এখন নিম্নগামী ৷

পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে বাতাস ফের সক্রিয় ৷ তবে এই সক্রিয়তা বিশেষ স্থায়ী হবে না ৷ বিদায়ী শীতের ঝাপটায় ঠান্ডার শিরশিরানি পাওয়া গেলেও রবিবারের পর থেকে তা কমতে শুরু করবে ৷ আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ তবে দিনদু'য়েক পর থেকে পারদ 2-4 ডিগ্রি চড়বে ৷ ফলে সরস্বতী পুজোর সময় ঠান্ডার কামড় প্রায় না-থাকার পরিস্থিতি তৈরি হয়ে যাবে ৷

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, বেলাশেষের শীত নতুন সপ্তাহের শেষে আর না থাকার পর্যায়ে চলে যাবে ৷ ফলে চলতি ইংরেজি মাসের মাঝামাঝি অর্থাৎ, বসন্ত পঞ্চমী থেকে তাপমাত্রা চড়তে শুরু করবে ৷ গত দু'দিনের নিম্নগামী পারদের গতি শনিবারও অব্যাহত ছিল ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি নীচে অবস্থান করছে ৷

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস ৷ দু'টি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ এবং সর্বনিম্ন 36 শতাংশ ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীত বিদায় নেওয়ার পরিস্থিতি ৷

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত আরেকটু স্থায়ী হয় ৷ ফলে চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ঠান্ডার আমেজ বেশি থাকবে ৷ যদিও ইতিমধ্যে উত্তরবঙ্গে শীতের কামড় অনেকটাই কম ৷ আজ রবিবার দিনের আকাশ প্রধানত রৌদ্রজ্জ্বল থাকবে ৷ ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. মমতা- অভিষেকের সঙ্গে দেখা! লোকসভায় প্রার্থী হতে রাজি দেব
  2. ভালোবাসার সপ্তাহে ছুটির দিনে প্রিয়জনের সঙ্গে মনোমালিণ্যে সম্ভাবনা কাদের, জানুন রাশিফলে
  3. ব্রেনস্ট্রোকেই আক্রান্ত মিঠুন, রয়েছেন নিউরোফিজিসিয়ান-কার্ডিয়োলজিস্টের নজরদারিতে
Last Updated : Feb 11, 2024, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.