ETV Bharat / state

কন্যাসন্তানকে আছড়ে খুন করার আগে তাকে বিক্রির ছক কষেছিল ডোমকলের দম্পতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 3:28 PM IST

Girl Child Murder Case: ডোমকলে মেয়েকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাব-মাকে ৷ ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য ৷ জানা গিয়েছে, তৃতীয় কন্যাসন্তানকে বিক্রির ছক ছিল দম্পতির ৷ পাশাপাশি সামাজিক সচেতনতা নিয়েও প্রশ্ন উঠছে ৷

Girl Child Murder
কন্যাসন্তানকে খুন

ডোমকল, 5 ফেব্রুয়ারি: কন্যাসন্তানকে আছাড় মেরে হত্যার ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ ওই দম্পতি তাঁদের যে কন্যাসন্তানকে নৃশংস ভাবে খুন করেছেন, তাঁকে বিক্রি করারও ছক কষেছিলেন বলে দাবি স্থানীয়দের ৷ তবে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেছেন, "ঘটনার তদন্ত চলছে ৷ এই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে ৷"

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সচেতনতার অভাবে হামেশাই ভ্রুণহত্যার ঘটনা ঘটছে । সীমান্ত এলাকায় প্রশাসন বাল্যবিবাহ রুখতে পারেনি বলে অভিযোগ । ফলে খাদিজা খুনের ঘটনায় পরোক্ষভাবে অভিযোগের নিশানায় রয়েছে জেলা শিশু সুরক্ষা দফতর ।

স্থানীয়দের দাবি, কন্যাসন্তান যে আজও সামাজিক স্বীকৃতি পায়নি, তা আরও একবার প্রমাণ হল ডোমকল থানার ভাতশালার ঘটনায় । চার মাসের কন্যাসন্তানকে বাবা-মায়ের আছড়ে খুন করার পেছনেও রয়েছে সামাজিক সচেতনতার অভাব । অভিযুক্ত বাবা-মা গ্রেফতার হলেও অভিযোগের আঙুল উঠেছে জেলা শিশু সুরক্ষা দফতরের দিকেই । সাধারণ মানুষের অভিযোগ, রাজ্য ও কেন্দ্র মহিলাদের উন্নয়নে একাধিক প্রকল্প চালুর পাশাপাশি মহিলাদের জন্য সংরক্ষণ বিল আনলেও আজও সমাজ সেই তিমিরের ডুবে রয়েছে । কন্যাসন্তানকে মান্যতা দেওয়া হচ্ছে না ।

যদিও জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত বলেন, "শিশু সুরক্ষা বিষয়ে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে । তার সুফল হিসাবে এই জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেয়েদের সংখ্যা বেড়েছে । ভাতশালার ঘটনা বিচ্ছিন্ন । দুটি মেয়ের পর ফের কন্যাসন্তানের জন্ম হওয়ায় চার মাসের শিশুকন্যাকে আছড়ে মারার ঘটনায় রবিবার রাতেই বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ । কিন্তু কেন এমন ঘটনা ঘটল তার পিছনের কারণ খোঁজার চেষ্টা কি আদৌ প্রশাসন করেছে ?"

ধৃত রিন্টু শেখের সঙ্গে সাত বছর আগে কামুড়দিয়ারের বাসিন্দা বেলুয়ারা বিবির বিয়ে হয় । দম্পতির চার বছর ও তিন বছরের দু'টি কন্যাসন্তান রয়েছে । অভিযোগ, ওই দুই কন্যাসন্তানকে বেধড়ক মারধর করতেন রিন্টু । বড় মেয়ের হাতও ভেঙে দেন বলে অভিযোগ । রিন্টুর দুই কন্যাসন্তান তাঁর শ্বশুরবাড়িতে লালন পালন করেন শাশুড়ি রঙ্গিলা বিবি । রিন্টু পরিযায়ী শ্রমিকের কাজে কেরলে ছিলেন । মাস চারেক আগে ফের কন্যাসন্তানের জন্ম দেন বেলুয়ারা বিবি । এরপরেই দিন সাতেক আগে বাড়ি ফিরে আসে রিন্টু । রবিবার দুপুরে স্বামী-স্ত্রী মিলে চার মাসের শিশুকে খুন করেন বলে অভিযোগ । খুনের পর স্বামী-স্ত্রী পরস্পরের উপর খুনের দায় চাপিয়েছেন ।

যদিও রিন্টু শেখের বাবা দাবির শেখ বলেন, "দুজনে মিলেই পরিকল্পিত খুন করেছে ।" দাবির শেখই ছেলে বউমার নামে লিখিত অভিযোগ জানিয়েছেন । তদন্তে নেমে পুলিশ জানতে পারে রিন্টু শেখ মাদকাশক্ত । তাঁর নামে একাধিক অভিযোগ রয়েছে । বার কয়েক গ্রেফতারও হয়েছিলেন তিনি । পুলিশের ভয়ে কেরল পালিয়ে বেড়াচ্ছিলেন ।

আরও পড়ুন:

  1. দুই মেয়ের পর ফের জন্ম কন্যা সন্তানের, আছড়ে 'খুন' বাবা-মায়ের
  2. টাকার বিনিময়ে নবজাতককে বিক্রির অভিযোগে গ্রেফতার 2
  3. সদ্যোজাত অষ্টম কন্যাকে বিক্রি মায়ের ! 'ক্রিমিনাল অফেন্স', তদন্তের আশ্বাস স্বাস্থ্য আধিকারিকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.