ETV Bharat / state

বেলগাছিয়া সেন্ট্রাল ডেয়ারিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত পরিত্যক্ত গুদাম, ঘটনাস্থলে 12টি ইঞ্জিন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 6:38 PM IST

Updated : Feb 7, 2024, 11:02 PM IST

Kolkata Fire Breaks Out: বেলগাছিয়া মিল্ক কলোনি এলাকায় সেন্ট্রাল ডেয়ারির গুদামে ভয়াবহ অগ্নিসংযোগ ৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ৷

বেলগাছিয়া সেন্ট্রাল ডেয়ারিতে অগ্নিকা
Kolkata Fire Breaks Out

বেলগাছিয়া সেন্ট্রাল ডেয়ারিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত পরিত্যক্ত গুদাম

কলকাতা, 7 ফেব্রুয়ারি: কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা! বুধবার বিকেলে বেলগাছিয়া মিল্ক কলোনি এলাকায় সেন্ট্রাল ডেয়ারির পরিত্যক্ত গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 12টি ইঞ্জিন। সেন্ট্রাল ডেয়ারির প্রশাসনিক ভবনের তিনতলা ও দোতলার বেশ খানিকটা অংশ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে। নতুন ভবনের একাংশও ক্ষতিগ্রস্থ হয়েছে।

দমকল সূত্রে খবর, বিকেল 5টা নাগাদ ওই পরিত্যক্ত গুদাম থেকে দাউদাউ করে আগুন বের হতে দেখেন স্থানীয়রা। কালো কুণ্ডলী পাকানো ধোঁয়ায় আকাশ ঢেকে যায় মুহূর্তের মধ্যে। খবর পেয়ে দ্রুত কয়েক দফায় দমকলের প্রায় 12টি ইঞ্জিন পৌঁছয়। দমকল কর্মীদের পাশাপাশি কলকাতা পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও। ওই পরিত্যক্ত বিল্ডিংটির পাশে নতুন ভবনের উপরে দু'টো অফিস ছিল। সেখানকার কর্মীদের প্রথমেই নিরাপদে নীচে নামিয়ে ফেলে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷

তবে পরিত্যক্ত গুদামটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। নতুন ভবনের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয়দের দাবি, গুদামে প্লাস্টিক থেকেই আগুন বড় আকার নেয়। তবে সেখানে আগুন লাগার কারণ নিয়ে তারাও সন্দিহান ৷ কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল। আগুনের খবর শুনে ঘটনাস্থলে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে নেতৃত্ব দেন দমকল কর্মীদের।

সুজিত বসু জানান, এখনই আগুন লাগার সঠিক কারণ বলা সম্ভব নয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দমকল কর্মীরা কাজ করছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাতে কোনওভাবেই আগুন না-ছড়ায় সেদিকেও নজর দিচ্ছেন মন্ত্রী। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন সুজিত বসু ৷ পুলিশ আতঙ্কিত স্থানীয় মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।

আরও পড়ুন:

  1. স্বামীর সঙ্গে ঝগড়ায় বাড়িতে আগুন চিকিৎসক স্ত্রীর, পুড়ে ছাই আসবাবপত্র
  2. বাংলাদেশে ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চারটি বগি, মৃত 2 শিশু-সহ 4
  3. শ্রীরামপুরে জুটমিলে আগুন ! 10টি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে
Last Updated : Feb 7, 2024, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.