ETV Bharat / state

নজিরবিহীন ! 105 বছর বয়সে সাক্ষী দিতে আদালতে হাজির বৃদ্ধ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 11:03 AM IST

105 Year Old Man in Court: বয়সে কী যায় আসে ! মনবলকে হাতিয়ার করে নাতির হাত ধরে 105 বছর বয়সেও আদালতে সাক্ষী দিতে এলেন বৃদ্ধ । ঘটনাস্থল চুঁচুড়া জেলা আদালত ৷ শরিকি সম্পত্তি নিয়ে মামলা চলছে বৃদ্ধের ৷

105 Year Old Man
105 বছর বয়সি বৃদ্ধ
105 বছর বয়সে আদালতে সাক্ষী দিতে হাজির বৃদ্ধ

চুঁচুড়া, 7 ফেব্রুয়ারি: 60 পেরলেই যেখানে অনেকের হাঁটতে-চলতে অসুবিধা হয় ৷ বাড়ির বাইরে বেরতে চান না ৷ সেখানে নজিরবিহীন ঘটনা ঘটল চুঁচুড়ায় ৷ 105 বছর বয়সি বৃদ্ধ নিজে হেঁটে সাক্ষী দিতে এলেন আদালতে ৷ এই বয়সেও বৃদ্ধের মনবল ও শারীরিক ক্ষমতা দেখে তাজ্জব আইনজীবী থেকে আদালতে আসা মানুষজন ৷

জানা গিয়েছে, ছ'বছর আগে শরিকি সম্পত্তি নিয়ে সমস্যায় পড়েন কালীকুমার বসু । তিনি পোলবা থানার মেরিয়া গ্রামের বাসিন্দা । সম্পত্তি ফেরত পাওয়ার জন্য তিনি চুঁচুড়া জেলা আদালতে মামলা করেন । কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি । এর উপর বয়সজনিত কারণে বৃদ্ধের সাক্ষী নেওয়া সম্ভব হয়নি । তবে মঙ্গলবার পরিবারকে সঙ্গে নিয়ে কালীকুমার বসু আদালতে হাজির হন । সেখানে বিচারকের সামনে সাক্ষী দেন তিনি ।

যদিও আদালত সূত্রে খবর, আগামী 16 ফেব্রুরারি এই মামলার চূড়ান্ত রায় দেবেন বিচারক । এরপরই হয়তো জমি জট থেকে মুক্তি পাবেন এই বৃদ্ধ । চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে এদিন সাক্ষী দেন কালীকুমার বসু । তিনি রেলের অবসরপ্রাপ্ত কর্মী । জন্ম 1919 সালের 1 জানুয়ারি । এই বয়সে এসেও বেশ শক্তসমর্থ এই বৃদ্ধ । কালীকুমার বসু বলেন, "সাক্ষী দেওয়ার ছিল সেইজন্য আদালতে এসেছিলাম । এখনও সুস্থ-সবল অবস্থায় আছি । আমি চাই এই মামলার খুব শীঘ্রই নিষ্পত্তি হোক ।"

আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেন, "গত 2017 সাল থেকে শরিকদের সঙ্গে কালীকুমার বসুর একটি সম্পত্তি বিভাজনের মামলা চলছিল । এই বৃদ্ধের সম্মত্তি ছাড়া শরিকরা ওই সম্পত্তির কিছুটা অংশ বিক্রয় করে দিয়েছিলেন । আইন অনুযায়ী শরিকি সম্পত্তি বিক্রয় করতে গেলে বাকি শরিকদের সম্মতি নিতে হয় । এক্ষেত্রে তা নেওয়া হয়নি বলে অভিযোগ বৃদ্ধের । এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন । আদালতের নির্দেশে সেই সম্পত্তি পুনরায় ফেরত দেওয়ার জন্য মামলা রুজু হয় । 2017 সাল থেকে চলা মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ বাকি ছিল । বয়সের কারণে সেটা হয়ে উঠছিল না । মঙ্গলবার নাতিকে সঙ্গে নিয়ে বৃদ্ধ কালী বসু আদালতে আসেন । তাঁর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় । আগামী 16 ফেব্রুরারি মামলার চূড়ান্ত রায় দেবে আদালত ।"

আরও পড়ুন:

  1. অবসরের বয়স পেরিয়ে নিয়োগপত্র হাতে পেলেন 62 জন 'মাস্টারমশাই'!
  2. বয়স কুছ পরোয়া নেহি, সুখবর দিলেন টুইঙ্কল! 'সুপারওম্যান'কে জড়িয়ে গদগদ অক্ষয়
  3. বয়স হলেও চেহারার ঔজ্জ্বল্য ধরে রাখতে চান ? অবশ্যই ডায়েটে রাখুন ক্র্যানবেরি

