ETV Bharat / state

ঝুলন্ত অবস্থায় ছেলে, মেঝেতে পড়ে মা-মেয়ের পোড়া দেহ; চাঞ্চল্য তারকেশ্বরে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 10:02 PM IST

Mysterious Death of Family Members: তারকেশ্বরে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ৷ ঝুলন্ত অবস্থায় ছেলে ও মেঝেতে মা-মেয়ের পোড়া দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, মা- দিদিকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক ৷

ETV Bharat
ইটিভি ভারত
একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু

চাঁপাডাঙা, 22 জানুয়ারি: তারকেশ্বরে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য । অগ্নিদগ্ধ অবস্থায় মা-মেয়ের দেহ উদ্ধার হল। পাশেই ঝুলন্ত অবস্থায় ছিল বাড়ির ছেলের দেহ ৷ মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায় । মৃতরা হলেন মা বিজলি মাইতি(54), মেয়ে সুজাতা মাইতি(31) ও ছেলে শুভম মাইতি ৷

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সোমবার সকাল থেকেই মাইতি বাড়ি থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না । বাড়ি থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল । তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের । পরিস্থিত বেগতিক বুঝে খবর দেওয়া হয় আত্মীয়দের। এরপর ঘরের দরজা ভেঙে দেখা যায় মা বিজলি মাইতি ও মেয়ে সুজাতা মাইতির দেহ অগ্নিদগ্ধ অবস্থায় মেঝেতে পড়ে আছেন । ছেলে শুভম মাইতির দেহ ঝুলন্ত অবস্থায় ছিল । এই ঘটনার পরই শোকের ছায়া নেমে আসে গ্রামে । তবে কেন এই মর্মান্তিক মৃত্যু হল তার কারণ এখনও পরিষ্কার নয় ।

পুলিশ ময়নাতদন্তের জন্য তিনজনের দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, মা-দিদিকে প্রথমে আগুনে পুড়িয়ে মারেন শুভম । তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পিছনে পারিবারিক অশান্তি না অন্য কোনও কারণ রয়েছে, সেটাই খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ ।

চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "এই মর্মান্তিক ঘটনায় আসল কী কারণ এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না । পুলিশ এই ঘটনার তদন্ত করছে । ওই পরিবারে মেয়েটির বিয়ে হয়নি । শুভম একটি বেসরকারি সংস্থা চাকরি করতেন ।" মতদের আত্মীয় পলাশ মণ্ডল বলেন, "সকাল ন'টা নাগাদ আমরা খবর পেয়েছি । তারপর দরজা ভেঙে এরকম পরিস্থিতি দেখতে পাওয়া যায় । পারিবারিক অশান্তির জন্যই এই ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান । আসল কী কারণ আমরা কেউ বুঝতে পারছি না ।"

আরও পড়ুন:

  1. ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু শিশু-সহ একই পরিবারের তিনজনের
  2. বিয়ের ছ’মাসের মধ্যেই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে আটক স্বামী
  3. ঠান্ডা থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে ঘুম, দমবন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 5 জনের

একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু

চাঁপাডাঙা, 22 জানুয়ারি: তারকেশ্বরে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য । অগ্নিদগ্ধ অবস্থায় মা-মেয়ের দেহ উদ্ধার হল। পাশেই ঝুলন্ত অবস্থায় ছিল বাড়ির ছেলের দেহ ৷ মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায় । মৃতরা হলেন মা বিজলি মাইতি(54), মেয়ে সুজাতা মাইতি(31) ও ছেলে শুভম মাইতি ৷

স্থানীয় ও পরিবার সূত্রে খবর, সোমবার সকাল থেকেই মাইতি বাড়ি থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না । বাড়ি থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল । তাতেই সন্দেহ হয় প্রতিবেশীদের । পরিস্থিত বেগতিক বুঝে খবর দেওয়া হয় আত্মীয়দের। এরপর ঘরের দরজা ভেঙে দেখা যায় মা বিজলি মাইতি ও মেয়ে সুজাতা মাইতির দেহ অগ্নিদগ্ধ অবস্থায় মেঝেতে পড়ে আছেন । ছেলে শুভম মাইতির দেহ ঝুলন্ত অবস্থায় ছিল । এই ঘটনার পরই শোকের ছায়া নেমে আসে গ্রামে । তবে কেন এই মর্মান্তিক মৃত্যু হল তার কারণ এখনও পরিষ্কার নয় ।

পুলিশ ময়নাতদন্তের জন্য তিনজনের দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, মা-দিদিকে প্রথমে আগুনে পুড়িয়ে মারেন শুভম । তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনার পিছনে পারিবারিক অশান্তি না অন্য কোনও কারণ রয়েছে, সেটাই খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ ।

চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "এই মর্মান্তিক ঘটনায় আসল কী কারণ এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না । পুলিশ এই ঘটনার তদন্ত করছে । ওই পরিবারে মেয়েটির বিয়ে হয়নি । শুভম একটি বেসরকারি সংস্থা চাকরি করতেন ।" মতদের আত্মীয় পলাশ মণ্ডল বলেন, "সকাল ন'টা নাগাদ আমরা খবর পেয়েছি । তারপর দরজা ভেঙে এরকম পরিস্থিতি দেখতে পাওয়া যায় । পারিবারিক অশান্তির জন্যই এই ঘটনা ঘটেছে বলে আমাদের অনুমান । আসল কী কারণ আমরা কেউ বুঝতে পারছি না ।"

আরও পড়ুন:

  1. ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু শিশু-সহ একই পরিবারের তিনজনের
  2. বিয়ের ছ’মাসের মধ্যেই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে আটক স্বামী
  3. ঠান্ডা থেকে বাঁচতে উনুন জ্বালিয়ে ঘুম, দমবন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 5 জনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.