ETV Bharat / state

আগামী বছরেই উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদলের সম্ভাবনা, অপেক্ষা মুখ্যমন্ত্রীর সম্মতির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 8:24 AM IST

ETV Bharat
বদলাতে পারে উচ্চমাধ্যমিকের সিলেবাস

Higher Secondary Examination 2024: পরিবর্তন হবে উচ্চমাধ্যমিকের সিলেবাস, এ কথা জানালেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিকের নতুন পাঠ্যক্রম চালু হতে পারে ৷ এই বিষয়ে বিকাশ ভবনের সম্মতি রয়েছে ৷ তবে অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের সম্মতির ৷ শুক্রবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর কথা অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস পেতে চলেছেন একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ৷ এমনকী নতুন পাঠ্যক্রম চালুর সঙ্গে সঙ্গেই শুরু হবে সেমিস্টার পদ্ধতিও ৷

আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতি চালু হতে পারে ৷ তার সঙ্গে ওই বছর থেকে ছাত্রছাত্রীরা পাবে নতুন সিলেবাস ৷ ইতিমধ্যে পরীক্ষা হলে সিলেবাস কেমন হতে পারে তার একটা প্রতিলিপি জমি পড়েছে ৷ এতে সম্মতি রয়েছে বিকাশ ভবনের ৷ শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের এই বিষয়ে ভাবনাচিন্তা চলছে ৷ বিধানসভা শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব ৷ এর সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস পেতে পারেন ৷"

অন্যদিকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য এবার থেকে মিলবে সংসদের পোর্টালে ৷ 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যাঁরা উচ্চমাধ্যমিক দিয়েছেন, তাঁদের সবার ফলাফল তাঁরা দেখতে পাবেন সংসদের এই পোর্টালে ৷ এই কাজ আরও দীর্ঘ হবে ৷ 1996 থেকে 2011 সালের নথিও আপলোড করার কাজ চলছে ৷ তবে এর সঙ্গে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল 1978 সালে ৷ সেই সময় থেকে 1995 সাল পর্যন্ত কোনও ডেটাই ডিজিটালে নেই ৷ সেই কাজটাও আমরা করব খুব দ্রুত ৷" এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে

আরও পড়ুন:

শিক্ষাকে 'গৈরিকীকরণ' করার চেষ্টা, বাজেট নিয়ে মত শিক্ষামন্ত্রী ব্রাত্যর

'চৈতন্যদেবের সার্থক উত্তরাধিকারী মমতা', শিক্ষামন্ত্রী ব্রাত্য'র কথায় শুরু রাজনৈতিক তরজা

মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি বিজেপি বিধায়কের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.