ETV Bharat / state

বাজেটের আগেই প্রকাশ্যে 'মিনি বাজেট', কয়েকশো কোটির প্রকল্পের ঘোষণা মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 9:06 PM IST

Updated : Feb 7, 2024, 11:02 PM IST

Mamata Banerjee: বুধবারের সভা থেকে দেড় লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার কথা জানান মমতা। এছাড়াও এদিন হাওড়ার সভামঞ্চ থেকে নতুন করে লক্ষীর ভাণ্ডার, সবুজসাথী-সহ রাজ্যের একাধিক প্রকল্পে নতুন নাম সংযুক্তি ও অর্থ বরাদ্দের কথাও ঘোষণা করেন মমতা।

মিনি বাজেট পেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee
হাওড়ার সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা মমতার

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার পেশ হবে রাজ্য বাজেট ৷ তার আগে বুধবার রাজ্য পরিবহণ দফতরের মোট 74টি প্রকল্পের উদ্বোধন হল। সবমিলিয়ে টাকার অঙ্কটা 252 কোটিরও বেশি। এর মধ্যে জলপথ পরিবহণের 28টি প্রকল্প রয়েছে। তার মধ্যে নতুন জেটি ও ভেসেলের কথাও বলা হয়েছে। পাশাপাশি চালু হল 57টি নতুন বাস। এই বাবদ 23 কোটি 56 লক্ষ টাকা অর্থ বরাদ্দ হয়েছে। সড়ক উন্নয়নের জন্য রয়েছে 14টি প্রকল্প । এই প্রকল্পের আওতায় বাস টার্মিনাস থেকে শুরু করে যাত্রী প্রতিক্ষালয় তৈরি করতে খরচ হবে 23 কোটি টাকারও বেশি। একইসঙ্গে হাওড়া সদরে নতুন দমকল কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

এছাড়াও রাজ্যের অন্য জেলার জন্যও কয়েকটি প্রকল্প চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। সলমিলিয়ে বুধবারের সভা থেকে দেড় লক্ষ মানুষের পরিষেবা পাওয়ার কথা জানান। এর আগে উত্তরবঙ্গ থেকে 12 লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হয়েছে বলেও জানান। বুধবার প্রায় সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি হাওড়ার বিভিন্ন শিল্প পার্কের সব স্টেশন-সহ কর্মসংস্থান নিয়ে তাঁর দাবি, "রাজ্যের সরকার বহু কর্মসংস্থান তৈরি করেছে। আর আগামিদিনে আরও লক্ষাধিক কর্মসংস্থান হবে হাওড়ার বিভিন্ন বাণিজ্য পার্কে। এছাড়াও হাওড়া সদর হাসপাতাল ও আমতা হাসপাতাল-সহ সাঁকরাইলের হাজি এসটি প্রাথমিক কেন্দ্রের উন্নয়নের জন্য সভা থেকে অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়।" সবমিলিয়ে সংশ্লিষ্ট মহলের মতে কার্যত 'মিনি বাজেট' পেশ করেছেন মমতা।

এর পাশাপাশি, হাওড়ার বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের মেরামতির জন্য অর্থ বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশপাশি 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার তিন বছর অর্থ বরাদ্দ না-দেওয়া আবারও সমালোচনায় সরব হন মমতা। জানিয়ে দেন, সেই টাকা রাজ্য সরকার দিচ্ছে। এছাড়াও সভামঞ্চ থেকে নতুন করে লক্ষীর ভাণ্ডার, সবুজসাথী-সহ রাজ্যের একাধিক প্রকল্পে নতুন নাম সংযুক্তি ও অর্থ বরাদ্দের কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। এছাড়াও বৃষ্টিতে চাষিদের শস্য নষ্ট হয়ে যাওয়া বাবদ আর্থিক ক্ষতিপূরণ বুধবারের সভা থেকে ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

