ETV Bharat / state

ফ্রিজের চকলেট-বাদাম খেয়ে গৃহস্থের সোনাদানা-নগদ নিয়ে চম্পট দিল ডাকাতদল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 5:07 PM IST

Etv Bharat
Etv Bharat

Robbery in Midnapore: মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোড়াপাড়া এলাকার বাসিন্দা নীলকমল অট্ট গত মঙ্গলবার থেকে ছিলেন না নিজের বাড়িতে।তার পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। এরপর ছয়দিনের মাথায় রবিবার সকালে বাড়ি ফিরে আসেন। আর বাড়িতে ফিরে দেখেন বাড়ির জানালা ভাঙা। তড়িঘড়ি বাড়ির ভেতর প্রবেশ করে দেখেন ঘরের আলমারি থেকে শুরু করে ওয়ারড্রোব সব কিছুই ভাঙা।

মেদিনীপুর, 4 ফেব্রুয়ারি: আত্মীয়ের বাড়িতে গিয়েছিল পরিবার ৷ ফিরে এসে দেখল খোয়া গিয়েছে বাড়ির সকল জিনিসই ৷ মেদিনীপুরে রাতের অন্ধকারে ঘটল দুঃসাহসিক ডাকাতি। আর সেই ডাকাতির ঘটনায় টাকা-সোনা-বাসনপত্রের সঙ্গেই খোয়া গিয়েছে চিনি, বাদামের মতো জিনিসও ৷ যা দেখে চক্ষু চড়কগাছ সকলের ৷

জানা গিয়েছে, মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোড়াপাড়া এলাকার বাসিন্দা নীলকমল অট্ট গত মঙ্গলবার থেকে ছিলেন না নিজের বাড়িতে।পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি। ছ'দিনের মাথায় রবিবার সকালে বাড়ি ফিরে আসেন তাঁরা। বাড়িতে ফিরে দেখেন বাড়ির জানালা ভাঙা। তড়িঘড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের আলমারি থেকে শুরু করে ওয়ারড্রোব সব কিছুই ভাঙা। সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ৷ আলমারির লকার খুলে দেখেন সব গয়না উধাও। তাঁর অভিযোগ, লক্ষাধিক টাকার গয়না-সহ নগদ প্রায় 40 হাজার টাকা লুঠ হয়ে গিয়েছে। পাশাপাশি তাদের অভিযোগ, শুধু তাই নয়, ফ্রিজে রাখা সমস্ত খাওয়ারও খেয়ে গিয়েছে ডাকাতের দল।

এই ঘটনায় হতভম্ব ও আতঙ্কিত পরিবার দ্বারস্থ হয়েছেন পুলিশের কাছে। এই খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সমস্ত কিছু তথ্য জোগাড় করে ছবি তুলে এলাকার বাসিন্দার সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এই দম্পতি থানায় অভিযোগ করেছেন তাতে সোনা টাকা চুরির যেমন অভিযোগ রয়েছে, তেমনই চকলেট ও চিনি বাদাম খেয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে।

বাড়ির কর্ত্রী প্রণতি অট্ট জানান, গত মঙ্গলবার তারা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল অনুষ্ঠান উপলক্ষে। এরপর তারা পাঁচ দিন ওখানে ছিলেন। ছ'দিনের মাথায় যখন বাড়িতে ফিরে আসেন, তখন দেখে জানলা ভাঙা। এরপর বাড়িতে ঢুকে দেখেই সমস্ত কিছু তছনছ হয়ে পড়ে আছে। আলমারির ড্রয়ার খোলা, সব ছড়ানো-ছিটানো ছিল। চোররা শুধু চুরি করেছে তা নয়, ফ্রিজ থেকে ভুসিমাল-চিনি-বাদাম সব ফেলে দিয়েছে। ফ্রিজের জল খেয়েছে চকলেট খেয়েছে এবং চুরি করে নিয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন:

  1. মাধ্যমিক পরীক্ষার্থীর ফোন নম্বর না-পেয়ে খেলনা বন্দুক দেখিয়ে ভয়, আটক তিন 'রোমিও'!
  2. ঐতিহ্যবাহী নিউ মার্কেটের 150 বছর, 'প্রাতিষ্ঠানিক ডাকটিকিট' প্রকাশের ভাবনা কলকাতা পৌরনিগমের
  3. সিএএ নিয়ে দিনকয়েকের মধ্যেই ভোলবদল শান্তনুর, 'মিথ্যাবাদী' বলে আক্রমণ মমতাবালার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.