ETV Bharat / state

কোচিং সেন্টার নিয়ে শিক্ষামন্ত্রকের নির্দেশিকায় ক্ষতি পড়ুয়াদের, মত শিক্ষামহলের একাংশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:13 AM IST

Guidelines on Coaching Centres of Education Ministry: শিক্ষামন্ত্রকের নির্দেশিকায় সার্বিকভাবে পড়ুয়াদেরই বেশি ক্ষতি বলে মনে করছে শিক্ষামহলের কিছু অংশ ৷ আবার বেশ কিছু ক্ষেত্রে দেশের সমগ্র শিক্ষা পরিকাঠামো দুর্বল হওয়ার কারণে প্রাইভেট টিউশন বা কোচিং সেন্টারের দিকে পড়ুয়ারা ঝুঁকেছে বলে মনে করছেন শিক্ষাবিদরা ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 20 জানুয়ারি: কোচিং সেন্টার নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকায় নয়া বিতর্ক তৈরি হয়েছে ৷ যেখানে 16 বছরের নিচে অর্থাৎ, মাধ্যমিক বা দশমের বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ না-হলে, পড়ুয়াদের কোচিং সেন্টারে ভরতি করা যাবে না ৷ কেন্দ্রের এই নির্দেশিকা কোচিং সেন্টারগুলিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে ৷ তেমনি পড়ুয়াদেরও এতে ক্ষতি হবে বলে মত শিক্ষামহলের একাংশের ৷

এ নিয়ে পশ্চিমবঙ্গল প্রাইভেট টিউশন সংগঠনের সভাপতি হীরালাল মণ্ডল বলেন, "এই ক্ষতি শিক্ষক এবং পড়ুয়া দু’পক্ষেরই ৷ সরকারি বা বেসরকারি, যে কোনও স্কুলেই 100 শতাংশ সিলেবাস শেষ করা সম্ভব হয় না ৷ তখন বাড়িতেই সেই পড়াশোনাটা করতে হয় ৷ বাচ্চারা বাড়ির লোকের কাছে খুব একটা পড়াশোনা করতে চায় না ৷ সেই সময় গৃহশিক্ষক-শিক্ষিকারা যদি আসেন, তাহলে তাদের পক্ষে সুবিধা হয় ৷ অন্যদিকে, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশ করেও বহু লোক কোচিং করান ৷ ওখান থেকে অনেকে নিজেদের উপার্জন করেন ৷"

অন্যদিকে দশম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক অরুন্ধতী চৌধুরী বলেন, "বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য আমরা ভালো জায়গা দিয়ে থাকি ৷ এই ধরনের নির্দেশিকায় আসায় সমস্যা তো হবেই ৷ বাড়িতে এসে টিউশন করালে সব হয় না ৷ তার চেয়ে মনে হয় কোচিংয়ে পাঠালে সুবিধা ৷" তবে, এই ধরনের নির্দেশিকায় কোন রকম সমস্যা তৈরি হবে না, এমনটাই মনে করছেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক উমাকুমার শঙ্কর পান্ডে ৷ তিনি বলেন, "স্কুলেই পড়াশোনা হয় ৷ তাই আমার মনে হয় টিউশন বন্ধ হলে সমস্যা হবে না ৷ আমাদের আরও আপটুডেট হওয়া উচিত ৷"

তবে, ভিন্ন মতও রয়েছে ৷ এই বিষয়ে রাজ্য অথবা কেন্দ্রকে আলাদাভাবে দোষ না দিয়ে পুরো ব্যবস্থাকেই দায়ী করছেন শিক্ষাবিদরা ৷ শিক্ষাবিদ দেবাশিস সরকারের মতে, "আমাদের স্কুলগুলিতে তো পরিকাঠামো না থাকার কারণেই বাচ্চারা প্রাইভেট টিউশনের প্রতি ঝুঁকেছে ৷ স্বাধীনতার এত বছর পরেও শিক্ষার পরিকাঠামোতে দুর্বলতা থাকার কারণেই, বাচ্চারা স্কুলের পরেও বাইরে পড়াশোনা করতে যাচ্ছে ৷ তাই রাষ্ট্রের উচিত স্কুলেই সেই পরিকাঠামো তৈরি করা ৷"

কলকাতা, 20 জানুয়ারি: কোচিং সেন্টার নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকায় নয়া বিতর্ক তৈরি হয়েছে ৷ যেখানে 16 বছরের নিচে অর্থাৎ, মাধ্যমিক বা দশমের বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ না-হলে, পড়ুয়াদের কোচিং সেন্টারে ভরতি করা যাবে না ৷ কেন্দ্রের এই নির্দেশিকা কোচিং সেন্টারগুলিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে ৷ তেমনি পড়ুয়াদেরও এতে ক্ষতি হবে বলে মত শিক্ষামহলের একাংশের ৷

এ নিয়ে পশ্চিমবঙ্গল প্রাইভেট টিউশন সংগঠনের সভাপতি হীরালাল মণ্ডল বলেন, "এই ক্ষতি শিক্ষক এবং পড়ুয়া দু’পক্ষেরই ৷ সরকারি বা বেসরকারি, যে কোনও স্কুলেই 100 শতাংশ সিলেবাস শেষ করা সম্ভব হয় না ৷ তখন বাড়িতেই সেই পড়াশোনাটা করতে হয় ৷ বাচ্চারা বাড়ির লোকের কাছে খুব একটা পড়াশোনা করতে চায় না ৷ সেই সময় গৃহশিক্ষক-শিক্ষিকারা যদি আসেন, তাহলে তাদের পক্ষে সুবিধা হয় ৷ অন্যদিকে, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশ করেও বহু লোক কোচিং করান ৷ ওখান থেকে অনেকে নিজেদের উপার্জন করেন ৷"

অন্যদিকে দশম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক অরুন্ধতী চৌধুরী বলেন, "বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য আমরা ভালো জায়গা দিয়ে থাকি ৷ এই ধরনের নির্দেশিকায় আসায় সমস্যা তো হবেই ৷ বাড়িতে এসে টিউশন করালে সব হয় না ৷ তার চেয়ে মনে হয় কোচিংয়ে পাঠালে সুবিধা ৷" তবে, এই ধরনের নির্দেশিকায় কোন রকম সমস্যা তৈরি হবে না, এমনটাই মনে করছেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক উমাকুমার শঙ্কর পান্ডে ৷ তিনি বলেন, "স্কুলেই পড়াশোনা হয় ৷ তাই আমার মনে হয় টিউশন বন্ধ হলে সমস্যা হবে না ৷ আমাদের আরও আপটুডেট হওয়া উচিত ৷"

তবে, ভিন্ন মতও রয়েছে ৷ এই বিষয়ে রাজ্য অথবা কেন্দ্রকে আলাদাভাবে দোষ না দিয়ে পুরো ব্যবস্থাকেই দায়ী করছেন শিক্ষাবিদরা ৷ শিক্ষাবিদ দেবাশিস সরকারের মতে, "আমাদের স্কুলগুলিতে তো পরিকাঠামো না থাকার কারণেই বাচ্চারা প্রাইভেট টিউশনের প্রতি ঝুঁকেছে ৷ স্বাধীনতার এত বছর পরেও শিক্ষার পরিকাঠামোতে দুর্বলতা থাকার কারণেই, বাচ্চারা স্কুলের পরেও বাইরে পড়াশোনা করতে যাচ্ছে ৷ তাই রাষ্ট্রের উচিত স্কুলেই সেই পরিকাঠামো তৈরি করা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.