ETV Bharat / state

দলের ছেলেরা ভরাট করছে মাছের ভেড়ি, অভিযোগ শুনেই ব্যবস্থা নিলেন ফিরহাদ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 7:22 AM IST

Etv Bharat
টক টু মেয়রে ফিরহাদ হাকিম

Firhad Hakim: সাধারণ জমি গ্রাস থেকে মাছের ভেড়ি বোজানোর অভিযোগে কড়া পদক্ষেপ কলকাতা মেয়রের ৷ থানায় ফোন করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ ফিরহাদ হাকিমের ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি: সাধারণ জমি গ্রাস করে মাছের ভেড়ি করা নিয়ে বহু অভিযোগ আছে শাসকদলের বিরুদ্ধে। শনিবার পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের ভেড়ি বোজানো নিয়ে অভিযোগ এলো 'টক টু মেয়রে'। থানায় ফোন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম।

সন্দেশখালির বেতাজ বাদশা ফেরার শেখ শাহজাহানের বিরুদ্ধেও এলাকার জমি দখল করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ আছে। এবার সামনে এল পূর্ব কলকাতার জলাভূমিতে মাছের ভেড়ি বুজিয়ে ফেলার অভিযোগ। তাও দলের ( তৃণমূলের) ছেলেদের বিরুদ্ধে। সেই অভিযোগ শুনে তাজ্জব মেয়র ফিরহাদ। এদিন 108 নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত বাগের ভেড়ি এলাকা থেকে এক বাসিন্দা তিনি অভিযোগ করেন, তার বহু দিনের মাছের ভেড়ি বুজিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে অভিযোগ শুনে ফিরহাদ জানান, আপনি ক্ষতিপূরণ পাবেন তো। প্রত্যুত্তরে বৃদ্ধ জানান, বহু বছর ধরে মাছ চাষ করছি। ভেড়ি নিয়ে বুজিয়ে দিচ্ছে। এটা পূর্ব কলকাতার জলাভূমিতে।

সেই শুনেই মুহূর্তে ফিরহাদ স্থানীয় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় ফোন করেন। বলেন ওই জায়গা কর আওতায় এই নিয়ে বিতর্ক করবেন না। এখনই অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন। পরে তিনি জানান, ল্যান্ড ও কেএমডিএ-কে জানিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় বিরোধীরা অবশ্য ছেড়ে কথা বলেনি। তাঁদের কথায়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানে কোথায় টাকা আছে। সেই মত জমি কেড়ে মাছের ভেড়ি বানায় আবার যেখানে প্রয়োজন সেখানে ভেড়ি বুজিয়ে নির্মাণ করে। এরা আইন-কানুন তোয়াক্কা করে না। পরিবেশের তোয়াক্কা করে না। শুধুই টাকা।

আরও পড়ুন:

1. সন্দেশখালির ঘটনায় ব্যবস্থা, শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল

2. সৌরভের লক্ষাধিক টাকা দামের মোবাইল চুরি, থানায় অভিযোগ দায়ের

3. মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীর ঘর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-সহ নগদ টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.