  1. কেন্দ্রীয় প্রকল্পে বাংলা এক নম্বরে ছিল বলেই টাকা বন্ধ করা হয়েছে, অভিযোগ মমতার
  2. যেমন কথা তেমন কাজ! 21 লক্ষ শ্রমিককে একশো দিনের বকেয়া দেওয়ার প্রস্ততি শুরু
  3. কেন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু বাজেট অধিবেশন, ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান

হাওড়ার সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা মমতার

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার পেশ হবে রাজ্য বাজেট ৷ তার আগে বুধবার রাজ্য পরিবহণ দফতরের মোট 74টি প্রকল্পের উদ্বোধন হল। সবমিলিয়ে টাকার অঙ্কটা 252 কোটিরও বেশি। এর মধ্যে জলপথ পরিবহণের 28টি প্রকল্প রয়েছে। তার মধ্যে নতুন জেটি ও ভেসেলের কথাও বলা হয়েছে। পাশাপাশি চালু হল 57টি নতুন বাস। এই বাবদ 23 কোটি 56 লক্ষ টাকা অর্থ বরাদ্দ হয়েছে। সড়ক উন্নয়নের জন্য রয়েছে 14টি প্রকল্প । এই প্রকল্পের আওতায় বাস টার্মিনাস থেকে শুরু করে যাত্রী প্রতিক্ষালয় তৈরি করতে খরচ হবে 23 কোটি টাকারও বেশি। একইসঙ্গে হাওড়া সদরে নতুন দমকল কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

এছাড়াও রাজ্যের অন্য জেলার জন্যও কয়েকটি প্রকল্প চালু করার কথা জানান মুখ্যমন্ত্রী। সলমিলিয়ে বুধবারের সভা থেকে দেড় লক্ষ মানুষের পরিষেবা পাওয়ার কথা জানান। এর আগে উত্তরবঙ্গ থেকে 12 লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হয়েছে বলেও জানান। বুধবার প্রায় সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি হাওড়ার বিভিন্ন শিল্প পার্কের সব স্টেশন-সহ কর্মসংস্থান নিয়ে তাঁর দাবি, "রাজ্যের সরকার বহু কর্মসংস্থান তৈরি করেছে। আর আগামিদিনে আরও লক্ষাধিক কর্মসংস্থান হবে হাওড়ার বিভিন্ন বাণিজ্য পার্কে। এছাড়াও হাওড়া সদর হাসপাতাল ও আমতা হাসপাতাল-সহ সাঁকরাইলের হাজি এসটি প্রাথমিক কেন্দ্রের উন্নয়নের জন্য সভা থেকে অর্থ বরাদ্দের ঘোষণা করা হয়।" সবমিলিয়ে সংশ্লিষ্ট মহলের মতে কার্যত 'মিনি বাজেট' পেশ করেছেন মমতা।

এর পাশাপাশি, হাওড়ার বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের মেরামতির জন্য অর্থ বরাদ্দের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশপাশি 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার তিন বছর অর্থ বরাদ্দ না-দেওয়া আবারও সমালোচনায় সরব হন মমতা। জানিয়ে দেন, সেই টাকা রাজ্য সরকার দিচ্ছে। এছাড়াও সভামঞ্চ থেকে নতুন করে লক্ষীর ভাণ্ডার, সবুজসাথী-সহ রাজ্যের একাধিক প্রকল্পে নতুন নাম সংযুক্তি ও অর্থ বরাদ্দের কথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। এছাড়াও বৃষ্টিতে চাষিদের শস্য নষ্ট হয়ে যাওয়া বাবদ আর্থিক ক্ষতিপূরণ বুধবারের সভা থেকে ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

  1. কেন্দ্রীয় প্রকল্পে বাংলা এক নম্বরে ছিল বলেই টাকা বন্ধ করা হয়েছে, অভিযোগ মমতার
  2. যেমন কথা তেমন কাজ! 21 লক্ষ শ্রমিককে একশো দিনের বকেয়া দেওয়ার প্রস্ততি শুরু
  3. কেন রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু বাজেট অধিবেশন, ব্যাখ্যা দিলেন অধ্যক্ষ বিমান
Last Updated : Feb 7, 2024, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.