ETV Bharat / state

4 দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ, এলাকায় তুলকালাম

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 7:16 PM IST

Updated : Feb 4, 2024, 8:17 PM IST

Engineering Student Body Recovered: গত 1 ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হয়েছিলেন গড়িয়ার মহামায়াতলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র অপ্রতিম দাস ৷ আর চারদিন পর আজ তাঁর দেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে ৷ ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার ৷ পুলিশ দেহ উদ্ধার করতে এলে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ দেহ আটকে চলে বিক্ষোভ ৷

ETV BHARAT
ETV BHARAT
পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ

নরেন্দ্রপুর, 4 ফেব্রুয়ারি: 4 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ ৷ রবিবার সকালে নরেন্দ্রপুরে স্থানীয় একটি পুকুরে নিখোঁজ ছাত্র অপ্রতিম দাসের দেহ ভেসে ওঠে ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকায় ৷ মৃত ছাত্রের বাড়ি গড়িয়া মহামায়াতলা এলাকায় ৷ দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে নিয়ে আসা হয় ৷

পরিবারের অভিযোগ, অপ্রতিম গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন ৷ 1 ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার ফরতাবাড়ের চড়কতলা এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ৷ তারপর থেকেই ওই পড়ুয়ার আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয় ৷ কিন্তু, পুলিশ অপ্রতিমকে খোঁজার কোনও চেষ্টাই করেনি বলে অভিযোগ পরিবারের ৷ পরিবারের সদস্যরা নিজেদের মতো করে এলাকায় খোঁজখবর চালান ৷ কিন্তু, ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কোনও হদিশ তাঁরা পাননি ৷

পরিবারের অভিযোগ, পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজখবর করেনি ৷ রবিবার সকালে নরেন্দ্রপুর থানার ঢালিপাড়ায় একটি পুকুরে অপ্রতিমের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ তারপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ সেই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় তুলকালাম ৷ পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷

স্থানীয়দের দাবি, চারদিন আগে অপ্রতিম নিখোঁজ হয়েছেন ৷ কিন্তু পুলিশ তাঁকে খুঁজতে তেমন কোনও চেষ্টাই করেনি ৷ এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিলেন অপ্রতিম ৷ স্থানীয়দের আরও দাবি, পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই ছাত্রকে ৷ ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ঘটনাটি খুন না দুর্ঘটনা, তা জানতে তদন্ত চলছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট না এলে, বিশেষ কিছু বলতে নারাজ পুলিশ ৷ কাদের সঙ্গে অপ্রতিম বিয়েবাড়ি গিয়েছিলেন, তা খোঁজখবর করে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে যাদের অনুষ্ঠান ছিল, তাদের সঙ্গেও কথা বলা হবে ৷ ওইদিন অপ্রতিমের সঙ্গে কারও কোনও গোলমাল হয়েছিল কি না, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

  1. নিখোঁজ নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধার, অভিযুক্তের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার
  2. কলকাতার এমএলএ হোস্টেলে বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, উদ্ধার দেহ
  3. কানপুরে নাবালিকাকে হত্যা করে দেহ আর্বজনার মধ্যে লুকিয়ে রাখল সৎ মা !

পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ

নরেন্দ্রপুর, 4 ফেব্রুয়ারি: 4 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ ৷ রবিবার সকালে নরেন্দ্রপুরে স্থানীয় একটি পুকুরে নিখোঁজ ছাত্র অপ্রতিম দাসের দেহ ভেসে ওঠে ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকায় ৷ মৃত ছাত্রের বাড়ি গড়িয়া মহামায়াতলা এলাকায় ৷ দেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে নিয়ে আসা হয় ৷

পরিবারের অভিযোগ, অপ্রতিম গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন ৷ 1 ফেব্রুয়ারি নরেন্দ্রপুর থানার ফরতাবাড়ের চড়কতলা এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ৷ তারপর থেকেই ওই পড়ুয়ার আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ পরিবারের তরফে নরেন্দ্রপুর থানায় নিখোঁজের অভিযোগ করা হয় ৷ কিন্তু, পুলিশ অপ্রতিমকে খোঁজার কোনও চেষ্টাই করেনি বলে অভিযোগ পরিবারের ৷ পরিবারের সদস্যরা নিজেদের মতো করে এলাকায় খোঁজখবর চালান ৷ কিন্তু, ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার কোনও হদিশ তাঁরা পাননি ৷

পরিবারের অভিযোগ, পুলিশ গুরুত্ব দিয়ে খোঁজখবর করেনি ৷ রবিবার সকালে নরেন্দ্রপুর থানার ঢালিপাড়ায় একটি পুকুরে অপ্রতিমের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ তারপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায় ৷ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ দেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ৷ সেই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় তুলকালাম ৷ পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ৷

স্থানীয়দের দাবি, চারদিন আগে অপ্রতিম নিখোঁজ হয়েছেন ৷ কিন্তু পুলিশ তাঁকে খুঁজতে তেমন কোনও চেষ্টাই করেনি ৷ এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিলেন অপ্রতিম ৷ স্থানীয়দের আরও দাবি, পরিকল্পনা করেই খুন করা হয়েছে ওই ছাত্রকে ৷ ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ ঘটনাটি খুন না দুর্ঘটনা, তা জানতে তদন্ত চলছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট না এলে, বিশেষ কিছু বলতে নারাজ পুলিশ ৷ কাদের সঙ্গে অপ্রতিম বিয়েবাড়ি গিয়েছিলেন, তা খোঁজখবর করে দেখা হচ্ছে ৷ প্রয়োজনে যাদের অনুষ্ঠান ছিল, তাদের সঙ্গেও কথা বলা হবে ৷ ওইদিন অপ্রতিমের সঙ্গে কারও কোনও গোলমাল হয়েছিল কি না, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:

  1. নিখোঁজ নাবালিকার মুণ্ডহীন দেহ উদ্ধার, অভিযুক্তের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার
  2. কলকাতার এমএলএ হোস্টেলে বিধায়কের নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু, উদ্ধার দেহ
  3. কানপুরে নাবালিকাকে হত্যা করে দেহ আর্বজনার মধ্যে লুকিয়ে রাখল সৎ মা !
Last Updated : Feb 4, 2024, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.