105 বছর বয়সে আদালতে সাক্ষী দিতে হাজির বৃদ্ধ

চুঁচুড়া, 7 ফেব্রুয়ারি: 60 পেরলেই যেখানে অনেকের হাঁটতে-চলতে অসুবিধা হয় ৷ বাড়ির বাইরে বেরতে চান না ৷ সেখানে নজিরবিহীন ঘটনা ঘটল চুঁচুড়ায় ৷ 105 বছর বয়সি বৃদ্ধ নিজে হেঁটে সাক্ষী দিতে এলেন আদালতে ৷ এই বয়সেও বৃদ্ধের মনবল ও শারীরিক ক্ষমতা দেখে তাজ্জব আইনজীবী থেকে আদালতে আসা মানুষজন ৷

জানা গিয়েছে, ছ'বছর আগে শরিকি সম্পত্তি নিয়ে সমস্যায় পড়েন কালীকুমার বসু । তিনি পোলবা থানার মেরিয়া গ্রামের বাসিন্দা । সম্পত্তি ফেরত পাওয়ার জন্য তিনি চুঁচুড়া জেলা আদালতে মামলা করেন । কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি । এর উপর বয়সজনিত কারণে বৃদ্ধের সাক্ষী নেওয়া সম্ভব হয়নি । তবে মঙ্গলবার পরিবারকে সঙ্গে নিয়ে কালীকুমার বসু আদালতে হাজির হন । সেখানে বিচারকের সামনে সাক্ষী দেন তিনি ।

যদিও আদালত সূত্রে খবর, আগামী 16 ফেব্রুরারি এই মামলার চূড়ান্ত রায় দেবেন বিচারক । এরপরই হয়তো জমি জট থেকে মুক্তি পাবেন এই বৃদ্ধ । চুঁচুড়া জেলা আদালতে দ্বিতীয় সিভিল জজ সিনিয়র ডিভিশনের ঘরে এদিন সাক্ষী দেন কালীকুমার বসু । তিনি রেলের অবসরপ্রাপ্ত কর্মী । জন্ম 1919 সালের 1 জানুয়ারি । এই বয়সে এসেও বেশ শক্তসমর্থ এই বৃদ্ধ । কালীকুমার বসু বলেন, "সাক্ষী দেওয়ার ছিল সেইজন্য আদালতে এসেছিলাম । এখনও সুস্থ-সবল অবস্থায় আছি । আমি চাই এই মামলার খুব শীঘ্রই নিষ্পত্তি হোক ।"

আইনজীবী বিদ্যুৎ রায় চৌধুরী বলেন, "গত 2017 সাল থেকে শরিকদের সঙ্গে কালীকুমার বসুর একটি সম্পত্তি বিভাজনের মামলা চলছিল । এই বৃদ্ধের সম্মত্তি ছাড়া শরিকরা ওই সম্পত্তির কিছুটা অংশ বিক্রয় করে দিয়েছিলেন । আইন অনুযায়ী শরিকি সম্পত্তি বিক্রয় করতে গেলে বাকি শরিকদের সম্মতি নিতে হয় । এক্ষেত্রে তা নেওয়া হয়নি বলে অভিযোগ বৃদ্ধের । এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন । আদালতের নির্দেশে সেই সম্পত্তি পুনরায় ফেরত দেওয়ার জন্য মামলা রুজু হয় । 2017 সাল থেকে চলা মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ বাকি ছিল । বয়সের কারণে সেটা হয়ে উঠছিল না । মঙ্গলবার নাতিকে সঙ্গে নিয়ে বৃদ্ধ কালী বসু আদালতে আসেন । তাঁর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয় । আগামী 16 ফেব্রুরারি মামলার চূড়ান্ত রায় দেবে আদালত ।"

আরও পড়ুন:

  1. অবসরের বয়স পেরিয়ে নিয়োগপত্র হাতে পেলেন 62 জন 'মাস্টারমশাই'!
  2. বয়স কুছ পরোয়া নেহি, সুখবর দিলেন টুইঙ্কল! 'সুপারওম্যান'কে জড়িয়ে গদগদ অক্ষয়
  3. বয়স হলেও চেহারার ঔজ্জ্বল্য ধরে রাখতে চান ? অবশ্যই ডায়েটে রাখুন ক্র্যানবেরি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.