ETV Bharat / state

রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক সরকারি আধিকারিকদের তলব ইডি'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 10:47 AM IST

ETV Bharat
রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে উঠেপড়ে লেগেছে ইডি

ED on Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে সক্রিয় ইডি ৷ একাধিক সরকারি আধিকারিককে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এর মধ্যে রয়েছেন ডব্লিউবিসিএস পদমর্যাদার আধিকারিকও ৷

কলকাতা, 8 ফেব্রুয়ারি: রেশন দুর্নীতি কাণ্ডে এবার কোমর বেঁধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রে খবর, আগামী 12 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে বেশ কয়েকজন সরকারি আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ৷ আর এই আধিকারিকদের মধ্যে অন্যতম দু'জন ডব্লিউবিসিএস আধিকারিক ৷

জানা গিয়েছে, 12 ফেব্রুয়ারি ডেপুটি কালেক্টর সঞ্চয়ন পানকে তলব করা হয়েছে ৷ ওই একই দিনে সিজিও-তে ডেকে পাঠানো হয়েছে নির্মাণ সহায়ক কর্মী সন্দীপ সাধু খাঁ-কে ৷ এছাড়া 15 ফেব্রুয়ারি তলব করা হয়েছে ডব্লিউবিসিএস আধিকারিক শুভ্রাংশু মণ্ডলকে ৷

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, তদন্তে নেমে তাঁরা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন, কেন্দ্রীয় সরকারি মনরেগা প্রকল্পে ভুয়ো জব কার্ড বানিয়ে বহুলাংশে দুর্নীতি হয়েছে ৷ ইডি সূত্রে খবর, 100 দিনের কাজ করেননি, এমন অনেক প্রাপকের নামে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে ৷ আর এভাবেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা সরিয়ে দেওয়া হয়েছে ৷

ইডি গোয়েন্দাদের দাবি, 1.79 কোটি টাকার দুর্নীতি হয়েছে মনরেগা প্রকল্পে ৷ তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করার আগেই এই দুর্নীতির তদন্তে নেমেছিল সিআইডি ৷ মুর্শিদাবাদের বেলডাঙা থানায় দায়ের হওয়া মনরেগা সংক্রান্ত দু’টি মামলার তদন্ত করেছিল সিআইডি-র ইকোনমিক অফেন্স উইং ৷ তবে আচমকা কেন সিআইডির তরফ থেকে এই তদন্তের গতি একেবারে স্লথ করে দেওয়া হল, তার উত্তর এখনও পর্যন্ত পাননি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ কার্যত এই কারণেই মনরেগা দুর্নীতিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে ইডি । এই ঘটনার তদন্তে নেমে চলতি সপ্তাহের সোমবার সাত সকালে তল্লাশি অভিযানে নামে ইডির কর্তারা ৷ চন্দননগর থেকে শুরু করে রিষড়া, কোন্নগর এবং মুর্শিদাবাদের বহরমপুরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় ৷

আরও পড়ুন:

  1. সংশোধনাগরে বসেই ব্যাংকের চেকে সই করতে চান বাকিবুর রহমান !
  2. গ্রামবাসীদের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ তৃণমূল সমর্থকদের, ফের উত্তপ্ত সন্দেশখালিতে 'উলটপুরাণ'
  3. সন্দেশখালি-কাণ্ডে সিট গঠন করে তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.