ETV Bharat / state

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হতেই পুরুষ সঙ্গীকে বিয়ে বীরভূমের বাসুদেবের

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 10:42 PM IST

Same sex Marriage: বাবা-মায়ের ইচ্ছায় বিয়ে হলেও ভেঙে যায় সেই সম্পর্ক ৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরই সিঁদুর পরিয়ে পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন বীরভূমের এক যুবক ৷

Etv Bharat
পুরুষ সঙ্গীকে বিয়ে বীরভূমের বাসুদেবের

সিউড়ি, 8 ফেব্রুয়ারি: মালাবদলের পর সিঁদুর দান ৷ স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের পর নিজের ভালোবাসার সঙ্গীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ৷ পাত্র হাওড়া জেলার বাসিন্দা অমিত মালিক ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে নানা মাধ্যমে ৷

তবে এই বিয়েতে মান্যতা দিয়েছেন পরিবারের সদস্যরা ৷ এলাকার মানুষজন তাঁদের জন্য চাঁদা তুলে রীতিমতো প্রীতিভোজের আয়োজন করেছেন। অর্থাৎ, সংবিধানের পাশাপাশি, সামাজিক ভাবেও এলাকার মানুষ দুই ব্যক্তির ভালোবাসাকে সম্মান জানিয়েছেন ৷ বাড়ির এক সদস্য বলেন, "পাড়ার লোকেরা কী বলছেন জানি না, আমাদের ভালো লাগছে ৷ সবাই খোঁজ নিচ্ছে ৷ বন্ধুরাও খুবই আনন্দিত ৷ সকলে ফোন করছেন ৷"

জানা গিয়েছে, বীরভূমের সিউড়ির কড়িধ্যার সেনপাড়ার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। বর্তমানে 37 বছর বয়সী বাসুর 1 বছর আগে বিয়ে হয়েছিল ৷ বিয়ের কিছু দিন পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় বলে জানা গিয়েছে ৷ তার ফলস্বরূপ বিয়ে ভেঙে যায় ৷ তারপর বাসুর সঙ্গে পরিচয় হয় হাওড়া জেলার বাসিন্দা অমিত মালিকের ৷ তাঁরা দু'জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷

হাওড়ায় গিয়ে আত্মীয়-সহ প্রতিবেশীদের ভিডিয়ো কলে রেখে মালা বদল সারেন দুজনে ৷ সাদা জামা প্যান্ট পরে রজনীগন্ধার মালা বদলের পাশাপাশি বাসুকে সিঁদুরও পরিয়ে দেন অমিত ৷ সিউড়ির সেনপাড়ার বাসিন্দারা এই বিয়ের খবরে উচ্ছ্বাসিত ৷ তাঁরা নিজেদের মধ্যে চাঁদা তুলতে শুরু করে দিয়েছেন। সেই চাঁদার টাকায় প্রীতিভোজের আয়োজন করা হবে পাড়ায় ৷ প্রতিবেশী থেকে আত্মীয়রা সকলেই তাঁদের ঘরে ফেরার অপেক্ষা করছেন ৷

আরও পড়ুন:

1. নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে 30 হাজার টাকা জরিমানা আদালতের

2. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব

3. দেবের সিনেমা ভালো লেগেছে, 'প্রধান' দেখে আপ্লুত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

সিউড়ি, 8 ফেব্রুয়ারি: মালাবদলের পর সিঁদুর দান ৷ স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদের পর নিজের ভালোবাসার সঙ্গীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ৷ পাত্র হাওড়া জেলার বাসিন্দা অমিত মালিক ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে নানা মাধ্যমে ৷

তবে এই বিয়েতে মান্যতা দিয়েছেন পরিবারের সদস্যরা ৷ এলাকার মানুষজন তাঁদের জন্য চাঁদা তুলে রীতিমতো প্রীতিভোজের আয়োজন করেছেন। অর্থাৎ, সংবিধানের পাশাপাশি, সামাজিক ভাবেও এলাকার মানুষ দুই ব্যক্তির ভালোবাসাকে সম্মান জানিয়েছেন ৷ বাড়ির এক সদস্য বলেন, "পাড়ার লোকেরা কী বলছেন জানি না, আমাদের ভালো লাগছে ৷ সবাই খোঁজ নিচ্ছে ৷ বন্ধুরাও খুবই আনন্দিত ৷ সকলে ফোন করছেন ৷"

জানা গিয়েছে, বীরভূমের সিউড়ির কড়িধ্যার সেনপাড়ার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। বর্তমানে 37 বছর বয়সী বাসুর 1 বছর আগে বিয়ে হয়েছিল ৷ বিয়ের কিছু দিন পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় বলে জানা গিয়েছে ৷ তার ফলস্বরূপ বিয়ে ভেঙে যায় ৷ তারপর বাসুর সঙ্গে পরিচয় হয় হাওড়া জেলার বাসিন্দা অমিত মালিকের ৷ তাঁরা দু'জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন ৷

হাওড়ায় গিয়ে আত্মীয়-সহ প্রতিবেশীদের ভিডিয়ো কলে রেখে মালা বদল সারেন দুজনে ৷ সাদা জামা প্যান্ট পরে রজনীগন্ধার মালা বদলের পাশাপাশি বাসুকে সিঁদুরও পরিয়ে দেন অমিত ৷ সিউড়ির সেনপাড়ার বাসিন্দারা এই বিয়ের খবরে উচ্ছ্বাসিত ৷ তাঁরা নিজেদের মধ্যে চাঁদা তুলতে শুরু করে দিয়েছেন। সেই চাঁদার টাকায় প্রীতিভোজের আয়োজন করা হবে পাড়ায় ৷ প্রতিবেশী থেকে আত্মীয়রা সকলেই তাঁদের ঘরে ফেরার অপেক্ষা করছেন ৷

আরও পড়ুন:

1. নাবালক ছেলেকে বাইক চালাতে দেওয়ায় মাকে 30 হাজার টাকা জরিমানা আদালতের

2. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব

3. দেবের সিনেমা ভালো লেগেছে, 'প্রধান' দেখে আপ্লুত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.