ETV Bharat / state

রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন - rail wagon factory

Fire in wagon factory: বিধ্বংসী আগুন লাগল রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন ৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

ETV Bharat
রেলের ওয়াগন তৈরির কারখানায় ভয়াবহ আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : January 27, 2024 at 5:56 PM IST

Updated : January 27, 2024 at 7:06 PM IST

2 Min Read
রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

টিটাগড়, 27 জানুয়ারি: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড টিটাগড়ে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ৷ অগ্নিকাণ্ডের জেরে শনিবার তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ আতঙ্কিত বাসিন্দারা ভয়ে একসময় বাড়ির বাইরে বেরিয়ে আসেন ৷ খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷

তবে আগুন নেভাতে গিয়ে এদিন যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে ৷ কারণ, রেলের ওয়াগন তৈরির ওই কারখানায় প্রচুর কেমিক্যাল এবং দাহ‍্য পদার্থ মজুত ছিল ৷ এর ফলেই নিমেষে ভয়াবহ আকার নেয় আগুনের লেলিহান শিখা ৷ তবে, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দমকলের প্রায় ঘণ্টা দু'য়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ অগ্নিকাণ্ডে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব এখনও পর্যন্ত মেলেনি ৷ তবে, অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ৷

টিটাগড় মেন রোডের ধারে টিটাগড় ওয়াগন লিমিটেড নামে এই কারখানায় মূলত রেলের বগি এবং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি হয় ৷ সূত্রের খবর, ওয়াগন ডিপার্টমেন্টেরই এক কর্মী এদিন গ‍্যাস কাটার দিয়ে ওয়াগন কাটিংয়ের কাজ করছিলেন ৷ সেই সময় কোনওভাবে আগুনের ফুলকি ছিটকে গিয়ে লাগে মজুত করা কেমিক্যালে ৷ সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান দমকল বাহিনীর ৷ এদিকে, আগুনের কালো ধোঁয়া চারদিকে ঢেকে যাওয়ায় মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকাবাসীরা ৷ দমকল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দেরিতে ঘটনাস্থলে এসেছে ৷

এই বিষয়ে ওয়াই রাজু রাও নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আগুন লাগার প্রায় 40 মিনিট পর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ৷ তাঁরা যদি আগে আসত, তাহলে হয়তো আগুনের চেহারা এতটা ভয়াবহ হত না ৷" এই অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন টিটাগড় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওমপ্রকাশ সাউ ৷ তাঁর কথায়, "দমকলের আসতে যেটুকু সময় লাগে, সেটুকুই সময় লেগেছে ৷ তাঁদের তো আসতে সময় দিতে হবে !"

আরও পড়ুন:

  1. ফ্রিজের দোকানে আগুন, বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্থ বাড়ি
  2. প্রগতি ময়দান থানা এলাকার কারখানায় আগুন
  3. মুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি জাহাজে আগুন

রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

টিটাগড়, 27 জানুয়ারি: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড টিটাগড়ে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় ৷ অগ্নিকাণ্ডের জেরে শনিবার তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ আতঙ্কিত বাসিন্দারা ভয়ে একসময় বাড়ির বাইরে বেরিয়ে আসেন ৷ খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷

তবে আগুন নেভাতে গিয়ে এদিন যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে ৷ কারণ, রেলের ওয়াগন তৈরির ওই কারখানায় প্রচুর কেমিক্যাল এবং দাহ‍্য পদার্থ মজুত ছিল ৷ এর ফলেই নিমেষে ভয়াবহ আকার নেয় আগুনের লেলিহান শিখা ৷ তবে, শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দমকলের প্রায় ঘণ্টা দু'য়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ অগ্নিকাণ্ডে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব এখনও পর্যন্ত মেলেনি ৷ তবে, অনুমান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ৷

টিটাগড় মেন রোডের ধারে টিটাগড় ওয়াগন লিমিটেড নামে এই কারখানায় মূলত রেলের বগি এবং বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি হয় ৷ সূত্রের খবর, ওয়াগন ডিপার্টমেন্টেরই এক কর্মী এদিন গ‍্যাস কাটার দিয়ে ওয়াগন কাটিংয়ের কাজ করছিলেন ৷ সেই সময় কোনওভাবে আগুনের ফুলকি ছিটকে গিয়ে লাগে মজুত করা কেমিক্যালে ৷ সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান দমকল বাহিনীর ৷ এদিকে, আগুনের কালো ধোঁয়া চারদিকে ঢেকে যাওয়ায় মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এলাকাবাসীরা ৷ দমকল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা দেরিতে ঘটনাস্থলে এসেছে ৷

এই বিষয়ে ওয়াই রাজু রাও নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "আগুন লাগার প্রায় 40 মিনিট পর ঘটনাস্থলে আসে দমকল বাহিনী ৷ তাঁরা যদি আগে আসত, তাহলে হয়তো আগুনের চেহারা এতটা ভয়াবহ হত না ৷" এই অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন টিটাগড় পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওমপ্রকাশ সাউ ৷ তাঁর কথায়, "দমকলের আসতে যেটুকু সময় লাগে, সেটুকুই সময় লেগেছে ৷ তাঁদের তো আসতে সময় দিতে হবে !"

আরও পড়ুন:

  1. ফ্রিজের দোকানে আগুন, বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্থ বাড়ি
  2. প্রগতি ময়দান থানা এলাকার কারখানায় আগুন
  3. মুড়িগঙ্গা নদীতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশি জাহাজে আগুন
Last Updated : January 27, 2024 at 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.