ETV Bharat / state

সিআইডি হেফাজতেই শাহজাহান, বাজেয়াপ্ত কয়েক কোটির সম্পত্তি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 7:24 PM IST

Updated : Mar 5, 2024, 8:44 PM IST

Sheikh Shahjahan: হাইকোর্টের নির্দেশের পরও শাহজাহানকে পেল না সিবিআই ৷ সিআইডি জানাল রাজ্য সুপ্রিমকোর্টে গিয়েছে, তাই মামলা এখন বিচারাধীন ৷

শাহজাহানকে হেফাজতে পেল না সিবিআই
Sheikh Shahjahan

কলকাতা, 5 মার্চ: ভবানী ভবনে পৌঁছেও শাহজাহানকে হাতে পেল না সিবিআই ৷ দু'ঘণ্টার উপর অপেক্ষার পরও সিবিআইকে ফিরতে হল খালি হাতে ৷ সুপ্রিম কোর্টে শাহজাহান নিয়ে মামলা করেছে রাজ্য সরকার, তাই এটি বিচারাধীন বিষয় ৷ এই কারণ সামনে রেখেই সিআইডির থেকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই। প্রায় দু'ঘণ্টা ধরে সিবিআইয়ের মোট 6 জন অফিসার যে সিআইডির আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, কী কথা বলেছেন সেগুলি এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ তবে শেষ পর্যন্ত পাওয়া খবর এটাই যে শেখ শাহাজাহানকে মঙ্গলবার সিবিআই হেফাজতে পেল না ৷

অন্যদিকে, শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এক্স হ্যান্ডেলেই সেই তথ্য সামনে আনা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে। জানা যাচ্ছে, শেখ শাহজাহানের প্রায় তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । পিএমএলএ অ্যাক্টে মামলাও দায়ের করা হয়েছে ইডির তরফে।

মঙ্গলের দুপুর থেকে শাহজাহান মামলা নাটকীয় মোড় নেয়। হাইকোর্টে তরফ থেকে আজই বলা হয় , যে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। নির্দেশ দেওয়া হয় বিকেল সাড়ে চারটের মধ্যে অবশ্যই শেখ শাহজাহানকে যেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দেয়া হয়। সেই মতোই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য ভবানী ভবনে রওনা হন সিবিআই আধিকারিকরা। সেখানে রুদ্ধশ্বাস বৈঠক চলে প্রায় দু'ঘণ্টা।

অবশ্যই দু'ঘণ্টা সিবিআই আধিকারিকদের সঙ্গে কী বৈঠক হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর, সিআইডির এক উচ্চপদস্থ আধিকারিক তাদের বলেন যে, বিষয়টি বিচারাধীন। কারণ, রাজ্য সরকার এই ঘটনার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে। যেখানে সুপ্রিম কোর্টের কাছে শাহজাহান মামলার জরুরি শুনানির আবেদন করা হয় । সুপ্রিম কোর্টে মামলা উঠলেও, রাজ্যের জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ শীর্ষ আদালতে।

প্রশ্ন ওঠে কীভাবে ইতিমধ্যেই সিআইডির হেফাজতে থাকা ব্যক্তিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হাতে নিতে পারে। এরপরই সিবিআই আধিকারিকরা ভবানী ভবন থেকে শেখ শাহজাহানকে না নিয়েই শূন্য হাতে ফিরে আসেন। সিবিআই সূত্রে খবর, আজ রাতে একটি বৈঠক করবেন তারা। শাহজাহানকে তারা কীভাবে নিজেদের হেফাজতে পেতে পারেন সেই বিষয়ে জানার জন্য দিল্লির সদর দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করে আইনি পরামর্শ নেবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

আরও পড়ুন:

  1. শাহজাহানকে মঙ্গলেই সিবিআইয়ের হাতে হস্তান্তর, রাজ্যের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
  2. সন্দেশখালির প্রসঙ্গ তুলে এসপি-ডিএমদের তুলোধনা ফুল বেঞ্চের
  3. রাজ্য পুলিশ নয়, তদন্তভার নিক সিবিআই; সন্দেশখালিতে হামলার ঘটনায় আদালতে ইডি
Last Updated : Mar 5, 2024, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.