ETV Bharat / state

হেমন্তের বাসভবন থেকে উদ্ধার হওয়া গাড়ির রেজিস্ট্রেশন করেন কলকাতার ব্যবসায়ী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 12:37 PM IST

Updated : Feb 7, 2024, 1:13 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Hemant Soren Case: হেমন্ত সোরেনের বাসভবন থেকে উদ্ধার হওয়া গাড়ির রেজিস্ট্রেশন করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী ৷ আজ তাঁর বাড়িতে হানা দেয় ইডি ৷

কলকাতা, 7 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মামলার তদন্তে বুধবার সাতসকালে কলকাতার এক ব্যবসায়ীর বাড়িতে উপস্থিত হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, দক্ষিণ কলকাতার মুদিয়ালিতে ওই অভিজাত ব্যবসায়ীর বাড়িতে আজ সকালে ইডি হানা দেয় । এই ঘটনার সঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির যোগ রয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

ইডির অভিযোগ, রিয়েল এস্টেট ও ফিনান্সের ব্যবসা রয়েছে যোগেশ আগরওয়াল নামে কলকাতার ওই ব্যবসায়ীর । ঝাড়খণ্ডের ইডির সঙ্গে এই ঘটনায় দফায় দফায় বৈঠক করছেন এই রাজ্যের ইডি আধিকারিকরা । সূত্রের খবর, হেমন্ত সোরেনকে গ্রেফতার করার পর তাঁর বাসভবন থেকে একটি গাড়ি উদ্ধার হয়েছে । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, যে গাড়িটি পাওয়া গিয়েছিল, সেই গাড়িটির রেজিস্ট্রেশন করেছিল মুদিয়ালির এই কোম্পানি । অর্থাৎ হেমন্ত সোরেনের গাড়িটি নথিভুক্ত মুদিয়ালির এই কোম্পানির নামে । সেই প্রেক্ষিতেই কলকাতার এই ব্যবসায়ীর বাড়িতে ইডির আগমন । জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বেশ কয়েকটি কোম্পানি রয়েছে ঝাড়খণ্ডে ৷ তাঁর মাধ্যমেই হেমন্ত সোরেন কালো টাকা সাদা করতেন বলে মনে করছেন ইডির আধিকারিকরা ৷

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতারের ঘটনায় কলকাতার দুই ব্যবসায়ীর জবানবন্দিই ছিল ইডির হাতে অন্যতম প্রমাণ । আগে ওই দুই ব্যবসায়ীর বয়ান ভালোভাবে নথিভুক্ত করেন তদন্তকারীরা । জানা গিয়েছে, ওই দুই ব্যবসায়ী হলেন দিলীপ ঘোষ এবং অমিত আগরওয়াল । ইডি সূত্রের খবর, গত বছর জুন মাসে দিলীপ ও অমিত দু'জনকেই কলকাতা থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এরপরেই এই দুই কলকাতার ব্যবসায়ীকে জেরা করে গোটা কেলেঙ্কারিতে হেমন্ত সোরেনের যোগ নিয়ে সুর্নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি ।

ইডির অভিযোগ, হেমন্ত সোরেনের মোবাইল ফোনে বেআইনিভাবে অর্জিত/অধিগৃহীত সম্পত্তির বিবরণ পাওয়া গিয়েছে । প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে তাঁর ফোনের ডেটা বের করেন গোয়েন্দারা ৷ তার থেকেই নগদ লেনদেন সম্পর্কিত বেশ কয়েকটি চ্যাট ও জমি অধিগ্রহণে অন্যদের বেআইনি সুবিধা ইত্যাদির খোঁজ মিলেছে বলে দাবি করেছে ইডি ।

আরও পড়ুন:

  1. দুর্নীতি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব, বিজেপিকে চ্যালেঞ্জ হেমন্ত সোরেনের
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিতে ভয় পেয়েছে মমতা: শুভেন্দু
  3. হেমন্ত সোরেনকে 5 দিনের ইডি হেফাজতে পাঠাল আদালত
Last Updated :Feb 7, 2024, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.